ফটোগ্রাফি পোস্ট : আমের মুকুলের কয়েকটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম।
আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদেরকে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগ এ আমি আপনাদের সাথে কয়েকটি আমের মুকুলের ফটোগ্রাফি শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে এবার শুরু করা যাক।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। বর্তমানে আমাদের দেশের প্রায় সব গাছেই মুকুল আশা শুরু করে দিয়েছে। একেক আম গাছের মুকুল একেক ধরনের হয়ে থাকে। গতবারের নেয় এবারও আমাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল আসতেছে। আমার এলাকা মূলত আমের জন্যই বিখ্যাত।
গত বছর যে পরিমাণ দাম ছিল এবার মনে হচ্ছে সেই পরিমাণ দাম পাওয়া যাবেনা।এখনো প্রায় ছয় মাস লাগবে বাজারে আম আসতে। আমের সময় দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আমাদের এলাকায় ব্যবসা করার জন্য এসে থাকেন। আমের সময় আমাদের হাট বাজারগুলোতে আমের মেলা হয়ে থাকে। এই মেলায় কোটি কোটি টাকার আম বিক্রি হয়ে থাকে। প্রধান অর্থকরী ফসল গুলোর মধ্যে আম অন্যতম আমাদের এলাকায়। প্রতিবছর আমরাই প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার আম বিক্রি করে থাকি। আমাদের আয়ের প্রধান উৎসই হচ্ছে আম।
আপনারা যে ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি কালকে দুপুর বেলা আমার বাসার সামনেই উঠিয়েছিলাম। আর কয়েক দিন গেলে আমের মুকুল গুলো ফুটে যাবে, বর্তমানে কলি অবস্থায় আছে। আমের মুকুল ফোটার পর ফটোগ্রাফি করলে আরো বেশ সুন্দর দেখা যাবে। এছাড়াও আমের কচি পাতার ফটোগ্রাফিও বেশ সুন্দর আসে। বর্তমানে আম গাছে প্রায় মুকুলই বেশি দেখা যাচ্ছে নতুন পাতার থেকে।
আসলে সবকিছুরে যে ফটোগ্রাফি করা যায় তা আমার বাংলা ব্লগে যুক্ত হয়ে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি। প্রতিনিয়ত আমি নতুন কিছু আমার বাংলা ব্লক থেকে শিখতেছি। আসলে আমরা চাইলে সব কিছুরই ফটোগ্রাফি করতে পারি সুন্দরভাবে। আশা করি আপনাদের মাঝে আগামীতে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আলোচনা করতে পারব।আমের মুকুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন।
আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
Device | Tecno spark 20c |
---|---|
Camera | 50 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমের মুকুলের কয়েকটি ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন ভাইয়া আপনি। বেশ সুন্দর হয়েছে ফটোগ্রাফি।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি আজকে চমৎকার কয়েকটি আমের মুকুলের ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মনে হচ্ছে আপনি প্রফেশনাল ফটোগ্রাফার। আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন এবং সাথে দারুন বর্ণনাও দিয়েছেন সব মিলিয়ে দারুন হয়েছে।
ডেইলি টাক্স গুলো :
https://x.com/Golamrabba34801/status/1887819760592884035?t=Wz8-3I-2S9RWZwGKQLFy4A&s=19
আমের মুকুলের সাথে আম গাছের ফটোগ্রাফি শেয়ার করলে আরো বেশি সুন্দর লাগতো। যাইহোক, আজকে আপনার শেয়ার করা আমের মুকুলের ফটোগ্রাফী গুলো দেখে বেশ ভালো লাগলো। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর প্রতিটি ফটোগ্ৰাফী শেয়ার করেছেন। আসলে আমের মুকুল গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
গ্রীষ্মকালীন ফল গুলোর মধ্যে আম অন্যতম। আর এটা আমার খুব পছন্দের। আম গাছগুলো তে এখন মুকুল আসা শুরু হয়েছে। কিছুদিন পরেই হয়তো আম ধরবে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
বেশ কিছু আমের মুকুলের ছবি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। নির্দ্বিধায় বলে যায় প্রতিটা ছবি অসাধারণ হয়েছে এবং দেখতেও বেশ ভালো লাগছে।
আজকে আপনি আমের মুকুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। তবে আপনাদের ওইখানে আমের মেলা বসে। আমাদের এলাকার থেকেও মানুষ যাই আপনাদের ওইখানে আম কিনতে। তবে আপনারা দুই থেকে তিন লাখ টাকার আম বিক্রি করেন তাহলে তো অনেক আম। তবে আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি করার জন্য ধন্যবাদ আমের মুকুলের।
শুনে অনেক ভালো লাগলো তিন থেকে চার লাখ টাকার প্রায় আম বিক্রি করে থাকেন । আসলেই সব জায়গাতে হয়তো আমের মুকুল ধরতে শুরু করে দিয়েছে ধন্যবাদ শুভকামনা রইল।
আপনাদের এলাকা আমের জন্য বিখ্যাত এবং দূরদূরান্তের মানুষ ব্যবসার জন্য আপনাদের এলাকা থেকে আম নিতে যায় জেনে খুবই ভালো লাগলো। আপনার আম গাছের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে। সামনে আম খাওয়া হবে সেজন্য বেশ ভালো লাগছে। পর্যাপ্ত পরিমাণ আমের ফুল এসেছিলেন খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।