লেভেল ওয়ান হতে আমার অর্জন- by @golamrabbani
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিবো।আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
১ - কোন ধরনের এক্টিভিটিজ স্পামিং বলে গণ্য হয় ?
উত্তর: স্প্যাম বলতে অপ্রাষঙ্গিক বা অবাঞ্চিত বিষয় গুলোকেই বোঝায় যা বার বার করা হয়।।আবার এমনও হতে পারে এটা, একই বিষয় নিয়ে বার বার বিভিন্ন ভাবে বর্ণনা করা। কোনো পোস্টের মাধ্যমে বিরক্তিকর ভাবে নির্দিষ্ট কাউকে বার বার মেনশন করা।অপ্রাষঙ্গিক কমেন্ট বা ট্যাগ ব্যাবহার করেও এক ধরণের স্প্যামিং হয়ে থাকে।
২- ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন?
উত্তর: ফটো কপিরাইট হলো অন্যের তোলা ছবি বিনা অনুমতিতে নিজের বলে চালিয়ে দেয়া। তবে, ফটোর মালিক যদি চান তাহলে বিনা অনুমতিতে তার ফটো বিভিন্ন মাধ্যমে ব্যবহার করার জন্য আইনগত ব্যবস্থা নিতে পারবে।তাই আমাদের উচিত অন্যের তোলা ফটো ব্যবহার না করে নিজের তোলা ফটো সব সময় ব্যবহার করা।
৩- তিনটি ওয়েবসাইটের নাম বলুন, যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়।
উত্তর: কপিরাইট ফ্রী ছবির জন্য নিচের তিনটি ওয়েবসাইট ব্যবহার করা যাবে।
https://pixabay.com/
https://www.pexels.com/
https://unsplash.com/
৪- পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
উত্তর: ট্যাগ হচ্ছে আমরা যে বিষয়ের উপর লিখি সে বিষয়ের উপর কিছু নির্ধারিত কিওয়ার্ড। যার মাধ্যমে পাঠক এবং লেখক সহজেই উক্ত বিষয়ের উপর কোন লেখা সহযেই খুঁজে বের করতে পারে। আমি চাইলে টাইটেল জায়গায় সর্বোচ্চ ৮টি ট্যাগ দিতে পারব। ট্যাগের জায়গায় একটি করে ট্যাগ লিখে স্পেস দিয়ে আরেকটি ট্যাগ লিখলে এক একটি ট্যাগ হয়ে যাবে। যদি পোস্টের বডিতে ট্যাগ ব্যবহার করতে হয় তখন প্রতিটি ট্যাগ শব্দের সামনে (#) চিহ্ন দিতে হবে।
৫- আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
উত্তর:
- ধর্ম নিয়ে কোন পোস্ট করা যাবে না।
- কারো বিরুদ্ধে সম্মানহানিমূলক পোস্ট করা যাবে না।
- রাজনৈতিক পোস্ট করা যাবে না।
- NSFW ট্যাগ ছাড়া অশ্লীল এবং ভয়ংকর পোস্ট করা যাবে না।
- যেকোন ধরনের অপরাধকে সমর্থন করে কোনো পোস্ট করা যাবে না।
- একই পোস্ট একাধিকবার এখানে শেয়ার করা যাবে না।
- রোমান হরফে বাংলা লেখা যাবেনা।
- শুধুমাত্র বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এখানে লেখা যাবে না ।
- শুধুমাত্র নিজের লেখাই এখানে শেয়ার করা যাবে।
- স্প্যামিং করা যাবেনা।
- চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট লেখা যাবেনা।
- কাউকে উদ্যেশ্য করে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট করা যাবেনা।
- একটি মাত্র ফটোগ্রাফি দিয়ে কোনো ফোটোগ্রাফি পোস্ট করা যাবে না।
৬-প্লাগারিজম সম্পর্কে আপনি কি জানেন?
উত্তর: প্লাগিয়ারিজম আসেল লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়।। অন্যের কোন লেখাকে কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দেয়া কে প্লাগিয়ারিজম বলে।
৭- re-write আর্টিকেল কাকে বলে?
উত্তর: যে কোনো বিষয়ের উপর পোস্ট করার জন্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ ডাটা নিয়ে বাকি অংশটুকু নিজের মতো করে সাজিয়ে লিখাকে re-write বলে হয়।
৮- ব্লগ লেখার সময় re-write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে?
উত্তর:
- নিজের লেখা ৭৫ শতাংশ হতে হবে।
- একাধিক সোর্স থেকে জ্ঞান নিয়ে কোন বিষয়ের উপর লিখলে সেই সোর্স উল্লেখ করতে হবে।
৯- একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
উত্তর: একটি পোস্ট যখন ১০০ শব্দের কম হবে তখন তা ম্যাক্রো পোস্ট বলে গণ্য করা হবে।
১০- প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
উত্তর: একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবেন [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ এমন একটি গুরুত্বপূর্ণ পোস্ট করার জন্য। আপনার পোস্টটি পড়ে অনেকে উপকৃত হবে। আপনাকে আপভোট দেওয়ার মাধ্যমেই স্বাগতম জানালাম
অসংখ্য ধন্যবাদ ভাইয়া 🤎
অবশেষে আপনি লেভেল ওয়ানের লিখিত পরীক্ষা দিয়েছেন। আসলে একজন স্টিমিট ব্লগারের জন্য লেভেল ওয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ।লেভেল ওয়ানের মধ্যে প্রাথমিক ধাপ গুলো সম্পর্কে জানতে পারা যায়।তবে, আপনার লিখিত পরীক্ষা দেখে মনে হচ্ছে আপনি লেভেল ওয়ানের বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
লেভেল মানে লিখতে পরীক্ষা দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আপনি খুব সুন্দর করে গুছিয়ে পরীক্ষা দিয়েছেন দেখে ভালো লাগছে। আসলে আমাদের প্রফেসররা এত সুন্দর করে পড়ায় যে ভালো করে পরীক্ষা না দিয়ে পারা যায় না৷ উত্তরগুলি বেশ সুন্দর গোছানো।
হ্যাঁ আপু আপনি ঠিক বলেছেন উনারা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেন।🤎
খুব ভালো পরীক্ষা দিয়েছেন। গোছানো এবং যেটা জানতে চাওয়া হয়েছে সেটাই। 🤗
ধন্যবাদ ভাইয়া 🤎