DIY - এসো নিজে করি : জলরঙ আর পেন্সিলের ব্যবহারের মাধ্যমে দুটি পায়ের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি জলরঙ আর পেন্সিলের ব্যবহারের মাধ্যমে দুটি পায়ের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

251704475_596511474827417_4918679579342377580_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল দিয়ে পায়ের গঠন গুলো চিত্রাংকন করলাম হালকা হালকা দাগ দেওয়ার মাধ্যমে।


251761961_2183128138496879_8691872310545174555_n.jpg
251712948_4442443505836467_8106432776450662317_n.jpg


ধাপ - 2

এখানে আমি দুটি পায়ে দুই রকম জিনিস ব্যবহার করেছি। একটি পায়ে আমি বোঝানোর চেষ্টা করেছি যে জুতা পরানো অবস্থায় আছে এবং অন্য পায়ে কাপড় পেচানো অবস্থায় আছে। সেগুলো খুবই সাবধানতার সাথে পেন্সিল দিয়ে হালকা হালকা করে আর্ট করে জুতার অংশগুলোকে বোঝানোর চেষ্টা করেছি।


251873595_1046245296178316_4141665335125197995_n.jpg
251624920_436359791165009_6461488853096850158_n.jpg


ধাপ - 3


251873643_4563913293684664_2665202388702780138_n.jpg


ধাপ - 4

এরপর ছবিটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জল রঙের ব্যবহার করলাম। পেজে বিভিন্ন জায়গায় বিভিন্ন রং ব্যবহার করলাম।


250600879_1949162835247035_4857213270092559638_n.jpg


ধাপ - 5

এরপর জুতাগুলো চারপাশে সাদা এবং লাল রঙের কিছু লম্বা লম্বা দাগ টানলাম যেন এটি দেখতে আরো বেশি ভালো লাগে। এভাবেই শেষ করলাম আমি আমার চিত্রাংকন টি।


251593811_587703352284009_8986052725278431491_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

251847747_1035351850592047_8525429478975650760_n.jpg251595745_738933787502002_3997133767246297334_n.jpg
251783923_236577895204157_5739670304630429331_n.jpg251593811_587703352284009_8986052725278431491_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


251665453_774033116817351_1617992689598118655_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০4 নভেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপু আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে আপনি খুব ধৈর্য নিয়ে আর্টটি করেছেন। আর্টের প্রতিটি বিষয় খুব নিখুঁত হয়েছে ।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি অবশ্যই চেষ্টা করব আমার সুন্দর আর্ট গুলো আপনাদের সাথে শেয়ার করার। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ওয়াও আপু! অসাধারন হয়েছে তো। তবে পা দেখে বুঝা যাচ্ছে বাধা কিনা আপু? আমি সিউর না। আপনার আর্টের প্রশংসা না করে পারলাম না আপু। সবসময়ই সুন্দর হয় অনেক।

 3 years ago 

না ভাইয়া ঐটা বাধা পা না ওটা একজন বেলি ডান্সার এর পা। ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ আপু। অনেক সুন্দর একটি অঙ্কন দেখতে পেলাম। প্রশংসা পাওয়ার মতো একটি অংকন। এত সুন্দর ভাবে প্রতিটি ভাব আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভকামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার পেইন্টিংয়ের এত সুন্দর প্রশংসা করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

সত্যিই অসাধারণ দুটি পায়ের চিত্র অংকন। আপনি অনেক সুন্দর করে জল রং এবং পেন্সিলের ব্যবহারের দুটি পায়ের চিত্র অঙ্কন করেছেন। এবং দুটি পায়ের জুতো গুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এবং পর্যায়ক্রমে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

সমস্ত বিষয়টি অতীব সুন্দর। খুব ভালো লাগলো। তবে পর্যায় গুলো খুব কম হয়েছে। অসম্ভব সুন্দর চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো

 3 years ago 

ঠিক আছে ভাইয়া এরপর থেকে চেষ্টা করব পর্যায়গুলো আরো বাড়িয়ে দেওয়ার। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ চিত্র অঙ্কন করেছেন আপনি। আপু আপনি জলরঙ আর পেন্সিলের ব্যবহারের মাধ্যমে দুটি পায়ের চিত্রাংকন করে আপনার দক্ষতাকে ফুটিয়ে তুলেছেন। আপনার প্রতিটি কাজ অসাধারণ হয় আপু। আপনার অঙ্কন চিত্রের অপেক্ষায় থাকি কখন নতুন কিছু দেখতে পাবো। শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপু আপনাদের এ ধরনের কমেন্ট গুলো সত্যিই আমাকে অনেক বেশি উৎসাহিত করে। দোয়া করবেন যাতে এভাবে সুন্দর সুন্দর পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

দুইটি পায়ের চিত্রাঙ্কন এতো এতো সুন্দর হয়েছে আপু কি বলব। আপনার সৃজনশীলতা অন্যরকম লেভেলের আপু আপনাতে মুগ্ধ হয়ে যাই। ভাবছি আমিও জলরং আঁকা শুরু করব। তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর ছবি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 3 years ago 

জি আপু অবশ্যই জলরঙে আঁকা শুরু করেন। আশা করছি আপনারও জলরঙে আঁকা আঁকি করতে ভালো লাগবে। ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নতুন করে আর কি বলবো। প্রতি বারের মতো খুব খুব ভালো হয়েছে আজকের ড্রয়িং ও। আপনার ড্রয়িং গুলোর মধ্যে একটি অন্যরকম ব্যাপার রয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন যাতে এই অন্যরকম ব্যাপারটা সবসময় আমি আমার পেইন্টিংয়ে ধরে রাখতে পারি।

 3 years ago 

জল রং দিয়ে খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন ।এই চিত্রটি দেখে আমার খুবই ভালো লেগেছে। দুটি পায়ে চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও আপু দারুন হয়েছে আপনার পায়ের আর্টটি। জুতা পরা পাটি আমার কাছে বেশি ভালো লেগেছে। দ্বিতীয়টা তেমন বুঝতে পারছিনা না। আপনার আর্ট সব সময় আমার কাছে খুবই ভালো লাগে ।আজও অনেক ভালো লেগেছে ।অনেক ধন্যবাদ আপু সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা রাখি ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর আমরা দেখতে পাব।

 3 years ago 

আপু দুটো পায়ে জুতা পরা। দ্বিতীয় পা টা একজন বেলি ডান্সার এর পা। আর হয়তো দেখে থাকবেন যে বেলি ডান্সার দের জুতা গুলা একটু ভিন্ন ধরনের হয়। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.030
BTC 68403.29
ETH 3749.74
USDT 1.00
SBD 3.66