বনফুল কে নিয়ে আমার লেখা ছোট একটি গল্প - পর্ব ৫

in #new2 months ago

ছোটগল্পে বনফুলের সর্বশ্রেষ্ঠ কীর্তি গল্পের রূপ-সৃষ্টিতে। গল্প আকারে কত ছোট ও হালকা হয়ে জীবনের কত বৃহৎ ও গভীর সত্যকে প্রকাশ করতে পারে তা বোধ করি সে কথা বনফুলের কথাশিল্পে রয়েছে। কত কম বলে কত বেশি বলতে পারা যায়—এ পরীক্ষায় ছোটগল্পের ক্ষেত্রে তাঁর জুড়ি নেই। এবং এখানে তাঁর শিল্পরীতি তাঁর ব্যক্তিত্বেরই প্রতীক হয়ে উঠেছে। আবেগবাহুল্য- বর্জিত ঋজু-মেরুদণ্ডের একজন সুস্থ বলিষ্ঠ পুরুষের রূপই বনফুলের ব্যক্তিত্বে পরিস্ফুট। জীবনের সম্পর্কেও তাঁর শিল্পদৃষ্টি রসসিক্ত নয়, বোধদীপ্ত। তাঁর ছোটগল্পের গদ্যশৈলী ও রূপকর্মেরও একই বৈশিষ্ট্য। তাঁর বাক্য অনলংকৃত অথচ সুন্দর, সরল অথচ বলিষ্ঠ, চিত্তহারী অথচ ক্ষুরধার। রসোক্তি নয়, বক্রোক্তিতেই তাঁর বাগদেবীর শ্রেষ্ঠ বন্দনা। সংকেতময় সংক্ষিপ্ত কয়েকটি বাক্যবিন্যাসে পরিবেশ প্রস্তুত করে উপসংহার বাক্যে অত্যন্ত অপ্রত্যাশিত অথচ অনিবার্য ভাবে ভাবসত্যের বিদ্যুৎ বিকাশই তাঁর গল্পগঠনরীতির বৈশিষ্ট্য। সার্থক নমুনা হিসেবে তাঁর 'নিমগাছ' গল্পটির উল্লেখ করা যেতে পারে।

IMG_6572.jpg
‘কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে। পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ, 'কেউ বা ভাজছে গরম তেলে।...কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক—দাঁত ভাল থাকে.....হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এল। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু।... নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না। মাটির ভিতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।' বিশুদ্ধ একটি নিমগাছই বটে! কিন্তু উপসংহারের শেষ-বাক্যটি এখনো বাকি আছে। একটিমাত্র সরলবাক্য। কিন্তু ওর মধ্যেই গল্পের বীজটি, বীজাকারে নয়—মহীরুহের আকারেই, বিধৃত রয়েছে : —‘ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির ঠিক এক দশা।’ এই একটি বাক্যই আসল গল্প। কত সংক্ষিপ্ত অথচ কত পূর্ণাঙ্গ। গল্প এখানে কাব্যের ব্যঞ্জনা লাভ করেছে। কিন্তু কাব্যের মত শুধু ভাবসত্যমাত্রই নয়, সমগ্র জীবনসত্যই গল্পরূপের মধ্য দিয়ে মূর্ত হয়ে উঠেছে। ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটির অসহায় করুণ জীবনের অকথিত কত কথা বহুগুণিত হয়ে পাঠকের মনে অনুক্ষণ নব-নব সৃষ্টি করে চলেছে। বনফুল পাঠকমনের বিপুল বিস্তারের মধ্যে ছোটগল্পের এই মুক্তির চরম অবকাশ সৃষ্টি করেছেন। এই সংযম, এই সংরক্ষণশক্তির মধ্যেই বনফুলের শিল্পসাধনা সার্থক। তাছাড়া এই সংযমই তাঁকে শিল্পীর মোহ থেকে রক্ষা করেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে, শক্তিমান শিল্পী রূপসাধনার মোহে জীবনসাধনাকে বিস্মৃত হয়েছেন, রূপ-নির্মাণের অত্যাসক্তি শিল্পীকে জীবনের পথ থেকে বিভ্রান্ত করেছে। বনফুলের সাম্প্রতিক কোনো কোনো উপন্যাস সম্পর্কে এ অনুযোগ যে- উত্থাপিত হয়নি এমন নয়। কিন্তু ছোটগল্পে তাঁর রূপসাধনা-ই তাঁর জীবনসাধনা ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64841.11
ETH 3523.97
USDT 1.00
SBD 2.36