মনের আবেগ অনুভুতি দিয়ে লেখা!!! অনু- কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার - আদাব



হ্যালো, আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি নতুন পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে ৷

sorrow-699606_1280.jpg
Copyright images

সুপ্রিয়, আমার আমার বাংলা ব্লগের সকল ভাই বোনদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ৷ তো প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে ৷ যদিও কিছুদিন যাবৎ মন-মানসিকতা খুব একটা ভালো নেই৷

জীবনটা হলো গিয়ে নদীর মতো যাকে প্রতিনিয়ত বয়ে নিয়ে যেতে হয় ৷ জীবনে থাকে দুঃখ বেদনা হতাশা জীবনের সুন্দর মুহূর্তগুলোকে কেড়ে নেয়৷ কিন্তু জীবন কখনো কেড়ে নিতে পারে না ৷ জীবন চলে তার জীবনের মত শুধু থাকে দুঃখ বেদনার হতাশা৷

জীবনটা এক সময় কাটে আনন্দ তখন বাঁচতে ইচ্ছে করে হাজার বছর ৷ কিন্তু যখনই জীবনের সাথে ঘটে যায় হতাশা জনক কোন ঘটনা তখন আসলে জীবনকে অনেকটাই তুচ্ছ আর বেঁচে থাকার ইচ্ছেটা অনেকটাই কমে যায় ৷ জানি না কেন এবং কিসের জন্য ৷

যদিও আমরা সবই বুঝি তবু অবুঝের মত ৷ আমরা জানি যে জীবন চলবে অবিরত এমনকি নিজের জীবনকে বয়ে নিয়ে যেতেই হবে ৷ কারণ একাই এসেছি একাই চলে যেত এটাই বাস্তবতা তারপরেও এই সুন্দর পৃথিবীতে এক মায়ার আবরণে আবদ্ধ হয়ে আমরা ভুলেই যাই. ৷ তবে কোন মায়া যে মায়া জীবনকে আঁকড়ে ধরে একসময় এ জীবনকে ছেড়ে চলে যায় ৷

ছোট্ট ছোট্ট স্বপ্ন গুলি একসময় অনেক বড় স্বপ্ন হয়ে দাঁড়ায় কিন্তু সেই ছোট্ট ছোট্ট থেকে একটি বড় স্বপ্ন যখন নিমিষে চুরমার হয়ে যায় তখন জীবনের হতাশা বিভ্রান্ত ছাড়া আর কিছুই থাকে না ৷ তো যা হোক এ বিষয়ে আর কোন কথাই বলবো না ৷কারণ মনটা খুব খারাপ ৷

আর মন খারাপের আবেগ অনুভূতি নিয়েই ছোট্ট কিছু লাইনের অনু কবিতা লিখলাম ৷ যা আপনাদের কাছে শেয়ার করছি ৷আশা করি আপনাদের সবার অনেক ভালোই লাগবে৷



০১

ভালোবাসা তুমি কি কেবলী পরগাছা
তুমি কী চাতকের মত তৃপ্তিহীন পিপাসার্ত
তুমি মধুবের মত নিজের স্বার্থ পূরনে নিয়ত চঞ্চল
তুমি শূন্যতাকে সত্য না করার অস্থির নদীর জল
আজ তোমায় কোনো বন্ধন নেই
আছে শুধু আবেগ

০২

ভালোবাসা তুমি কি আজ খেয়ালি রঙ্গে মাখা অঙ্গনা
তোমার প্রেমের বিকিরণ হয় অর্থের নিলাম আসরে
তাইতো আজ আমিও রাখিনি ধরে
তোমার শূন্য খাঁচা পুষি অন্তরে

০৩

প্রতিদিনই বাঁচি দীর্ঘশ্বাসের সাথে
হৃদয়ের খুব কাছাকাছি থেকে সবকিছুর সাথে
গভীরভাবে মিশে আছে দীর্ঘশ্বাস
এজন্য সৌন্দর্যের শীতলতা জীবনকে ছুঁতে পারেনা
সূর্যের চেয়েও প্রখর দীর্ঘশ্বাসের তপ্ততা কেননা
এখানে প্রতিদিনই পুড়ে স্বপ্ন।

একজন মানুষ কতোটা দীর্ঘশ্বাস নিয়ে বেঁচে থাকে,
সেকথা কখনো জানতে পারেনা কেউই



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BW...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

ভুলত্রুটি মার্জনীয়

Sort:  
 2 years ago 

আপনার লেখা অনু কবিতা পড়ে খুব ভালো লাগলো। সুন্দর অনুভূতি গুলো কবিতার ছন্দ আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ দুর্দান্ত হয়েছে ভাই। নিচে ছন্দ গুলো বেশ অসাধারণ ছিলো।

ভালোবাসা তুমি কি আজ খেয়ালি রঙ্গে মাখা অঙ্গনা
তোমার প্রেমের বিকিরণ হয় অর্থের নিলাম আসরে
তাইতো আজ আমিও রাখিনি ধরে
তোমার শূন্য খাঁচা পুষি অন্তরে।

এতো সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর মতামত দেওয়ার জন্য ৷ ছন্দে অনু কবিতা লিখতে অনেক ভালো লাগে ৷

 2 years ago (edited)

আসলে ঠিক বলেছেন আমাদের দুঃখ বেদনা জীবনের সুন্দর মুহূর্তগুলোকে কেড়ে নেয়। অনেক সময় আমরা চাইলেও সেই সুন্দর মুহূর্ত গুলো কাটানো সম্ভব হয় না। খারাপ পরিস্থিতি আসলে সেটাকে কাটিয়ে উঠতেই যেন সময় লেগে যায়। তবে ভীষণ সুন্দর কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলো অনেক সুন্দর ছন্দ মিলিয়েছেন। বিশেষ করে নিজের ভেতরের কিছু গভীরতা তুলে ধরেছেন।

 2 years ago 

হুম আপু এটা সত্যি দুঃখ বেদনা জীবনের সুন্দর মুহূর্ত গুলো কেড়ে নেয় ৷ ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া আপনার মনের আবেগ অনুভুতি দিয়ে খুব সুন্দর অনু কবিতা লিখেছেন। আমাদের জীবটাই এমন দুঃখ বেদনা দিয়ে গড়া। আপনার মনের ভিতরে কিছু গভীরতা তুলে ধরেছেন এই কবিতায়।আপনার অনু কবিতার প্রতিটা ছন্দ পড়তে অনেক ভালো লেগেছে। আমিও খুব তাড়াতাড়ি অনু কবিতা শেয়ার করবো। ধন্যবাদ।

 2 years ago 

আসলে মাঝে মধ্যে জীবনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা যা মনের আবেগে কবিতা হয়ে আসে ৷ আর ছন্দে ছন্দে লিখতে অনেক ভালো লাগে ৷ আপনিও অনু কবিতা শেয়ার করবেন শুনে ভালো লাগলো ৷

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62685.52
ETH 2436.42
USDT 1.00
SBD 2.51