শেষ বিকেলের মায়া - আমার লেখা ছোট একটি গল্প - পার্ট ০৫

in #new10 days ago

আজ নিলয়ের ইন্টারভিউ। বেশ নামিদামি কোম্পানির ম্যানেজার পদের জন্য অ্যাপ্লাই করেছে সে। প্রাথমিক ইন্টারভিউ খুব সহজেই পার করে এসেছে। এখন ফাইনাল ইন্টারভিউর জন্য ডিরেক্টরের সাথে দেখা করতে হচ্ছে। এতটা নার্ভাস লাগছে, মনে হচ্ছে যেন হার্টটা দৌড়ে কোথাও পালাতে চেষ্টা করছে। ডিরেক্টর সিভি হাতে নিয়ে দেখলেন তার সামনে বসে থাকা এই উদ্যমী তরুণের একাডেমিক রেজাল্ট খুবই ভালো। তাই কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, “তুমি কি স্কুলে কোনো রকম স্কলারশিপ পেয়েছিলে?’ নিলয় বিনয়ের সাথে জবাব দিল, ‘না, স্যার।' ‘তাহলে কি তোমার বাবা স্কুলের সব ফি দিতেন?' ‘জি না, স্যার।

IMG_0329.JPG

আমার বয়স যখন ১ বছর ছিল, তখন তিনি মারা যান।' উত্তর দিল নীরব। চোখ সরু করে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালেন ডিরেক্টর। ডিরেক্টরের দৃষ্টির প্রশ্ন বুঝতে পেরে নিলয় আবার বলল, ‘আমার মা আমার পড়াশোনার জন্য সব রকমের খরচ করতেন।’ কফির কাপে চুমুক দিতে দিতে ডিরেক্টর জিজ্ঞেস করলেন, ‘উনি কোথায় কাজ করেন? ‘বিভিন্ন বাসা থেকে কাপড় এনে ধুয়ে দেন।' কফির কাপটা টেবিলে রেখে একটু সামনের দিকে ঝুঁকে এসে ডিরেক্টর বললেন, “তোমার হাতটা একটু আমাকে দেখাতে পারবে?' ‘জি নিশ্চয়’ বলে নিজের দুটি হাত ডিরেক্টরের সামনে মেলে ধরল নিলয়।ঝিরঝির বৃষ্টি! ছাতাটা মাথার খুব কাছাকাছি এনে মুখ ঢেকে হাঁটছে রাফি।

চিনচিনে কঞ্চির মতে শরীরের এই কিশোর হোস্টেল থেকে বাড়ি ফেরার পথে ছাতা, ভারী ব্যাগ সামলাতে হিমশিম খাচ্ছে৷ থাক একটু একটু ভিজুক। আর একটু সামনে গেলেই বাস। হাতের ভারী ব্যাগটা কিছুক্ষণ এই হাতে, কিছুক্ষণ ওই হাতে নিচ্ছে, তবুও যেন পথটা আরও দীর্ঘই হচ্ছে। মনে মনে কিছুটা অভিমানের সুরেই বলল, “আল্লাহ্, কোন জামানায় ফেল্লা আমাকে! কোনো মানুষও একটু হেল্প করছে না৷ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো পথের মানুষদের হেল্প করতেন!' বলে হালকা একটু হেসে দিল রাফি। বোকার মতো কথা! নিজের সাথে নিজে কথা বলার বোকামিটা আর গেল না ওর। নিজের বোকামিগুলোতে নিজেই হাসে। তাই মনে মনে আলহামদুলিল্লাহও বলল রাফি। মনের এই প্রশান্তিও তো আল্লাহর দেওয়া বিশেষ একটা নিয়ামাহ। সবার কী আর তা আছে।

এসব ভাবতে ভাবতেই এ হাত থেকে ওই হাতে ব্যাগ টানতে টানতে হাঁটছিল রাফি। এমন সময় সাঁ করে এসে পাশে একটা বাইক দাঁড়াল। চালক মধ্যবয়সি। হেলমেট পরা৷ রাফির উদ্দেশে বলল, ছোট্ট ভাই, আপনার তো ব্যাগটা নিতে খুব কষ্ট হচ্ছে। দেন আমি ওই মোড় পর্যন্ত বাইকে করে নিয়ে যাই। আপনি হেঁটে আসেন৷ মোড়ে গেলেই তো বাস। রাফি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মাত্রই না আল্লাহর কাছে এই নিয়ে অভিযোগ জানিয়েছিল। মাত্রই না এ কথাগুলো বোকার মতো কথা ভেবে হেসে দিয়েছিল। আল্লাহ এ কথা গুলোও শুনেছেন! এত্ত মনোযোগ দিয়ে শুনেছেন৷ রব বুঝি ওর এতই কাছে? চোখের কোণটা হালকা ঝাপসা হয়ে এল আনন্দে। আর অস্পষ্ট কণ্ঠে রাফি বলল, আলহামদুলিল্লাহ!

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @fxsajol,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54