কবিতা আবৃত্তি - যতদিন বাঁচি !! মহাদেব সাহা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার - আদাব



হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

heart-3147976_1280.jpg

হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷ প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন ব্লগ নিয়ে৷ প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করেই থাকি ৷ কিন্তু আজকে কেন জানি একটি কবিতা আবৃত্তি করার খুব ইচ্ছে জাগলো৷

যদিও কবিতাটি আমার লেখা নয় ৷ তারপরও চেষ্টা করেছি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে আবৃত্তি করার ৷ আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে ৷

আজকে সারাদিন বলা যায় যে মেঘলা আকাশ ৷ আর বাতাসে ভরপুর ছিল অর্থাৎ বাইরে যাওয়াই যেন অনেকটা দুষ্কর ঠিক এমনটাই মনে হয় ৷ হালকা পাতলা মাঝেমধ্যে বৃষ্টির ফোটাও পড়ছিল তাই ঘরে বসেই সারাটা দিন চলে গেল ৷ কিন্তু দুঃখের বিষয় যে কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ ছিল না যে কারণে মোবাইল ফোনে চার্জ দেওয়া হয় নি ৷ বর্তমানে এই বর্ষার সময় কালে সবচেয়ে বড় সমস্যা হলো কেউ বিদ্যুৎ ৷

কিভাবে যে সারাটা দিন চলে গেল বিকেলের শেষে ইচ্ছে ভাবলাম একটি কবিতা আবৃতি করা যাক ৷ ভাবছিলাম যে আসলে নিজের স্বরচিত কবিতা আবৃত্তি করবো নাকি অন্য কারো লেখা এভাবেই ভাবতে ভাবতে ইউটিউবে গিয়েই চোখে পড়ল ৷ কবি মহাদেব সাহা এর লেখা কবিতাটি যতদিন বাচিঁ

কিছুক্ষণের জন্য অনেক মনোযোগ সহকারী শুনছিলাম ৷ এরপরেই আবৃত্তি করার চেষ্টা করলাম আর তাই বিকেল বেলা চিন্তা করলাম যে আজকে ব্লগে কবিতা আবৃত্তি শেয়ার করবো৷

চলুন বন্ধুরা আর দেরি না করে শুনে আসা যাক ৷ মহাদেব সাহার একটি জনপ্রিয় কবিতা যতদিন বাচিঁ ৷



মহাদেব সাহা

❤ যতদিন বাঁচি ❤



আবৃতি

গোপী রায়

কবিতাটি শুনতে নিচে ক্লিক করুন👇।

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

যতদিন বাঁচি দু চোখ খুলে যেন, তোমাকেই দেখতে পাই
দৃষ্টিশক্তি ফিরে পেয়ে অন্ধ যেমন
দেখতে চায় তার প্রিয় মুখ
আমিও তেমনি, চোখ খুলে যেন তোমাকেই দেখতে পাই

ইচ্ছে করে তোমার মুখটি হৃদয়ে খোদাই করে রাখি
তোমাকে দেখলে কি যে হয় ফিরে পাই নতুন জীবন
বৃক্ষে যেমন অঙ্কুরোদগম হতে থাকে
নদীতে কল্লোল, যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ হয়

তোমাকে দেখতে পেলে আর কোন অভাব থাকে না
তাই বলি আমি শুধু চাই দুচোখ খুলে তোমাকেই দেখতে
দুচোখ খুলেই আমি তোমাকে দেখতে পাবো
তোমার সাথে সবার আগে হবে আমার দৃষ্টি বিনিময়
তোমার উজ্জ্বল চোখ সু প্রসন্ন মুখ, সদ্য ফোটা কুসুমের মতো
প্রস্ফুটিত হবে আমার সারা দিন অন্তরে

তোমার দু চোখের দিকে চেয়ে, আমি দেখব দু- চোখ ভরে অন্ত সবুজ
সাতটি সমুদ্র আর শত শত নদী দেখব প্রবাহমান
তাই যতদিন বাঁচি দুচোখ খুলেই যেন তোমাকে দেখতে পাই

হাতটি বাড়িয়ে যেন আমি ধরতে পারি , তোমার বিশ্বস্ত হাত ৷
তাই যতদিন বাঁচি চোখ খুলে যেন , আমি তোমাকে দেখতে পাই ৷



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

ভুল ত্রুটি মার্জনীয়



অভিবাদন্তে: @gopiray

Sort:  
 2 years ago 

আজ আমাদের এইখানেও বৃষ্টি হয়েছে। তবে এমন আবহাওয়া মাঝে মাঝে বেশ ভালোই লাগে। আমি যদিও কবিতা লিখতে পারি না ,কবিতা পড়তে এবং শুনতে ভালোই লাগে। আপনার আবৃত্তি বেশ ভালো হয়েছে। কবিতার লাইন গুলো সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

যাক শুনে ভালো লাগলো যে আমরা কবিতা আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে ৷ অসংখ্য ধন্যবাদ আপু এভাবেই পাশে থাকবেন ৷

 2 years ago 

মহাদেব সাহার সুন্দর একটি কবিতা যতদিন বাঁচি কবিতাটি সুন্দর আবৃত্তি করেছিস ৷ ভালো লাগলো সম্পূর্ণ কবিতাটির সুন্দর সুরে তোর আবৃত্তি শুনে ৷ বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা জোস ছিলো ৷ সব মিলিয়ে চমৎকার হয়েছে , ভালো লাগলো প্রচুর৷

 2 years ago 

হুম বন্ধু ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাল ছিল ৷ তবে বাহিরে থেকে একটু নয়েচ ছিল ৷ অনেক ধন্যবাদ মতামতের জন্য ৷

আপনি তো দেখছি অসম্ভব সুন্দর কবিতা আবৃত্তি করেন। আপনার কবিতা আবৃত্তি শুনে, আপনার কবিতা আবৃত্তির প্রেমে পড়ে গেলাম খুবই ভালো লাগলো।

বাহিরে প্রচন্ড বৃষ্টি, জানালার পাশে দাঁড়িয়ে আপনার কবিতা আবৃত্তি শুনতে লাগলাম। অসম্ভব ভালো লাগা কাজ করছিল তখন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা আবৃত্তি আমাদের সাথে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

 2 years ago 

সত্যি আমি সার্থক যে আমার আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে ৷ তাও আবার বৃষ্টির সময় ঘরের জানালার পাশে বসে ৷ অনেক ধন্যবাদ এতো সুন্দর মতামত দেওয়ার জন্য ৷

 2 years ago 

ভাই, আপনার ইচ্ছে হলো আজ কবিতা আবৃত্তি করবেন। তাই প্রথমে আপনার ইচ্ছা শক্তিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেননা আপনার ইচ্ছা হওয়ার কারণে আজ আমরা এত সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনতে পেলাম। দারুন আবৃত্তি করেছেন ভাই, আপনার কবিতা আবৃত্তি শুনে মনটা ভরে গেল। আশা করছি পরবর্তী সময়েও এরকম আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করবেন।

 2 years ago 

জি ভাই ইচ্ছা শক্তি আছে বলে তো মানুষ ৷ চেষ্টা করবো এভাবে করে আবৃত্তি করার জন্য ৷ ধন্যবাদ

 2 years ago 

খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন আপনি কবিতা আবৃত্তি শুনে সত্যি খুব ভালো লাগলো। ব্যাকগ্রাউন্ড মিউজিক টার সাথে আপনার কবিতা আবৃত্তি বেশ অসাধারণ হয়েছে। এত সুন্দর কন্ঠে কবিতা আবৃত্তি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর উৎসাহ মূলক মতামতের জন্য ৷

 2 years ago 

আজকের আবহাওয়া আমার খুব ভাল লেগেছে। ঢাকায় ও বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। আপনার কবিতা আবৃত্তি অনেক ভাল লেগেছে। খুব সুন্দরভাবে আবৃত্তি করেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এর সাথে শুনতে ভাল লাগছিল। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

হ্যা ভাই আবহাওয়া টা এখন চমৎকার ৷ ভালো লাগলো যে আমরা কবিতা আবৃত্তি আপনার কাছে ভালো লেগেছে শুনে ৷

 2 years ago 

অসম্ভব সুন্দর একটা মন ছোঁয়া কবিতা ছিল আপনার। সত্যি আসলে আমার কাছে এরকম কবিতা গুলো লিখতে যেমন ভালো লাগে পড়তে তার থেকে একটু বেশি ভালো লাগে। আপনি অসাধারণ একটা টপিক নিয়ে আজকের কবিতাটি লিখেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। প্রত্যেকটি লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন। বলতে হয় এক কথায় অসাধারণ ছিল আপনার এই কবিতা।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62795.57
ETH 2581.60
USDT 1.00
SBD 2.74