কক্স বাজার এর যাওয়ার কাহিনী

in #cox3 months ago

কিছুদিন আগে আমরা ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে একসাথে কক্সবাজার গিয়েছিলাম , এবং মজার বিষয় হলো এই প্রথম আমি আমার পুরা ফ্যামিলি নিয়ে আমরা গিয়েছিলাম প্লেনে করে , মোটামুটি সময় লেগেছিল 40 মিনিটের মতো ঢাকা থেকে কক্সবাজার , সেই পুরা ঘটনাটা আমি শেয়ার করব আজকের এই পোস্টে

আমাদের প্লেনের টিকিট আমি বাসা থেকে কেটেছিলাম অনলাইনের মাধ্যমে , মোটামুটি এক একটা টিকিটে আমাদের খরচ হয়েছিল 4500 , আমরা সব মিলিয়ে চারজন গিয়েছিলাম তো সেই হিসেবে মোটামুটি প্রায় 20000 টাকার মতো আমার খরচ হয়েছিল , আমাদের প্লেনের টিকিট কাটা ছিল সকাল 11 টার দিকে , আমরা বাসা থেকে বের হই মোটামুটি সকাল 9 টার দিকে এবং 9 টার দিকে বাসা থেকে বের হওয়ার পরে আমরা একটা উবার নিয়ে চলে গিয়েছিলাম বিমানবন্দরে , বিমানবন্দরে যেতে আমাদের মোটামুটি সময় লেগেছিল 40 থেকে 50 মিনিটের মত , শাহজালাল বিমানবন্দরে মোটামুটি চেকিং কমপ্লিট করে প্লেনে উড়তে উড়তে আমাদের হয়ে যায় সকাল 10 টা 30 পর্যন্ত

IMG_2834.jpg

তারপর পুরা ফ্যামিলি নিয়ে আমরা প্লেনে উঠলাম , সত্যি কথা বলতে এটাই ছিল আমার জীবনের প্রথম প্লেনে ওঠা এবং আমার ফ্যামিলির সবাইকে নিয়ে প্লেনে ওঠার একটা মজার অভিজ্ঞতা হয়েছিল , যেহেতু এটাই প্রথমবার সব বেশ একটু ভয়ও লাগছিল আমাদের , সত্যি কথা বলতে আমার একটু কম ভয় লেগেছিল কিন্তু আমার বাবা-মার মনে হয় একটু বেশি ভয় লেগেছিল , কারণ এর আগে তারা কখনো প্লেনে উঠেনি এবং এই প্রথম আমি তাদেরকে নিয়ে প্লেনে উঠে কক্সবাজার গেলাম , মোটামুটি প্রায় 40 মিনিট পরে আমরা কক্সবাজারে পৌঁছে গেলাম এবং কক্সবাজারের নামার পরে আমরা সরাসরি একটা ছোট গাড়ি নিয়ে চলে গেলাম আমার হোটেলে , বলতে ভুলেই গিয়েছি কক্সবাজারে আমার নিজের হোটেল আছে মানে হল আমার একটা হোটেলের শেয়ার কেনা আছে যদি আরেকটু ভেঙ্গে বলি তাহলে বলবো হোটেলে আমার একটা রুম কেনা আছে , তার মানে হল আমি যখনই কক্সবাজার যাই আমি চাইলে আমার নিজের হোটেলে সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারি , আর যখন আমি যাই না মানে যখন আমাকে কক্সবাজারে যাওয়া হয় না হোটেল ফাঁকা থাকে তখন এই হোটেল রুমটা ভাড়া দেওয়া হয় এবং তখন এই ভাড়াটা কিন্তু আবার আমি পাই ,

IMG_2886.jpg

আর তাছাড়া বড় বিষয় হল নিজের একটা ফাইভ স্টার হোটেলে থাকার মজাটা কিন্তু আলাদা , কেমন জানি একটা মালিক মালিক মালিক মালিক মালিক ভাব লাগে আর তাছাড়া হল যে সবাই যখন আপনাকে অতিরিক্ত সম্মান করবে তখন আপনার কাছে এটা অনেক বেশি ভালো লাগবে , আমরা মোটামুটি কক্সবাজারে তিন দিনের মত ছিলাম এবং তিন দিনে আমরা অনেক ঘুরেছি খাওয়া-দাওয়া করেছি গল্প করেছি আড্ডা দিয়েছি অনেক মজা করেছি , এইসব বিষয় নিয়ে না হয় অন্য একদিন কথা বলব

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 67651.34
ETH 3798.05
USDT 1.00
SBD 3.53