১০০ স্টিম পাওয়ার আপ.....!! [টার্গেট ডিসেম্বর সিজন-৩ আমার অংশগ্রহণ]

in আমার বাংলা ব্লগ3 years ago

Picsart_23-04-19_19-59-18-830.jpg

abb-১৯শে, এপ্রিল ২০২৩ইং



এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো ৷ ওই চাদেঁর পাহাড় দেখতে পাবো ৷ একদিন ঠিক নিজ লক্ষে পৌঁছে যাবো ৷

প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ৷ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷

যা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷ আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই আমি সিজন থ্রিতে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷

যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার আপ সিজন থ্রিতে ডলভিনে পা -রাখা ৷আর এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করছি৷ তবে আপাতত আমার ক্ষুদ্র লক্ষ্যমাত্রা যেটা হলো ২০০০ এসপিতে পৌঁছানো ৷ তবে আজ সেটা পূর্ণতা পেল৷ এখন আমার পরবর্তী লক্ষ্যমাত্রা ৩০০০ এসপি তে পৌছানো৷ আর এই লক্ষ্যমাত্রায় এই সপ্তাহে আমার পাওয়ার আপ প্রতিযোগিতায় ১০০ স্টিম লিকুইড পাওয়ার আপ করবো৷ আর সেটার ধাপ গুলো আপনাদের মাঝে শেয়ার করছি৷



IMG_20230419_194621.jpg


পাওয়ার আপ এর আগের ওয়ালেট ৷ আমার বর্তমান এসপি ৷

IMG_20230419_194658.jpg


এখানে যত স্টিম পাওয়ার আপ করবেন ৷ আমি ১০০ স্টিম দিয়েছি ৷

IMG_20230419_194733.jpg

এরপর ওকে বাটনে ক্লিক ৷ পাওয়ার আপ হয়ে গেছে


IMG_20230419_194756.jpg



পাওয়ার আপ করার পূর্বে এবং বর্তমান এসপি


পূর্বের এসপি১৯৬৪.৬৬৬
পাওয়ার আপ১০০স্টিম
মোট এসপি২০৬৪.৬৬৭

যাহোক এভাবেই প্রতিনিয়তই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি নিজের সর্বোচ্চ একটি অ্যামাউন্ট এসপিতে পরিণত করতে চাই ৷ তো বন্ধুরা এই ছিল ১০০স্টিম পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷



♥সবাইকে ধন্যবাদ ♥

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr673527MWFPCsxERaZquGbUkHMV9WZ5MJwmXkTuv41F5Tq4AiFtFdLYgppcpWVNLwb...45PzVWAMcnH3yQBxf5fXNb4aF4ANTTkpXKaNkmtZGTkGBuPWrd7E3SfVFzVaxiHJgeTsGASc2ZrWcbGiPkcj8D1MPwYnifrMpkxFpyc2eASgEzhaJ8suX7YJTg.png

4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rmhhgg7XengdNkaYLCW8ZgKHpRNy5T9ixZoj8QqMZZEPcPrRc3Nbr6zczd6QX...PgYGgSVZcLKRxcTzJ6wpa6gwQopJ9FDVdoN1UwXF86aTmAuUvrGLJWeb6v1CKLLWJdWFgZE33ad6Ch4UFpz4TqzNgcYrHE2hpuGntCY9ennRPXyvdAfDaVNnG6.png

Sort:  
Loading...
 3 years ago 

বাহ দাদা ১০০ স্টিম পাওয়ার আপ করে আপনি প্রায় দুই হাজার স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন। আশা করি এভাবে পাওয়ার আপ করতে থাকলে ।একসময় বেশ বড় ধরনের একটি পাওয়ার জমা হয়ে যাবে আপনার একাউন্টে।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ উৎসাহিত করার জন্য ৷ এভাবেই অল্প অল্প করে এগোবার চেষ্টা ৷

 3 years ago 

খুব সুন্দর পরিকল্পনা করেছেন ডিসেম্বর সিজন থ্রি তে প্রথম ডলফিনে পা রাখবেন শুনে তো অনেক ভালো লাগলো। আশা করি আপনি প্রথম পরিকল্পনা খুব দ্রুতই পূরণ করতে পারবেন। এরপরে দ্বিতীয় ধাপে চলে যেতে পারবেন। ১০০ স্টিম পাওয়ার আপ দেখেতো অনেক ভাল লেগেছে। অনেক বড় অ্যামাউন্টের পাওয়ার আপ করেছেন অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হুম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি দোয়া করবেন আপু ৷

 3 years ago 

পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভাল লাগলো। টার্গেট ছিল ২ হাজার স্টিম পাওয়ার। আজ তা পূরন হয়ে গেলো।এখন নতুন টার্গেট নিলেন ৩ হাজার স্টিম পাওয়ার করার।ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আশাকরি। শুভকামনা রইলো।

 3 years ago 

হ্যাঁ ছোট্ট একটা টার্গেট পূর্ন পেল ৷ এবার ৩ হাজার এসপি করতে চাই ৷

 3 years ago 
পাওয়ার আপ মানে নিজের স্টিমিট একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য পাওয়ার আপ এর বিকল্প নেই। আপনি এই প্রতিযোগিতায় ১০০ স্টিম পাওয়ার আপ করে অংশগ্রহন করেছেন। এভাবে ধারাবাহিক ভাবে পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
 3 years ago 

জি ভাই ধারাবাহিক রাখতে চাই আর নিজ লক্ষে পৌঁছানোর জন্য ৷ অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

এটা শুনে খুবই ভালো লাগলো আপনি আপনার টার্গেট পূরণ করেছেন এবং এখন টার্গেটের পরিমাণটা বৃদ্ধি করেছেন আশা করি বছর শেষ হওয়ার আগেই আপনার এই টার্গেট টাও পূরণ হয়ে যাবে ।

 3 years ago 

জি ভাই ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে এগিয়ে চলছি ৷

 3 years ago 

নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। আপনি ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে পাওয়ার আপ করলে আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হুম আপু নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ খুবই জরুরি ৷

 3 years ago 

একাউন্টঃ @gopiray
পাওয়ার বৃদ্ধিঃ = 5.09165%

 3 years ago 

বাহ্ অনেক বড় একটি এমাউন্ট আপনি পাওয়ার আপ করলেন।যাতে করে অনেকটা সমৃদ্ধি হলো আপনার একাউন্ট।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি অনেক বড় একটি এমাউন্ট এর পাওয়ার আপ করেছেন ভাই। দেখে খুব ভালো লাগলো। আপনি ১০০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ২০৬৪+ এসপিতে পৌঁছে গেলেন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷ এভাবেই এগিয়ে যেতে চাই ৷

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.29
JST 0.034
BTC 111619.19
ETH 3944.00
USDT 1.00
SBD 0.58