আমার বাংলা ব্লগ !!! ভালোবাসি ফটোগ্রাফি করতে 📸steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আজ - ৩রা, চৈত্র ১৪২৯ , বঙ্গাব্দ | বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

Picsart_23-03-17_11-31-34-614.jpg


রিমঝিম ধারাতে চায় মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাসাতে ৷

গানটি খুবই মনে পড়ল ৷ কারণ আমি যে এখন পোস্টটি লিখছি সাথে টিপ টিপ বৃষ্টি পড়ছে। আর এই অনুভূতি অনুভব নিয়ে এই গানটি প্রথম শিরোনামেই লিখলাম ৷

প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজ ও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লক নিয়ে প্রতিদিনই চেষ্টা করি নিজের ক্রিয়েটিভ কে কাজে লাগিয়ে নিত্য নতুন ব্লগ লেখার আর সে প্রচেষ্টা দেখেই প্রতি দিনই ভিন্ন ধর্মের কিছু ব্লক বা পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করি৷

আর সেই ধারাবাহিকতায় আজকে একটি ফটোগ্রাফি ব্লগ আমাদের মাঝে উপস্থাপন করতে চলেছি ৷ আসলে ফটোগ্রাফি হল এমন একটি নেশা যেটা আসলে প্রতিনিয়ত মনে নতুন অনুপ্রেরণা আর মনকে অনেকে আনন্দিত করে থাকে ৷ বিশেষ করে আমার বাংলা ব্লগের বেশ কয়েকজন বন্ধু এত সুন্দর ফটোগ্রাফি ব্লগ শেয়ার করে ৷ তা আসলে অসম্ভব সুন্দর লাগে প্রতিটি ফটোগ্রাফ আর এসব ফটোগ্রাফি দেখার পর নিজের মনে অনেকটা ইচ্ছা শক্তি কাজ করে ৷ আর তাইতো মাঝে মধ্যেই চোখের সামনে যে জিনিসটাই ভালো লাগে ফটোগ্রাফি করার চেষ্টা করি৷

আমি প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি ব্লকগ শেয়ার করি৷ আর সেই ধারাবাহিকতায় আজকেও এই সপ্তাহের সাতটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম পোস্ট আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে ৷ এমনটাই আশা প্রত্যাশা রেখে শুরু করছি আমার আজকের ব্লগ



ফোটোগ্রাফি 📸নং:- ০১

Picsart_23-03-17_11-41-00-483.jpg

বন্য ফুল
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

আজকে বিকেল বেলা মূলত ফটোগ্রাফি করার জন্যই বের হয়েছিলাম ৷ তো প্রথম মুহূর্তেই রাস্তার ধারে চোখে পড়ল যে এই সাদা ধবধবে ফুলগুলোকে ৷ বর্তমান এই বসন্তের ঋতুতে এই বন্যফুল গুলো রাস্তা ধরে অনেকগুলো যা একসাথে দেখতে বেশ ভালই লাগে ৷ তাই তো কাছে গিয়ে এই বন্য বা জঙ্গলি ফুলের ফটোগ্রাফি করলাম।

ফোটোগ্রাফি 📸নং:- ০২

Picsart_23-03-17_11-35-05-883.jpg

রক্ত জবা
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

আমি এর আগের ফটোগ্রাফি তে বলেছিলাম হয়তো যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে জবা ফুল ৷ কারণ জবা ফুল অনেক রঙের অনেক রকমের হয়ে থাকে ৷ আর সব থেকে ভালো লাগে লাল টকটকে রক্তের মত দেখতে যাকে সহজ ভাষা বলে রক্ত জবা৷

ফোটোগ্রাফি 📸নং:- ০৩

IMG20230121164351_01.jpg

চন্দ্র মল্লিকা
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

কিছুদিন আগে বাডির উঠানে তবে লাগানো এই চন্দ্রমল্লিকা ফুলের গাছটি ছিল ৷ যদিও ফুল ফুটে নি তবে আজকে হঠাৎ করে চোখে পড়ল একটি মাত্র ফুল ফুটেছে দেখে মনটা সত্যিই অনেক আনন্দিত হল ৷ এসব কিছু বিদেশি জাতের বা ভিন্ন জাতি ফুল দেখতে বেশ ভালই লাগে ৷

ফোটোগ্রাফি 📸নং:- ০৪

Picsart_23-03-17_11-37-28-395.jpg

ডায়ানথাস ফুল
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

ডায়ানথাস ফুল অতি ছোট্ট একটি ফুল ৷ ছোট্ট ফুলটি হলেও দেখতে অনেক চমৎকার ৷ বলা যায় অনেকটা ঘাস ফুলের মত ঘাসের মত বেশ বড় আকার ধারণ করে গাছটি ৷ কিন্তু ফুল ফোটে ছোট্ট ছোট্ট যা দেখতে বেশ ভালই লাগে৷ এ ফুলটি আমার নিজ বাড়ির উঠানে লাগানো ৷

ফোটোগ্রাফি 📸নং:- ০৫

Picsart_23-03-17_11-31-34-614.jpg

টগর ফুল
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

টগর ফুল এই ফুলটিকে সবাই চেনার কথা এবং কি চেনেও৷ ছোট্ট ফুলটি দেখতে সাদা ধবধবে এবং কি ফুলটি অসম্ভব সুন্দর লাগে ৷ আর এই ফুলটি বারো মাস ফুটে তা বলা যায় ৷ তবে বর্তমান এই বসন্তে খুব কম সময়ে ফোটে ৷ কিন্তু আজকে হঠাৎ করে চোখে পড়ল রাস্তার ধারে গাছে একটি মাত্র ফুল ফুটেছে ৷ তাই তো দেখা মাত্রই ফটোগ্রাফি করি৷

ফোটোগ্রাফি 📸নং:- ০৬

Picsart_23-03-17_11-48-47-488.jpg

কিউট বিড়াল
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

ছোট্ট কিউট বিড়ালটি আমার বাড়ির ছোট্ট বিড়ালটি
৷ যদিও এর মা কিছুদিন আগে মারা গিয়েছিল ৷ এবং কি তাকে রোজ প্রতিদিনই যত্নাদি করি খাবার দেই। তবে দেখতে দেখতে বিড়ালটি আজ অনেক বড় হয়ে গেছে ৷ আজকে দেখলাম বাড়ির উঠানে বেশ সুন্দর করে লাজুক খ্যাকের মত বসে আছে৷

ফোটোগ্রাফি 📸নং:- ০৭

IMG20230303172657_01.jpg

পিয়াজ ফুল
ক্যামেরাঃ realme C12
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered

বিকেলবেলা ফটোগ্রাফি করার জন্যই বের হয়েছিলাম হয়তো রাস্তার ধার দিয়ে ফটোগ্রাফি করার সময় চোখে পড়ল যে মাঠে পিঁয়াজের ফুল ফুটেছে ৷ এক পা দু পা করে এগিয়ে দিয়ে দেখলাম যে আসলে তো অনেকগুলো ফুল ফুটেছে৷ আসলে এসব পিয়াজ একসময় বড় হয়ে সেখান থেকে এসব ফুল ফোটে ৷



সর্বোপরি আজকে সারাদিন বেশ কয়েকটি করেছিলাম আর সেই থেকে সেরা কয়েকটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম৷ আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে৷ আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই ৷ তবে সময় ধৈর্য আর মনের ভালবাসা দিয়ে ফটোগ্রাফি করি৷

তো প্রিয় বন্ধুরা সর্বোপরি এই ছিল আমার আজকের বেশ কিছু নিত্য নতুন ইউনিক ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম ৷ কতটা ভালো লেগেছে জানি না ৷

আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে
৷এমনটাই আশা প্রত্যাশা রেখে শেষ করছি আমার আজকের ব্লগ৷ আবারো হাজির হইবো অন্য কোন নতুন ইউনিক ফটোগ্রাফি ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন৷

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷

ফটোগ্রাফি বিবরন

বিষয়ফটোগ্রাফি
ফটোগ্রাফার@gopiray
ডিভাইসrealme 12
তারিখ১৭/০৩/২০২৩
লোকেশনবাংলাদেশ 🇧🇩🇧🇩

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

সবাইকে ধন্যবাদ

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
Loading...
 2 years ago (edited)

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন। আমরা সবাই ফটোগ্রাফি কে ভালবাসি। কারণ আমরা ফটোগ্রাফির মাধ্যমে এরকম অজানা জিনিস দেখতে পাই, যেগুলো আমরা কখনো কল্পনা করতে পারি না। আজকে আপনার কয়েকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে পেঁয়াজের ফুলের ফটোগ্রাফ টা এত সুন্দর হয়েছে যে কল্পনাও করা যায় না। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনারা প্রকৃতির মাঝে থাকেন।তাই বাইরে বের হলে দারুণ দারুণ ফটোগ্রাফি তুলতে পারেন। খুব সুন্দর লাগলো ফটোগ্রাফি গুলো। ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতি,ফুল নানা কিছুর সৌন্দর্য তুলে ধরা যায়।খুব ভাল লাগলো ভাইয়া। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গত দু'দিন ধরেই আকাশ টা অনেক মেঘলা যাচ্ছে,কখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে এরকম মুহুর্ত গুলো বেশ ভালোই লাগে।ফটোগ্রাফি পোস্ট দেখতে সবসময়ই অনেক ভালো লাগে।আজকের পোস্টের প্রায় সবগুলো ফুলই আমাদর চির চেনা ফুল।প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ লেগেছে আমার কাছে। অসাধারণ পোস্ট টি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।

 2 years ago 

আজকে আপনি বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন । সত্যি প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে । আমিও মাঝে মাঝে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট করে থাকি। বিশেষ করে পেয়াজ ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। টগর ফুলের ফটোগ্রাফিও দৃষ্টিনন্দন হয়েছে। এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোকপি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বিশেষ করে এক নাম্বার ফটোগ্রাফি অনেকদিন পর আপনার পোস্টে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে। এই ফুলগুলো দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলেছি। জঙ্গলের মধ্যে এই ফুল গুলো যখন ফুটে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে ।অনেকদিন পরে এমন একটি ফুল দেখে আমার কাছে অনেক ভালো লাগলো ধন্যবাদ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসম্ভব ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি আমার কাছে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন এরকম ফটোগ্রাফি দেখলে মনটা ভালো হয়ে যায়। প্রত্যেকটা ফটোগ্রাফি সম্পর্কে বর্ণনা খুবই সুন্দরভাবে সাজিয়ে লিখেছেন। সত্যিই চোখ ফেরানো যাচ্ছে না আপনার ফটোগ্রাফি গুলোর দিক থেকে। বেশ ভালো ছিল ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

আমার কাছে ফটোগ্রাফি পোস্ট একটু বেশি ভালো লাগে দেখতে। আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন যেগুলো দেখে আমি তো একেবারেই মুগ্ধ। এরকম ফটোগ্রাফি গুলো করতে যেমন ভালো লাগে আমার কাছে দেখতেও তেমনই ভালো লাগে। প্রত্যেকটা ফটোগ্রাফের মধ্য থেকে অন্যরকম একটা সৌন্দর্যতা ফুটে উঠেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অন্যরকম একটা আকর্ষণীয় লাগছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.029
BTC 65292.16
ETH 2651.21
USDT 1.00
SBD 2.85