বরিশালের বিয়ে নিয়ে একটা মজার ঘটনা

in #barishal4 months ago

বেশ কিছুদিন আগে আমরা বরিশাল গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে , যেহেতু গ্রামের অনুষ্ঠান তার অর্থ অনেক মজা হবে অনেক ধরনের আনন্দ হবে অনেক ধরনের প্রোগ্রাম হবে আরো অনেক কিছু |

IMG_0932.jpg

আমরা ঢাকা থেকে বরিশাল গিয়েছিলাম আমি আমার বাইকে , ঢাকা থেকে বরিশাল মোটামুটি প্রায় 250 কিলোমিটারের মতো আমি রান করেছিলাম , যেহেতু বরিশালের রাস্তা অনেক ভালো তো সময় অনেক কম লেগেছিল মোটামুটি আড়াই থেকে তিন ঘণ্টার মতো লেগেছিল , তারপর প্রথমবার আমরা বিয়ে বাড়ি যাচ্ছি কিছু তো নিয়ে যেতে হয় তাই না তো যাওয়ার পথে আমরা বরিশালে থেকে বেশ কিছু খাবার নিয়েছিলাম । বরিশালের যে জিনিসটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে সেটা হলো বরিশালের দই । বরিশালের গৌরনদী নামের একটা এলাকা আছে । এবং এই এলাকার দই , সবথেকে বেস্ট ।

IMG_0897.jpg

বিয়ে বাড়িতে আমরা মোটামুটি চার থেকে পাঁচ দিনের মত ছিলাম , নানান রকম অনুষ্ঠান হয়েছিল সেখানে । তার মধ্যে একটা মজার অনুষ্ঠান ছিল সেটা হল আংটি খোঁজাখুঁজি , মানে বিষয়টা কিছুটা এরকম এটা এক ধরনের একটা খেলা যেটা বর এবং বৌদিই শুধুমাত্র খেলতে দেওয়া হয় , আর একটু খুলে বলি মাটিতে ছোট্ট করে একটা পুকুরের মতো করা হবে এবং এই পুকুরে একটা স্বর্ণের আংটি ফেলে দেয়া হবে এবং অনেকগুলো পানি দেয়া হবে পানির সাথে কাদাও দেয়া হবে , বর এবং বউকে বলা হবে এই কাদা পানি থেকে ওই আংটিটা খুঁজে বের করার জন্য তাও আবার এক হাত দিয়ে । খেলাটা কিন্তু বেশ মজার ছিল , আমার কাছে আরো একটা খেলা খুব বেশি ভালো লেগেছে আর সেটা হলো কে কতটুকু মাংস খেতে পারে , অবাক হলেও বিষয়টা এমন যে প্রত্যেক জনকে এক গামলা করে মাংস দেয়া হয় এবং সে কতটুকু খেতে পারে সেটা দেখা হয় , এখানে আবার চাইলে টিম করো একটা টিমে যদি চারজন থাকে চারজন মিলে চার গামলা থেকে খেতে পারবে তো সত্যি কথা বলতে এই খেলাতে আমরা জিতেছিলাম , কারণ আমরা যে চারজন বসে ছিলাম চারজনই ছিল খাওয়া পাগল , আরো অনেক মজার মজার ঘটনা ঘটেছিল অন্য একদিন শেয়ার করবো .

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65435.53
ETH 3559.74
USDT 1.00
SBD 2.48