নতুন প্রবীণদের নিয়ে আমার লেখা ছোট একটি গল্প - পর্ব ২১

in #new2 months ago

উৎপলের মনে হল তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কথা বলতে চেয়েও বলতে পারল না । সাদাব সাহেব আবার বললেন, আমি তোমার ব্যাপারটা সবই বুঝতে পারছি। তোমাদের বয়স আমি পার করে এসেছি। তুমি যত তাড়াতাড়ি পারো আমার মেয়েকে ভুলে যাও। তাতে তোমারও ভালো আর আমার মেয়েরও। উৎপল শূন্য দৃষ্টিতে সাদাব সাহেবের দিকে তাকিয়ে রইল । নিরুপায় উৎপলকে এক সময় সাদাব সাহেবের সামনে থেকে উঠে আসতে হল । সহস্রাব্দীকে সে একবার শেষ দেখাও দেখে আসতে পারল না। সাদাব সাহেব কিছুতেই তার সাথে দেখা করতে দিলেন না। অনেক অনুনয় বিনয় করেও যখন কোনো লাভ হল না তখন উৎপলকে ঢাকায় ফিরে আসতে হল। সাদাব সাহেব এতটা কঠোর? আগে কখনোই উৎপল এটা বুঝতে পারেনি ৷ হলে এসেই উৎপল অস্থির হয়ে উঠল। অনেকক্ষণ ধরে সে ছটফট করতে লাগল। সহস্রাব্দী তার ফোন তুলছে না। মেসেজেরও রিপ্লাই দিচ্ছে না।

IMG_6593.jpg

তার এত বড়ো একটা রোগ হয়েছে অথচ সে জানলো এত দেরিতে! তখন অজ্ঞান হয়ে যাওয়ার পর কখন জ্ঞান ফিরেছে, এখন কেমন আছে উৎপল কিচ্ছু জানে না। তার অস্থিরতার মাত্রা দেখে অমিত অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা করছে। সময়ের খাতিরে অমিত নিজেও উত্তেজিত হয়ে পড়েছে আর তার গলার আওয়াজ শুনে পাশের খাটের দুজন ছেলের সাথে সাথে আশে পাশের রুম থেকে অনেক ছেলে ছুটে এসেছে। অমিত শান্ত হওয়ার চেষ্টা করে বলল, তুই ওকে ভুলে যা উৎপল। না না। আমি ওকে কিভাবে ভুলে যাবো? আমি ওকে কথা দিয়েছি। কী কথা দিয়েছিস? নিজে মরা পর্যন্ত ওর কথা মনে করে বাঁচবি? উৎপল চিৎকার করে উঠল, অমিত! আজকে একটা বাইরের মেয়ের জন্য তুই আমার উপর চিৎকার করছিস। আমি তোর দশ বছরের বন্ধু। আর ওই মেয়েটাকে কতদিন ধরে চিনিস তুই? গুনে গুনে সাতদিন দেখেছিস সামনে থেকে । উৎপল ধরা গলায় বলল, ঠিক আছে। সব ছাড়লাম। কিন্তু ও আমার আত্মীয়া হয় অমিত।

উৎপল সাদাব সাহেবের মুখোমুখি বসে আছে। বসার ঘরে এই মুহূর্তে তারা দুজন ছাড়া আর কেউ নেই। সহস্রাব্দী কলেজের সামনে মাথা ঘুরে পড়ার পর উৎপল তাড়াতাড়ি করে তাকে বাড়িতে নিয়ে এসেছে। তাকে ভিতরের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তার কি জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরলেও কি উৎপল সেটা জানতে পারবে? সামনে বসা সাদাব সাহেবের মুখভঙ্গি দেখে তার সেটা মনে হচ্ছে না । নীরবতা ভেঙে সাদাব সাহেব কথা বললেন, তুমি এদিকে কি কোনো কাজে এসেছিলে? উৎপল ভয় না পেয়ে বলল, জ্বি তাহলে আমার মেয়ের কলেজের সামনে কি করছিলে? উৎপল কিছু বলল না । এর কোনো উত্তর তার কাছে নেই । তুমি রিকশায় করে আমার মেয়েকে কলেজ থেকে বাড়ি নিয়ে এলে । তাও আবার তার অজ্ঞান অবস্থায় তাকে পাঁজাকোলা করে। এলাকার লোকজন দেখলে চারটা কথা বলবে।

সেটা কি ভালো হবে? উৎপল বলতে চাইছিল, আপনার মেয়ের জীবনের চেয়ে কি আপনার সম্মান বড়ো? কিন্তু সে সেটা বলতে পারল না । সাদাব সাহেব আবার বললেন, তুমি আমাদের বাড়ির জামাইয়ের ভাই তাই এই বারটা আমি তোমাকে কিছু বললাম না। এর পরের বার তোমাকে একা একা আমার মেয়ের সাথে দেখা করতে দেখলে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতে বাধ্য হবো। উৎপল উদ্বিগ্ন গলায় বলল, আমি চলে যাবো আঙ্কেল। আমি থাকার জন্য আসিনি। আপনি শুধু একবার আমাকে বলুন সহস্রাব্দী এখন কেমন আছে? একজন ফাইনাল স্টেজ ব্লাড ক্যান্সারের রোগী কেমন থাকবে বলে তোমার মনে হয়?

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57653.41
ETH 3122.86
USDT 1.00
SBD 2.41