চাকরি একটি প্রয়োজন
মেয়েরা নিজের আয় রোজগারের বন্দোবস্ত করতে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করলেই সেটা প্রকৃত ক্ষমতায়ন ঘটাবে। শখে বা সময় কাটাতে যে চাকরি, সে জিনিস তাকে আসলে কিসুই দেবে না। না ক্যারিয়ার, না প্রকৃত স্বাধীনতার বোধ না আত্মমর্যাদা।
চাকরি একটি প্রয়োজন। নিজের অর্থ নিজে অর্জনের প্রয়োজনীয়তা অনুধাবন থেকেই একটা মেয়ে কাজে ঢুকবে। সেই কাজটি সিরিয়াসলি করবে, ধরে রাখবে এবং উন্নতি করবে। কিন্তু "বাসায় বসে থাকি, বরে সময় দেয় না, বাপ মায়ে লরিয়েল লিপিস্টিক কেনার ট্যাকা দেয় না- তাই একটা চাকরি করি গা যাই"- এই চিন্তা থেকে যে চাকরির শুরু সেই চাকরি মেয়ের মানমর্যাদায় কোন কাজে আসে না। সেই চাকরি খুঁজতে গিয়া ''চাকরিটা আরামের নাকি কষ্টের, চাকরি করতে গেলে ভোরে ঘুম থিকা উঠতে হবে নাকি এট্টু বেলা করে উডা যাবে, অফিস দূরে নাকি বাড়ির কোলের ভিত্রে'' -এইসব প্রশ্ন মাথায় আসবে।
এই ক্ষেত্রে নিজেরে সময় দেয়া ভাল। নিজে আসলে কী চান, সেইটা ভাবা উচিত ও নির্ধারণ করা উচিত।
এইসব না বুঝে হুদাই এই চাকরির বাজারে ঝামেলা করতে আসার দরকার নাই। বহু মেয়ের জীবনে একটা চাকরী সত্যই প্রয়োজনীয়, যা দিয়া সে চাল ডাল নূন তেল কিন্যা খায় ও নিজের পায়ে দাঁড়ায়। অল দ্য বেস্ট লাভ ফর দেম।