জীবনে প্রথমবার কম্পিউটার বানাতে হলে বা কিনতে হলে কিভাবে প্লান করবেন ?

in #pc6 months ago

আমাদের অনেকের মধ্যে কম্পিউটার সম্পর্কে তেমন কোন ধারনা থাকে না যখন আমরা জীবনে প্রথম কম্পিউটার বানাই বা কিনি , তাই আজকের এই পোস্টটিতে আমি শেয়ার করব যে কিভাবে আপনি প্লান করবেন জীবনে প্রথমবার কম্পিউটার কেনা বা বানানোতে

সাইজ কম্পিউটার ঃ কম্পিউটারের সাইজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় , বুঝি না বলে বড় সাইজ কেসিং কিনে ফেলি , আর তার ভেতরে যে কম্পোনেন্টগুলো আমরা ব্যবহার করি সেগুলো অনেক ছোট ছোট , তাই সেই হিসেবে দেখা যায় কম্পিউটারের সাইজ অনেক বড় হয়ে যায় কিন্তু ভেতরে পার্টস আর পরিমাণ অনেক কম থাকে , অবাক করার মত কিন্তু যেহেতু প্রথমবার আমরা বানাই তো সেহেতু এত কিছু আগে জানিনা | তাই এখানে আমাদের চেষ্টা করতে হবে যে কম্পিউটার সাইট যেন অনেক বড় না হয়

IMG_6125.jpg

ল্যাপটপ নাকি পিসি নাকি ম্যাক মিনি ঃ একটা সময় ছিল যখন আমরা কম্পিউটার কিনতে গেলে প্রথমে ভাবতাম যে কম্পিউটার কিনব নাকি ল্যাপটপ কিনবো , পিসির সবথেকে বড় অসুবিধা হলো এটা বাইরে কোথাও নিয়ে যাওয়া যায় না , সব সময় বাসার মধ্যেই ব্যবহার করতে হয় , আবার ল্যাপটপের সবথেকে বড় অসুবিধা হলো এটাতে আপনি অতিরিক্ত প্রেসার দিয়ে কোন কাজ করতে পারবেন না , দিক থেকে হিসাব করলে পিসির বেশ কিছু সমস্যা আছে , আবার ল্যাপটপের ও বেশ কিছু সমস্যা আছে , তবে এটা নির্ভর করে আপনার উপরে যে আপনার দৈনন্দিন কাজটা কেমন , যদি আপনি সবসময় বাসার বাইরে থাকেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করা লাগে বিভিন্ন জায়গায় যাওয়া লাগে , আমাজনের সবথেকে ভালো হলো ল্যাপটপ | আর যদি আপনি তেমন কোথাও না জান জাস্ট বাসাতেই অফিশিয়াল কাজকর্মগুলো করেন খুব বেশিই কম্পিউটার ব্যবহার করেন না , তাহলে আপনার জন্য পিসি ভালো - এরমধ্যে নতুন একটা অপশন যোগ হয়েছে সেটা হলো ম্যাক মিনি ম্যাক মিনিটা অনেকটা পিসির মত কিন্তু সাইজে অনেকটা ছোট , যার কারণে মন চাইলে আপনি যেকোন জায়গায় নিয়ে যেতে পারবেন

IMG_1111.jpg

কনফিগারেশন ঃ ল্যাপটপ বা মেক মিনিট যেটাই কিনেন না কেন কেনার আগে কনফিগারেশন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় , যদি পার্সোনাল মতামত শেয়ার করি তাহলে বলবো কম্পিউটার কেনার আগে সর্বনিম্ন কোর i3 প্রসেসর নিতে , কারণ এর নিচে যদি আপনি কোন প্রসেসর কিনেন তাহলে হয়তো মনমতো সার্ভিসটা পাবেন না , কোর i3 প্রসেসর দিয়ে একটা কম্পিউটার বানাতে বা একটা ল্যাপটপ কিনতে আপনার মোটামুটি 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত খরচ হবে , যদি আপনার বাজেট আরো বেশি থাকে তাহলে আপনি কোর i5 অথবা কোর আই সেভেন নিতে পারেন |

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.028
BTC 52827.29
ETH 2171.15
USDT 1.00
SBD 2.28