১০০ স্টিম পাওয়ার আপ.....!! [টার্গেট ডিসেম্বর সিজন-৩ আমার অংশগ্রহণ]
abb-১৯শে, এপ্রিল ২০২৩ইং
প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ৷ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ৷
যা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে৷ আজ আমি পাওয়ার আপ একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো৷ পাওয়ার আপ হলো নিজের একাউন্ট বা আইডির সক্ষমতা বৃদ্ধি৷ তাই প্রতি ইউজারের বা মেম্বারদের পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ৷ আর পাওয়ার আপের লক্ষ্যমাত্রা নিয়েই আমি সিজন থ্রিতে পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি৷
যদিও আমার লক্ষ্যমাত্রা এবার এই পাওয়ার আপ সিজন থ্রিতে ডলভিনে পা -রাখা ৷আর এই লক্ষ্যমাত্রা নিয়ে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করার চেষ্টা করছি৷ তবে আপাতত আমার ক্ষুদ্র লক্ষ্যমাত্রা যেটা হলো ২০০০ এসপিতে পৌঁছানো ৷ তবে আজ সেটা পূর্ণতা পেল৷ এখন আমার পরবর্তী লক্ষ্যমাত্রা ৩০০০ এসপি তে পৌছানো৷ আর এই লক্ষ্যমাত্রায় এই সপ্তাহে আমার পাওয়ার আপ প্রতিযোগিতায় ১০০ স্টিম লিকুইড পাওয়ার আপ করবো৷ আর সেটার ধাপ গুলো আপনাদের মাঝে শেয়ার করছি৷
পাওয়ার আপ এর আগের ওয়ালেট ৷ আমার বর্তমান এসপি ৷
এখানে যত স্টিম পাওয়ার আপ করবেন ৷ আমি ১০০ স্টিম দিয়েছি ৷
এরপর ওকে বাটনে ক্লিক ৷ পাওয়ার আপ হয়ে গেছে
পাওয়ার আপ করার পূর্বে এবং বর্তমান এসপি
| পূর্বের এসপি | ১৯৬৪.৬৬৬ |
|---|---|
| পাওয়ার আপ | ১০০স্টিম |
| মোট এসপি | ২০৬৪.৬৬৭ |
যাহোক এভাবেই প্রতিনিয়তই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি নিজের সর্বোচ্চ একটি অ্যামাউন্ট এসপিতে পরিণত করতে চাই ৷ তো বন্ধুরা এই ছিল ১০০স্টিম পাওয়ার আপ নিয়ে পোষ্ট ৷ আবারও হাজির হবো নতুন পাওয়ার আপ এর ব্লগ নিয়ে ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে চলুন ৷







বাহ দাদা ১০০ স্টিম পাওয়ার আপ করে আপনি প্রায় দুই হাজার স্টিম পাওয়ারে পৌঁছে গেলেন। আশা করি এভাবে পাওয়ার আপ করতে থাকলে ।একসময় বেশ বড় ধরনের একটি পাওয়ার জমা হয়ে যাবে আপনার একাউন্টে।
অনেক ধন্যবাদ উৎসাহিত করার জন্য ৷ এভাবেই অল্প অল্প করে এগোবার চেষ্টা ৷
খুব সুন্দর পরিকল্পনা করেছেন ডিসেম্বর সিজন থ্রি তে প্রথম ডলফিনে পা রাখবেন শুনে তো অনেক ভালো লাগলো। আশা করি আপনি প্রথম পরিকল্পনা খুব দ্রুতই পূরণ করতে পারবেন। এরপরে দ্বিতীয় ধাপে চলে যেতে পারবেন। ১০০ স্টিম পাওয়ার আপ দেখেতো অনেক ভাল লেগেছে। অনেক বড় অ্যামাউন্টের পাওয়ার আপ করেছেন অসংখ্য ধন্যবাদ।
হুম পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি দোয়া করবেন আপু ৷
পাওয়ার আপ পোস্ট দেখে খুব ভাল লাগলো। টার্গেট ছিল ২ হাজার স্টিম পাওয়ার। আজ তা পূরন হয়ে গেলো।এখন নতুন টার্গেট নিলেন ৩ হাজার স্টিম পাওয়ার করার।ধারাবাহিকতা বজায় রাখলে খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন আশাকরি। শুভকামনা রইলো।
হ্যাঁ ছোট্ট একটা টার্গেট পূর্ন পেল ৷ এবার ৩ হাজার এসপি করতে চাই ৷
জি ভাই ধারাবাহিক রাখতে চাই আর নিজ লক্ষে পৌঁছানোর জন্য ৷ অসংখ্য ধন্যবাদ
এটা শুনে খুবই ভালো লাগলো আপনি আপনার টার্গেট পূরণ করেছেন এবং এখন টার্গেটের পরিমাণটা বৃদ্ধি করেছেন আশা করি বছর শেষ হওয়ার আগেই আপনার এই টার্গেট টাও পূরণ হয়ে যাবে ।
জি ভাই ছোট্ট ছোট্ট টার্গেট নিয়ে এগিয়ে চলছি ৷
নিজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার আপ এর কোন বিকল্প নেই। আপনি ১০০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে পাওয়ার আপ করলে আপনি আপনার লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য।
হুম আপু নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পাওয়ার আপ খুবই জরুরি ৷
একাউন্টঃ @gopiray
পাওয়ার বৃদ্ধিঃ = 5.09165%
বাহ্ অনেক বড় একটি এমাউন্ট আপনি পাওয়ার আপ করলেন।যাতে করে অনেকটা সমৃদ্ধি হলো আপনার একাউন্ট।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনি অনেক বড় একটি এমাউন্ট এর পাওয়ার আপ করেছেন ভাই। দেখে খুব ভালো লাগলো। আপনি ১০০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে ২০৬৪+ এসপিতে পৌঁছে গেলেন। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য ৷ এভাবেই এগিয়ে যেতে চাই ৷