আমার বাংলা ব্লগ এবিবি স্কুল লেভেল ০২ হতে আমার অর্জন। -By @golamrabbani

in আমার বাংলা ব্লগlast month (edited)

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি লেভেল টু এর লিখিত পরীক্ষা দিবো।আশাকরি ভাল উত্তর দিতে পারব। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্টে জানিয়ে দিবেন। আমি আমার ভুলটি সংশোধন করে নেব।তাহলে চলুন এবার শুরু করা যাক।

InShot_20240831_182537382.jpg

১. Posting key এর কাজ কী?
উত্তর :
Posting key এর কাজগুলো হলো :
(i)পোস্ট ও কমেন্ট করা।
(ii)পোস্ট ও কমেন্ট এডিট করা।
(iii)আপভোট ও ডাউনভোট দেয়া।
(iv)কাউকে ফলো ও আনফলো করা।
(v)কোন পোস্ট রিস্টিম করা।
(vi)কোন অনাকাঙ্ক্ষিত একাউন্ট মিউট করা।

২.Active key এর কাজ কী?
উত্তর :
Active key এর কাজগুলো হলো :

(i)ট্রান্সফারের কাজ।
(ii)পাওয়ার আপ ও পাওয়ার ডাউন।
(iii)প্রোফাইলের কিছু তথ্য পরিবর্তন।
(iv)SBD Steem কনভার্সন।
(v)কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার দেয়া।
(vi)উইটনেস ভোট দেয়া।
(vii)নতুন ব্যবহারকারী তৈরি করা।

৩.Owner key এর কাজ কী?
উত্তর :
Owner key এর কাজগুলো হলো :
(i)উনার, এক্টিভ ও পোস্টিং কী রিসেট করা যায়।
(ii)একাউন্ট রিকভার করা যায়।
(iii)ভোটিং অধিকার প্রত্যাখ্যান করা যায়।

৪. Memo key এর কাজ কী?
উত্তর :
Memo key এর কাজগুলো হলো :

(i)এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
(ii)কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে।

৫.Master password এর কাজ কী?
উত্তর :

মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সমস্ত পাসওয়ার্ডের মূল।মাস্টার পাসওয়ার্ড দ্বারা আমাদের হারিয়ে যাওয়া একাউন্টকে রিকভার করা যায় ।মাস্টার পাসওয়ার্ড সবচেয়ে বেশী সেনসিটিভ তাই এটিকে খুব সাবধানে সংরক্ষণ করে রাখতে হয়।পাবলিক কি ও ওনার কি কে ও মাস্টার পাসওয়ার্ড দিয়ে রিকভার করা যায়।

৬.Master password নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কী?

উত্তর :
যেহেতু মাস্টার পাসওয়ার্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই এটিকে সবচেয়ে নিরাপদে রাখতে হবে। কোনোভাবেই যেখানে সেখানে এটিকে ব্যবহার না করাই উত্তম।বাসার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর মতো এটিকে আমি আমার একটি ফাইলে সংরক্ষণ করেছি এবং যা কিনা একটা গোপন যায়গায় রাখা আছে।

৭.পাওয়ার আপ কেনো জরুরী?
উত্তর :

পাওয়ার আপের মাধ্যমে নিজস্ব শক্তি অর্জন করা যায় ফলে নিজে নিজেই ভোটিং সাপোর্ট দেওয়া যায়। কিউরেশন রিওয়ার্ড অর্জনের সক্ষমতা তৈরী হয়।অ্যাক্টিভিটি বাড়ানো যায়।

৮.পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কী জানেন?
উত্তর :

ওয়ালেটে অ্যাক্টিভ কি দিয়ে লগইন করলে আমরা আমাদের নিজেদের ওয়ালেট দেখতে পাবো।এরপর স্টিম ব্যালেন্স এর পাশের ড্রপডাউন বাটনটিতে ক্লিক করলে কিছু অপশন আসবে সে অপশন গুলোর মধ্যে পাওয়ার আপ বাটনে ক্লিক করতে হবে।এরপর এমাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখে ওকে করলেই steem কমে গিয়ে পাওয়ার আপ হয়ে যাবে।

৯.সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?
উত্তর :
সেভিংস এ থাকা STEEM অথবা SBD উইথড্র দেওয়ার তিন দিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

১০.মেমো ফিল্ড এর কাজ কি?
উত্তরঃ
কাউকে কোন লিকুইড স্টিম পাঠাতে যে সংকেত ব্যবহার করা হয় তাকে মেমো ফিল্ড বলে।আমরা যখন ইস্টিম উইথড্র করতে চাই তখন এক্সচেঞ্জেবল সাইট থেকে আমাদেরকে একটি মেমো দেয়া হয়
তখন সেই মেমো বসিয়ে আমরা তা এক্সচেঞ্জ করতে পারি এগুলোই মেমো ফিল্ড করে থাকে।মেমো ফিল্ড এ ভুল মেমো বসালে তখন স্টিম অন্য কারো কাছে চলে যেতে পারে। তাই মেমো ফিল্ড এ সবাধানে মেমো বসাতে হবে।

১১.ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে?

উত্তরঃ
ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর উক্ত এস.পি নিজের অ্যাকাউন্টে ফেরত আসে।

১২.ধরুন, আপনি প্রজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চান। এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর:

প্রজেক্ট @Heroism ২০০ এস.পি ডেলিগেশনের কিছুদিন পর আরো একশত এসপি ডেলিগেশন করতে চাইলে তখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আরো ৩০০ এস. পি লিখতে হবে।

আজকে এ পর্যন্তই। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। আমাদের প্রফেসর কে ধন্যবাদ সব সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন সবাই আমি যেন পরবর্তী লেভেল গুলো ভালোভাবে পড়ে পাশ করতে পারি। সবাই ভালো থাকবেন।

ক্যামেরা পরিচিতি
DeviceTecno spark 20C
--------
Camera50 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

InShot_20240819_114902993.jpg

আমার নাম মোঃ গোলাম রব্বানী।আমি একজন বাংলাদেশী। আমি আমার মাতৃভাষা বাংলাতেই কথা বলতে ভালোবাসি।আমি একজন ছাত্র।আমি লালমনিরহাট সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ালেখা করি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি কয়েক মাস আগে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মিয়াপাড়া নামক গ্রামে।আমি ফটোগ্রাফী এবং ভ্রমণ করতে বেশি ভালোবাসি।
Sort:  
 last month 

ভাই, আপনি পরীক্ষা ঠিকই দিয়েছেন তবে ট্যাগ ভুল করেছেন। ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ তাই খেয়াল রাখবেন।

 last month 

ওকে ভাইয়া পরবর্তীতে এমন ভুল আর হবে না আশা করি।

|

মেলা শুকনো
|---|

InShot_20240819_114902993.jpg

শুকনো মেলা, সারাবিশ্বের জনগণই তোমার খ্যাতি চান।
 last month 

খুব সুন্দর পরীক্ষা দিয়েছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার লেভেল ২ এর এক্সাম দেখে। আশা করব এভাবে আপনি এগিয়ে যাবেন এবং ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের সাথে কাজ করবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

ধন্যবাদ ভাইয়া এভাবে সাপোর্ট দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 63042.32
ETH 2458.99
USDT 1.00
SBD 2.65