একটা ভালো রাউটার মার্কেট থেকে কিভাবে কিনবেন ?

in #wifi4 months ago

আমাদের সবার বাসায় কিন্তু এখন সব সময় প্রায় wi-fi বাই ইন্টারনেট থাকে , আর সেটা ব্যবহার করার অন্যতম মাধ্যম হলো রাউটার , তাই রাউটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় , আজকের এই পোস্টটিতে আমরা জানবো কিভাবে আপনি সুন্দর একটা রাউটার কিনবেন মনমতো

ব্র্যান্ড ঃ বাজারে অনেক ব্র্যান্ডের রাউটার পাওয়া যায় , তবে আপনাকে খেয়াল করতে হবে যে ব্র্যান্ডের রাউটার সবথেকে বেশি ব্যবহার হয় আপনি একই ব্র্যান্ডের রাউটার কিনবেন , কারণ হলো যে রাউটারের এমন অনেক সেটিং যেটা হয়তো আপনি পারবেন না কিন্তু অন্য কেউ যেন সহজেই করে দিতে পারে তাই একই ব্র্যান্ডের রাউটার কিনুন

IMG_2479.jpg

বাজেট ঃ যদি আপনার বাসা বাড়ির ছোট হয় বা ফ্যামিলি মেম্বার কম হয় তাহলে আমি বলবো যে 2000 টাকার উপরে দামি রাউটার কেনার প্রয়োজন নেই , কারণ মোটামুটি 1500-2000 একটা রাউটার ও কিন্তু 100 জন পর্যন্ত একই সাথে ইন্টারনেট ব্যবহার করতে পারে , তাই ফাও ফাও অতিরিক্ত দাম দিয়ে প্রফেশনাল রাউটার কেনার কোন প্রয়োজন নেই |

সাইজ ঃ ক্ষেত্রে অবশ্যই সাইজটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় , সব সময় খেয়াল করবেন এমন একটা সাইজের রাউটার কিনতে যেটা আপনি খুব সহজেই দেয়ালে বা যেকোন জায়গায় লাগাতে পারবেন , আবার অনেক রাউটার পাওয়া যায় যেটা দুই-তিনটা রাউটার মিলিয়ে একটা রাউটার হয় এই ধরনের রাউটার গুলো কিনবেন না , কারণ বাসা বাড়ির জন্য এই ধরনের রাউটার গুলো খুব একটা কাজে লাগে না

IMG_0414.jpg

ক্ষমতা ঃ আমরা অনেক সময় অনেক বেশি ক্ষমতাধারী রাউটার কিনতে চাই কারণ রাউটার কেনার সময় অনেকের মধ্যে অনেক আবেগ কাজ করে , আমরা অনেকেই আবেগে পড়ে 300-400 মিটার সাপোর্ট করে এরকম রাউটার কিনে ফেলি , কিন্তু বাস্তবে দেখা যায় যে 50 মিটার এর উপরে কখনোই কোন কাজে লাগে না , তাই ফাউ ফাউ অতিরিক্ত পাওয়ারফুল রাউটার কেনার কোন প্রয়োজন নেই

এই ছিল রাউটার কেনা নিয়ে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা যেটা আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন , ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66161.45
ETH 3566.85
USDT 1.00
SBD 3.11