THE DIARY GAME || 16.09.2022

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামুআলাইকুম
আজ ১৬ সেপ্টেম্বর ২০২২ইং
রোজঃ শুক্রবার

আজকে শুক্রবার, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। সকালের নাস্তা করে জামাকাপড় পরে বাসা থেকে বাহির হয়ে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানে এসে প্রথমে দোকানের দরজা খুললাম। দোকানের সব মাল গুলো গুছিয়ে নিলাম। এরপর দোকানের গদিতে গিয়ে বসে পরলাম। এরপর ব্যবসা করা শুরু করলাম৷ একটানা ৩-৪ ঘন্টা ব্যবসা করলাম। আজকে শুক্রবার, দুপুর ১২ টার পর দোকান বন্ধ করে বাড়ি চলে গেলাম। আজকে জুমার নামাজ আদায় করতে হবে৷ দোকান করলে তো হবে না৷ নামাজ ও পড়তে হবে।

IMG_20220917_210032.jpg

দুপুরে গোসল করে আমি পাঞ্জাবী ও পায়জামা পরে মসজিদে চলে গেলাম৷ আমরা ৪ ভাই একসাথে মসজিদে গেলাম৷ নামাজ শুরু হলো ১.৩০ মিনিটে৷ নামাজ শেষ করে বন্ধুদের সাথে কথা বলতে বলতে বাড়ি আসলাম৷ বাড়িতে এসে কিছুক্ষণ টিভি দেখলাম৷ এরপর বাড়ির সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবার খাইলাম। সবার সাথে দুপুরের খাবার খেতে ভালোই লাগে।

IMG_20220917_210051.jpg

এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর আমি আর আমার বড় ভাই দোকানে চলে আসলাম৷ দোকানে এসে দেকানের দরজা খুললাম৷ এরপর আমি সব মাল গুছিয়ে নিলাম৷ তারপর আমার ভাই দোকানে বসলেন৷ আমি পানি নিয়ে আসলাম৷ আমাদের দোকানে পান ও সিগারেট বেশি বিক্রি হয়।

IMG_20220917_210108.jpg

বিকাল ৫ টায় আমি হোটেলে গিয়ে নাস্তা করলাম। এরপর কিছুক্ষণ বাইরে ঘুরলাম৷ তারপর আমি দোকানে আসলাম৷ আমার ভাই খেতে গেলেন৷ আমি মোবাইলে গান শুনতেছিলাম আর দোকানদারি করতেছিলাম৷ আমি ছোট বেলা থেকে ব্যবসা করি৷ এটাই আমার পেশা৷

সন্ধ্যায় আমি আমি কিছুক্ষণ দেকানদারী করে আমি বাড়ি চলে আসি৷ বাড়িতে এসে হাতমুখ ধুয়ে পড়তে বসি। সারাদিন পড়া হয় না৷ রাতে আমি পড়াশোনা করে থাকি৷ রাত ১০-১১ টা পর্যন্ত বই পড়ি৷ এরপর বাড়ির সবার সাথে রাতের খাবার খাই৷ তারপর টিভি দেখতে বসি৷ রাত ১ টা পর্যন্ত টিভি দেখি৷ এরপর মোবাইল টিপাটিপি করি৷ এরপর ঘুমাই যাই।

এই ছিল আজকের সারাদিনের ডায়েরি।আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

ইতি,

@firoz56

Sort:  
 3 years ago 
আপনি ১ মাসে কোনও পাওয়ার আপ করেন নি সেজন্য আপনাকে ডাউন ক্লাব দেওয়া হয়েছে। পুনরায় পাওয়ার আপ করুন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 108495.65
ETH 3991.94
USDT 1.00
SBD 0.61