আপনি কিভাবে একজন গুগল সার্টিফাইড এড ম্যানেজার হবেন ?

in #google4 months ago

প্রায় দুই বছর কষ্ট করার পরে আমি একজন গুগল সার্টিফাইড এন্ড ম্যানেজার হয়েছি , এই দুই বছর আমি কি কি করেছি তা আমি এই পোস্টটা শেয়ার করবো |
প্রথমে আপনাকে গুগল এর এড ম্যানেজার কি জিনিস সেটা জানতে হবে , গুগল এড কিভাবে কাজ করে সেটা জানতে হবে , তারপর আপনাকে অনেকগুলো টেস্ট ক্যাম্পিং করতে হবে |

IMG_0820.jpg

যেমন প্রথম প্রথম আমি ইউটিউব ভিডিও দেখতাম দেখে শিখতাম যে মানুষ কিভাবে গুগল এ এড দেয় , তারপরে আস্তে আস্তে বুঝতে শিখলাম যে এড দেওয়ার পাশাপাশি ডলারের উপরে অনেক কিছু নির্ভর করে , যেমন যদি আপনি ইউ এস ডলার ব্যবহার করেন তাহলে আপনার খরচটা অনেক বেশি হবে , কিন্তু যদি আপনি ইউ এস ডলারের বদলে ইন্ডিয়ার রুপি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেকটাই কমে যাবে , সার্টিফাইড অ্যাড ম্যানেজার হওয়াটা অনেকটা এক্সপেরিয়েন্স এর উপরই নির্ভর করে ,

IMG_0818.jpg

গুগল এর স্কিল আপ নামের একটা সাইট আছে যেখানে আপনাকে পরীক্ষা দিতে হবে , এবং এই পরীক্ষায় যদি আপনি ভালো মার্ক পান তাহলেই শুধুমাত্র আপনি গুগল এ সার্টিফাইড এড ম্যানেজার হতে পারবেন , আর এর জন্য সবথেকে বেশি প্রয়োজন হলো প্রচুর পরিমাণ অভিজ্ঞতা , বিভিন্ন স্টাইলে বিভিন্ন নিয়মে আপনাকে এড ক্যাম্পিং করতে হবে প্রতিদিন করতে হবে এতে প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট যাবে , এবং অনেক টাকা লস হবে আপনার , অভিজ্ঞতা পাবেন এই অভিজ্ঞতার আলোকে আপনি পরীক্ষায় সফল হবেন , আর একবার যদি আপনি পরীক্ষায় সফল হতে পারেন তাহলেই আপনি গুগল এর সার্টিফাইড একটা এড ম্যানেজার হতে পারবেন |

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66117.27
ETH 3560.84
USDT 1.00
SBD 3.12