নতুন প্রবীণদের নিয়ে আমার লেখা ছোট একটি গল্প - পর্ব ২৮

in #new25 days ago

বেশ তো। তাহলে লিখে দিন। উৎপল সহস্রাব্দীর দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলল, খুব শেয়ানা! কাগজ দিন। লিখে দিচ্ছি সহস্রাব্দী হাঁটা থামিয়ে ব্যাগ থেকে একটা কলম আর একটা খাতা বের করে তার পাতা ছিড়ে উৎপলকে দিল । উৎপল কাগজটা নিয়েই সাথে সাথে তাতে বড়ো বড়ো করে লিখল, সহস্রাব্দী নূর চৌধুরী উচ্চমাধ্যমিকে গোল্ডেন এ প্লাস পাবে। সে খুব ভালো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তারপর বিসিএসে উত্তীর্ণ হয়ে সে নামকরা একজন পুলিশ অফিসার হবে।

IMG_6610.jpg

আর তা যদি না হয় সহস্রাব্দী নূর চৌধুরী আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিবো । ইতি তোমার শতদল সহস্রাব্দী কাগজটা পড়ে উৎপলের দিকে তাকিয়ে বলল, আমার শতদল? তাহলে আর কার? ওই নামে আমাকে আপনি ছাড়া আর কেউ ডাকে না । তাহলে আপনার না লিখে তোমার লিখলেন কেন? উৎপল জিভ কেটে বলল, ভুলে লিখে ফেলেছি। দিন কেটে ঠিক করে দিচ্ছি। থাক কাটলে ভালো দেখাবে না । যেভাবে আছে থাকুক । আপনার যা ইচ্ছা । কিছু ভুল না হয় ভুলই থাকুক। সহস্রাব্দীর শেষ কথাটা শুনে উৎপল কিছু না বলে তার দিকে তাকিয়ে রইল। বাড়ির রাস্তা এসে গেছে। সহস্রাব্দী তাকে এগোতে বললেই সে বলল, আজ থাক সহস্রাব্দী। আরেকদিন যাবো। আজ বিকালের ট্রেন ধরতে হবে আমার। সহস্রাব্দী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তখন মিথ্যা বললেন কেন যে বাড়ি যাওয়ার জন্য আগে আমার কলেজে গেছেন? কেন আবার? আপনার সাথে ঝগড়া করার জন্য!

সহস্রাব্দীর সাথে সাথে শতাব্দী বুবুর গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেল। তাই কথা ঘোরানোর জন্য সে বলল, ওসব চিড়ে ভেজানো কথায় আমার মন গলবে না । আগে আমাকে অভিনন্দন জানান । তা কিসের জন্য? আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছি তাই । সেটা কীভাবে হয়? এখন তো মে মাস। সেকেন্ড ইয়ারের ক্লাস তো জুলাই মাসে শুরু হয়। তাতে কী হয়েছে? ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা তো হয়ে গেছে। আর ফলাফল? সেটা দিয়েছে? সহস্রাব্দী মুখ গোমড়া করে বলল, না এখনো দেয়নি । তাহলে সেটা আগে দিক। যদি ভালো হয় তাহলে শুধু অভিনন্দন না উপহারও দিবো । থাক আর উপহার দিতে হবে না ।

উৎপল হাসতে লাগল। তারা খুব ধীরে ধীরে হাঁটছে। উৎপল আবার বলল, আপনি কি রোজ হেঁটেই বাড়ি যান? কলেজ থেকে বাড়ি হাঁটা পথই। শুধু শরীর খারাপ থাকলে রিকশায় যাই ৷ আজ কি একটু সুস্থ লাগছে? দেখে কী মনে হচ্ছে? আজকে আপনাকে দেখে অনেক ফ্রেশ লাগছে। দেখবেন আস্তে আস্তে আপনি একদম সুস্থ হয়ে যাবেন । সহস্রাব্দী কিছু না বলে একটু হাসল । সে লক্ষ্য করল তারা প্রায়ই বাড়ির রাস্তাটার কাছে চলে এসেছে। তাই সে হাঁটার গতি আরেকটু কমিয়ে উৎপলের দিকে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই । কথা বলতেই তো আসা । আচ্ছা আপনার কী মনে হয়? আমি কখনো পুলিশ অফিসার হতে পারব? অবশ্যই পারবেন। কেন পারবেন না? আমার তো মনে হয় না পারবো বলে । মনে হয় না মানে? আপনার মতো বুদ্ধিমতী আর সাহসী মেয়ে পুলিশ অফিসার হতে পারবে না? আপনি অবশ্যই পুলিশ অফিসার হতে পারবেন। আমি লিখে দিতে পারি ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.029
BTC 60808.77
ETH 3368.54
USDT 1.00
SBD 2.47