বাংলাদেশের বিমানবন্দর নিয়ে একটা দুঃখের কাহিনী

in #airport5 months ago

বেশ কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে যাওয়ার জন্য বাংলাদেশ বিমানবন্দরে গিয়েছিলাম , এবং বাংলাদেশ বিমানবন্দরে আমি বেশ কিছু ছোট ছোট সমস্যার সম্মুখীন হয়েছি এবং সেটাই আজকে শেয়ার করবো

সিঙ্গাপুরে যাওয়ার জন্য আমি বাসা থেকে বের হই মোটামুটি ভোর 5:00 টার দিকে , কারণ বাংলাদেশ বিমানবন্দরে অনেক বেশি সময় লাগে ইমিগ্রেশন পার করতে , আমার ফ্লাইট ছিল হলো সকাল 8 টায় কিন্তু তারপরও আমি বাসা থেকে বের হয়ে ভোর 5 টায় , এবং মোটামুটি 30 মিনিটের মধ্যে আমি বাংলাদেশ বিমানবন্দর মানে শাহজালাল বিমানবন্দরে গিয়ে পৌঁছায় , সেখানে যাওয়ার পরে প্রথমে আমাদেরকে ব্যাগ নিয়ে সিরিয়াল দিতে হয় , সিরিয়াল দেওয়ার পরে প্রথমে আমাদের এয়ার টিকিট চেক করে এবং এয়ার টিকিট চেক করার পরে আমাদের ব্যাগের ওজন চেক করে এবং ওজন এবং এয়ার টিকেটের কোথাও কোনো ভুল ছিল না ,

IMG_5163.jpg

সবকিছু চেক করার পরে আমাদের ভিসা এবং পাসপোর্ট চেক করা একজন ইমিগ্রেশন পুলিশ , প্রত্যেকটা কাগজপত্র এবং ভিসা পাসপোর্ট ঠিক থাকার পরেও তার কাছে মনে হচ্ছে যে আমাদের মধ্যে কোন সমস্যা আছে , ইমিগ্রেশন পুলিশরা অধিকাংশ সময় যে জিনিসটা করে বাংলাদেশের সেটা হলো তার সিনিয়র পুলিশের কাছে পাঠিয়ে দেয় , এবং এমন একটা ব্যবহার করা শুরু করল যেন আমরা বিশাল বড় অপরাধ করে ফেলেছি বাস্তবে আমি অনেকটাই ভয় পেয়েছিলাম তাদের ব্যবহার দেখে , তারা আসলে অনেক চেষ্টা করেছিল আমার কোন ডকুমেন্ট এবং কোন কিছুর মধ্যে কোন একটা ভুল খুঁজে বের করতে কিন্তু সত্যি কথা বলতে আমি সবকিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে গিয়েছিলাম , একবারে শেষে যখন তারা কোন ভুল খুঁজে পেল না তখন তারা বলল যে আপনি কি করেন , আমি যখন বললাম যে আমি ছোটখাটো একটা বিজনেস করি এবং আমি স্টুডেন্ট তখন তারা বলল আপনাকে দেখে তো স্টুডেন্ট মনে হয় না , এটা নিয়ে বেশ কয়েকটা কথা কাটাকাটির পরে তখন তারা বুঝতে পারল যে না আমার সাথে কোন রকম সুবিধা করা সম্ভব না আমি মোটামুটি সব তো একজন পার্সোনাল এইসব আইন কানুনের বিষয়ে আমি বেশ ভালো জানি , সত্যি বলতে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো ভয় পেয়ে কান্না করা শুরু করতো অথবা টাকা-পয়সা দিয়ে কোনভাবে ম্যানেজ করার চেষ্টা করতো , এবং আমি যে জিনিসটা খেয়াল করলাম তারা আসলে সবাইকে মোটামুটি একটু ভয় দেখানোর চেষ্টা করে এবং ভয় দেখিয়ে কোন না কোন একটা বিপদে ফেলার চেষ্টা করে , তাই এরপরে যদি কখনো আপনি হজের শাহজালাল বিমানবন্দরে জানতো একটু সাবধানে সবকিছু প্রিপেয়ার হয়ে যাবেন ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 59515.78
ETH 2505.02
USDT 1.00
SBD 2.47