পছন্দের একটি গান কভার || "তোমাকে চাই" || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আপনি আপনাদের সাথে নতুন একটি গানের পোস্ট শেয়ার করছি। আপনারা সবাই জানেন অরিজিৎ সিং আমার অনেক পছন্দের একজন গায়ক। তার বেশিরভাগ গানই আমার খুব পছন্দের। তবে আমি চেষ্টা করি যে গানগুলো আমার অনেক বেশি মনের কাছের। সেগুলো গেয়ে আপনাদের সাথে শেয়ার করার। আজকে আমি অরিজিৎ সিং এর গাওয়া "তোমাকে চাই" গানটি আপনাদের সাথে শেয়ার করছি। কেন জানি সকাল থেকেই গানটি গুনগুন করছিলাম।

তাই ভাবলাম গানটি যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যদিও আমি খুব ভালো গাই না।তাই আমার সব ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করছি যতটুকুই গেয়েছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।



গানের কিছু তথ্য


গানের নাম : "তোমাকে চাই"
শিল্পী : অরিজিৎ সিং
সঙ্গীতঃ অরিন্দম
গীতিকারঃ প্রসেন
মুভিঃ গ্যাংস্টার



গানের ভিডিও লিংক

গানের কথা :

তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদুরে এখনও...

আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
তুমি কেন এলে জানি না এখনও...
ফন্দি আটে মন পালাবার..
বন্দি আছে কাছে সে তোমার

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও, তোমাকেই চাই

হুঁ.. যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই

হলো শুরু সাতদিনে
এই খেলাধুলো রাতদিনে
জানি বারণ করার সাধ্যি নেই
আর আমার..
তোমার নামের মন্দিরে
আর তোমার নামের মসজিদে
আমি কথা দিয়ে এসেছি
বারবার..

বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও
তুমি ইচ্ছেমত আমাকে সাজাও

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই

মনের গভীরে, ঘুমের শরীরে
তোমাকে নিয়ে ডুবে যাবো
আমার কাছে কারনেরা আছে
নিজেকে আমি খুঁজেই নেবো

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই

যদি সত্যি জানতে চাও
তোমাকে চাই, তোমাকে চাই
যদি মিথ্যে মানতে চাও
তোমাকেই চাই
Source



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুলাই 27, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

আপনি তো দেখছি খুব সুন্দর করে পুরো গানটি কভার করেছেন। গানটি আমার কাছে খুব ভালো লাগে আপনার কন্ঠ শুনতে পেয়ে আরও ভালো লাগছে। এত সুন্দর একটি গান আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার গাওয়া গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি আমার গানের এত সুন্দর প্রশংসা করছেন এর জন্য আমি অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন সব সময় এবং আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বাহ চমৎকার! অসম্ভব সুন্দর আপনার গানের গলা। অনেক সুন্দরভাবে আপনি অরিজিৎ সিং এর গাওয়া গানটি গেয়ে আমাদের শোনালেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। যদিও আমি খুব একটা ভালো গাই না তবে চেষ্টা করেছি। অবশ্য আমি এটাও বিশ্বাস করি যে মন থেকে কোন কিছু চেষ্টা করলে তা বিফলে যায় না। এমনই সুন্দর মন্তব্যগুলো নিয়ে পাশে থাকবেন আপু।

 2 years ago 

♥♥

 2 years ago 

বহুদিন পর চেনা মানুষের মুখের গান শুনলাম। বাহ সুন্দর। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার কমেন্টটি পেয়ে সত্যিই খুব ভালো লাগলো ভাইয়া। যদিও আমি খুব একটা ভালো গাই না। তবুও মন থেকে চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাওয়ার। আপনারা এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দিয়েছেন যে সত্যিই খুব ভালো লাগছে এবং কৃতজ্ঞ আমি। সব সময় ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

এই গানটা আমার কাছে ভালো লাগে।আপু আপনার কন্ঠ গানটা বেশ সুন্দর হয়েছে। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

বাহ আপু আমার আর আপনার গানের পছন্দের মিল তো দেখছি এক। আসলে অরিজিৎ সিং এর গান মানেই খুব সুন্দর। আমার ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখে আমার গানের প্রশংসা করার জন্য অনেক কৃতজ্ঞ থাকব। অনেক ধন্যবাদ আপু এবং অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

যে রাধে সে চুলও বাঁধে আর যে পারে সে গানও পারে। বেশ মিষ্টি কন্ঠে চমৎকার গানটি পরিবেশন করলেন। সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমার পোষ্টের সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আমার গানটি আপনাদের ভালো লেগেছে জেনে সত্যিই খুব খুব আনন্দিত বোধ করছি। আপনাদের এই সুন্দর মন্তব্য গুলোই আমার ভালো ভালো কাজ করার তাগিদ। অনেক ভালোবাসা রইলো ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি গান কভার করেছেন। এই গানটি সকলেরই পছন্দের। খুব সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে পরিবেশন করেছেন। এত সুন্দর একটি গান পরিবেশন করে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমার গানের ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখে এত সুন্দর মন্তব্য করার জন্য সত্যিই খুব কৃতজ্ঞ থাকব আপনার কাছে। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এতদিন আপনার অনেক সুন্দর সুন্দর পোস্ট দেখেছি আপু। আজ আমি আপনার গলায় প্রথম গান শুনতে পেলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার গাওয়া গান টি। আপনার গানের গলা এত সুন্দর আজ পোস্ট না দেখলে জানতে পারতাম না। ধন্যবাদ আপু

 2 years ago 

আপু প্রথম কেন?আমি তো এর আগেও বেশ কয়েকটা গান শেয়ার করেছি। হয়তো আপনি পোস্টগুলো মিস করে গেছেন। আমি অনেক বেশি গান শেয়ার করি না। তবে মাঝেমধ্যে খুব পছন্দের গান মনে পড়ে গেলে,সেই গানগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারিনা। অনেক ধন্যবাদ আপু এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

গানটি আমার অনেক পছন্দের একটি গান আর আপনার কন্ঠে গানটি শুনে অনেক ভালো লাগলো। আপনার কন্ঠটি মাশ-আল্লাহ অনেক সুন্দর। খুব ভালো লাগলো আপু আপনার গানটি শুনে।

 2 years ago 

আপনার কমেন্টটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো আপু। আমি চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে গানটি গেয়ে আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কাছে আমার গানটি ভালো লেগেছে জেনে খুব খুব খুশি হয়েছি এবং নিজেকে কিছুটা হলেও সার্থক মনে হচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে এবং অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি গানের কভার আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। খালি গলায় অসাধারণ গেয়েছেন আপনি। সত্যি ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আমার মতে খালি গলায় যাদের গান শুনতে ভালো লাগে তারাই প্রকৃত গায়ক বা গায়িকা। আমি যদিও খুব একটা ভালো গান গাই না। তবে খুব মন থেকে চেষ্টা করি সুন্দর ভাবে গানটি গেয়ে আপনাদের সাথে শেয়ার করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64024.15
ETH 3515.24
USDT 1.00
SBD 2.55