নতুন টিভি কেনার জন্য কিভাবে প্লান করবেন ??

in #tv9 months ago

আমরা সবাই আবেগের বশবর্তী হয়ে হঠাৎ করে বড় সাইজের একটা টিভি কিনে ফেলি , কিন্তু দুইদিন পরে দেখা যায় এই টিভি আমাদের বাস্তব জীবনে তেমন কোন কাজে লাগছে না , বা বড় সাইজের টিভি কেনার কারণে লোকাল ক্যাবল লাইন আমি ব্যবহার করতে পারছিনা , ব্যবহার করতে পারলেও পিকচার কোয়ালিটি খুবই ভালো না , তাই এই পোস্টে জানব যে আপনি কোন কোন বিষয়ে খেয়াল রেখে একটা টিভি কিনবেন

IMG_1360.jpg

স্মার্ট টিভি : এখনকার সবাই টিভি কিনতে চাইলে অবশ্যই স্মার্ট টিভি কেনা উচিত , স্মার্ট টিভি আবার তিন ধরনের হয় , প্রথম এক ধরনের টিভি পাওয়া যায় যে টিভিতে শুধুমাত্র আপনি কেবল লাইন ব্যবহার করতে পারবেন কিন্তু টিভিটা দেখতে স্মার্ট অনেক পাতলা , তাছাড়া আপনি চাইলে ইথাইল লাইন ব্যবহার করে আপনি এই টিভিতে ইউটিউব পর্যন্ত দেখতে পারবেন , দ্বিতীয় এক ধরনের টিভি পাওয়া যায় যেটাকে আমরা স্মার্ট টিভি বলি এই ধরনের টিভিতে নরমালি আপনি wi-fi ব্যবহার করতে পারবেন , এবং তার পাশাপাশি লোকাল ক্যাবল কানেকশনে ব্যবহার করতে পারবেন , এবং তাছাড়াও আপনি এর সাথে পেনড্রাইভ বা হার্ডডিক্স লাগাতে পারবেন , কিন্তু এ স্মার্ট টিভির ও আরও একটা আপডেট ভার্সন আছে যেটাকে আমরা বলি এন্ড্রয়েড টিভি , এন্ড্রইড টিভি হলো আপনার একটা এন্ড্রয়েড মোবাইলের মত একটা এন্ড্রয়েড মোবাইলের যত ফিচার আছে এই টিভিতে তত ফিচার আছে , এন্ড্রইড টিভি কি ইচ্ছামত কাস্টমাইজ করে নেওয়া যায় ইচ্ছামত সেটআপ করে নেওয়া যায় যা খুশি তাই করা যায় , তাই আমার রিকমেন্ডেশন থাকবে যদি আপনার বাজেট সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই এন্ড্রয়েড টিভি কিনবেন

IMG_1342.jpg

টিভি সাইজ : টিভি সাইজ সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় , ভালো কোয়ালিটিতে পিকচার দেখতে পারবো বলে আমরা হঠাৎ করে বিশাল বড় সাইজের একটা টিভি কিনে ফেলি , কিন্তু এমনটা করা যাবে না কারণ আপনি যদি অনেক বড় সাইজের একটা টিভি কিনেন এবং লোকাল ক্যাবল কানেকশন ব্যবহার করেন তাহলে আপনি কখনোই ভালো কোয়ালিটি পাবেন না , তাই রিকমেন্ডেড যে সাইজ সেটা হলো 42 অথবা 43 ইঞ্চি , আপনি যদি 42 ইন একটা টিভি নেন তাহলে এই টিভিতে আপনি লোকাল কানেকশনে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন , পাশাপাশি এই টিভিটা আপনি খুব সহজেই লিভিং রুম ও বেডরুমেও রাখতে পারবেন , তাছাড়া 42 ইঞ্চি টিভিতে খুব সহজে লোকাল কানেকশন এবং , তাই টিভি কিনতে চাইলে অবশ্যই 42 ইঞ্চি একটা আদর্শ মডেল

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.18
JST 0.032
BTC 87956.98
ETH 3244.56
USDT 1.00
SBD 3.22