"টার্গেট ডিসেম্বর সিজন-ফাইভে আমার পাওয়ার আপ ৫০ স্টিম"

in আমার বাংলা ব্লগ6 months ago

আজ ৫ই, চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ, |বসন্তকাল |



নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328nxpWAiuZ3LRVfjoao5FA1ib4YwJejettN21z4jagea1MjdW2K8K2dz8CiNmdcSib5Kzg8TzPyRUrYecAHcUSf8eAf3ZvNCE9CEz.jpeg

সোর্স

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ।আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ।

প্রায় দীর্ঘদিন পর আমার বাংলা ব্লগে ফেরা ৷ আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই মূলত আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে বিছিন্ন হয়েছি ৷ যা হোক সেই সমস্ত দুঃখ যাতনা অনাকাঙ্খিত ঘটনা কাটিয়ে উঠিয়ে আবার, নতুন করে আমার বাংলা ব্লগের সাথে পথচলা শুরু করলাম ৷ আর এই পথচলা শুরুতেই আমার নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য পাওয়ার আপ করা ভীষণ জরুরি ৷ আর যার জন্যই প্রথম থেকেই এই সিজন ফাইভে নিজেকে নতুন করে মেলে ধরার আপ্রাণ চেষ্টা নিয়েই শুরু করছি ৷ আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া রাখবেন ৷



প্রিয় আমার বাংলা ব্লগবাসি আজ অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷ আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই সিজন- ৫ আমি পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷


যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার আপ সিজন- ৫ যত দুর পযন্ত যাওয়া যায় ৷আর এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করবো ৷ তবে আপাতত আমার ক্ষুদ্র লক্ষ্যমাত্রা যেটা হলো ২০০০ এসপিতে পৌঁছানো ৷ ৷ আর এই লক্ষ্যমাত্রায় এই সপ্তাহে পাওয়ার আপ প্রতিযোগিতায় ৫০ স্টিম লিকুইড পাওয়ার আপ করছি ৷ আর সেটার ধাপ গুলো আপনাদের মাঝে শেয়ার করছি ৷


IMG_20250321_114618.jpg

IMG_20250321_114650.jpg

IMG_20250321_114724.jpg

IMG_20250321_114750.jpg

IMG_20250321_114827.jpg
যাহোক এভাবেই প্রতিনিয়তই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি নিজের সর্বোচ্চ একটি অ্যামাউন্ট এসপিতে পরিণত করতে চাই
এই ছিল পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন বড় পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷



♥সবাইকে ধন্যবাদ ♥

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

6pu4ZRycQdDVScudzd6MCPSXks2Yb5eBsm266mkDh4Ym6FB7BpriSja46xEMcWmdrpddJ2DgjV1GDyqq1t6zrWYByoJVmDSUzWxQrqnEmCewYJ8H9rpuqqVDn9jgm5cfC9e6wZ49xqhGBZwiQDbQDUVb7ywMCasr2MCyQphY4K5y9v4KLj2bDYXV5r4H6GpsDBfFL.png

Sort:  
 6 months ago 

২০০০ স্টিম পাওয়ার পূর্ণ করার টার্গেট নিয়ে আজ আপনি পঞ্চাশ স্টিম পাওয়ার আপ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা বৃদ্ধি। আশা করছি, ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত কাজ করে গেলে অবশ্যই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া

 6 months ago 

আর্শিবাদ করবেন দিদি যেনো এভাবে পাওয়ার আপ করে যেতে পারি ৷ ধন্যবাদ অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য ৷

 6 months ago 

অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন শুনে খারাপ লাগলো। আর এখন আবারো সবার মাঝে ফিরে এসেছেন দেখে ভালো লাগলো। আপনার 50 স্টিম পাওয়ার আপ দেখে খুব ভালো লেগেছে। আশা করছি আপনি এভাবে পাওয়ার আপ করতে থাকলে দুই হাজার এসপিতে পৌঁছাতে পারবেন।

 6 months ago 

হুমম আপু দোয়া রাখবেন যেনো আবার নিজেকে মেলে ধরতে পারি ৷ সেই সাথে আপনাদের সাথে থাকতে পারি ৷

 6 months ago 

আপনি দীর্ঘদিন পর কমিউনিটিতে ফিরেই বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন ভাই। আপনি ৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনার আইডির সক্ষমতা কিছুটা বৃদ্ধি করেছেন। আশা করি নিয়মিত পাওয়ার আপ এর মাধ্যমে এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 114705.62
ETH 4494.46
SBD 0.85