২০১২ সাল থেকেই আমার শখ জাগে ভিডিও বানানোর
২০১২ সাল থেকেই আমার শখ জাগে ভিডিও বানানোর। তখন মোবাইলের পিছনের ভিজিএ ক্যামেরা দিয়ে একা একা ভিডিও করতাম। ইউটিউবে সফলতা পেতে আমার বেশি সময় লাগেনি তার পাশাপাশি বিভিন্ন মার্কেটিং এবং নেটওয়ার্ক এর সাথে টুকটাক কাজ করতাম। সব মিলিয়ে কিছু অভিজ্ঞতা হল , তারপর প্রতিদিন রাতে ইউটিউবে ভিডিও দেখতে দেখতে শিখলাম যে ইউটিউবিং একটা ক্যারিয়ার হতে পারে যেখানে আমি ভিডিও বানানোর পাশাপাশি টাকাও আয় করতে পারবো।
যদিও তখন বাংলাদেশে ইউটিউবের আইডিয়া খুব একটা উন্নত ছিলনা, তাও আমি নানান রকম ভিডিও মেক করা শুরু করি আর সেটা ইউটিউবে দেয়া শুরু করি একটা সময় দেখি সেখান থেকে খুব ভালো একটা ইনকাম আমার চলে আসলো তখন ভাবলাম ইউটিউব প্লাটফর্ম টা তো আমার একার না আমি তো চাইলেই পারি আমাদের দেশের বেকার ছেলেদের ইউটিউবে কাজ সেখাতে তখন সবাইকে কাজ শেখানোর জন্য আমি একটা ইউটিউব চ্যানেল করি আর সেটার নাম দেই ‘TechBangla’ এবং সময়ের সাথে তাল মিলিয়ে এখন আমাদের চ্যানেল এর নাম রাখা হয়েছে ‘TechBanglaPro’ , আর এখান থেকে শুরু হয় আমার বাংলাদেশ থেকে বেকারত্ব দুর করার কাজ ।
জানিনা না কতো টুকু সফল হয়েছি কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিয়ে নতুন ইউটিউবার দের পাশে দাঁড়াই যেন তারা ভালো কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে ।
এখন বাংলাদেশে আনুমানিক ৬০০ এর বেশি বেকার ছেলে আমাদের কাছে থেকে কাজ শিখে তারা আজ নিজের পায়ে দাঁড়িয়েছে ।