আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন । আমিও অনেক ভালো আছি। ভাবিতে ভাবিতে হয়ে গেছি বিভোর আমার বাংলা ব্লগে কি করব আজ পোস্ট। অনেক ভাবাভাবীর করার পরে মনে হলো যে ফটোগ্রাফি পোস্ট করলে কেমন হয়। তাই আর না ভেবে শুরু করে দিলাম পোস্টটি লিখতে। তো আজকে আমি আমার নিজের ফোনে তোলা কিছু ফটো আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করছি আমার ফটোগুলো আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে যে ফটোগুলো শেয়ার করব সেই ফটোগুলো হলো মেঘের সাথে সূর্যের লুকোচুরি করা,গাছের আড়ালে সূর্যের লুকোচুরির কিছু দৃশ্য,কিছু প্রকৃতির ফুলের ফটো ,স্কুলের মাঠের মাঝে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করার কিছু মুহূর্ত।
ডিভাইস নেম: infinix Note 10 | ক্যামেরা:48 mp |
লোকেশন
এই ফটোটির পেছনে একটি গল্প আছে। তো চলুন আপনাদের মাঝে সেই গল্পটি শেয়ার করি। সকাল সাড়ে পাঁচটার সময় সে যখম প্রাইভেট পড়তে যাই। আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিল সে ফোন দিয়ে আমাকে বলল। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠ।সে আমাকে আরো বলল আমরা যেখানে দেখা করি সেখানে তুমি চলে আসো। তো আর কি তার কথামতো ঘুম থেকে উঠে পড়লাম।ঘুম থেকে ওঠার পরেই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নেওয়ার পরে চলে গেলাম তার সাথে দেখা করতে। তার সাথে দেখা করতে গিয়ে তার সাথে হাঁটতে হাঁটতে এই ফটোটি তুলছিলাম আমি। সে তো আর এখন আমার নেই কিন্তু তারা সাথে হাঁটার সেই স্মৃতিগুলো এই ফটোটির মাঝে আছে।
ডিভাইস নেম: infinix Note 10 | ক্যামেরা:48 mp |
লোকেশন
সূর্য আস্তের যায়র পরে যখন লাল,হলুদ,নীল মেঘ গুলো সূর্যকে বিদায় জানাই তখন এই ফটোটি তুলেছিলাম।
ডিভাইস নেম: infinix Note 10 | ক্যামেরা:48 mp |
অবস্থান
স্কুল মাঠের একপাশে দাঁড়িয়ে স্কুলের বিল্ডিংগুলোর একটি ছবি। মাঠের ভিতরে ছাত্রছাত্রীরা ক্লাস করছে।
ডিভাইস নেম: infinix Note 10 | ক্যামেরা:48 mp |
লোকেশন
গারো সবুজ পাতার ভিতরে প্রস্ফুটিত জবা।
ডিভাইস নেম: infinix Note 10 | ক্যামেরা:48 mp |
লোকেশন
সবুজ পাতার সাথে মিশ্রিত রক্ত জবা।
ডিভাইস নেম: infinix Note 10 | ক্যামেরা:48 mp |
লোকেশন
কাগজের মতোই তার পাপড়ি গুলো তাই তার নাম হলো কাগজ ফুল
ডিভাইস নেম: infinix Note 10 | ক্যামেরা:48 mp |
লোকেশন
সবুজ পাতার ভিতরে লুকিয়ে আছে পঞ্চমুখী জবা।
আশা করি আমার পিকগুলো আপনাদের সবার ভালো লেগেছে আজকে আমার লেখা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে সবার জন্য শুভকামনা রইল।
আল্লাহ হাফেজ
ভাই আপনি নিয়মিত পোস্ট করেন না কেন? এভাবে চলতে থাকলে আপনি কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করতে পারবেন না। আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই টিকিট কেটে আমাদের জানাবেন।
ভাই আমি এখন থেকে নিয়মিত পোস্ট করার চেষ্টা করব।
আপনার ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে তবে ফটোগ্রাফি গুলো তো আলাদা আলাদা জায়গা থেকে নিয়েছেন। সেক্ষেত্রে লোকেশনগুলো আলাদা আলাদা হবে। প্রত্যেকটি ছবির নিচে W3W লোকেশন কোড ব্যবহার করবেন। একই ছবি একাধিক বার ব্যবহার করবেন না। এটি যদি না বোঝেন সে ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, ধন্যবাদ।
ভাইয়া প্রতিটা ছবিতে আলাদা আলাদা লোকেশন যোগ করে দিয়েছি। ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার ভুলটি ধরিয়ে দেয়ার জন্য।
ভাই গার্লফ্রেন্ডের সাথে হাটার সময় যে ছবিটি তুলেছেন, সে তো আর এখন নেই কিন্তু ফটোগ্রাফির স্মৃতিতে রয়ে গেছে। ভাই স্মৃতিগুলো বোধহয় এরকমই শুধুই সব কিছু মনে করিয়ে দেয়। আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাই শুধু তার সাথে সেই হাঁটার ওই মুহূর্তটা খুব মনে পড়ে ভাই
গার্লফ্রেন্ডের দেখা করতে যাওয়ার সময় যে ছবি তুলেছেন তা সুন্দর হয়েছেন অনেক। আর এত সকাল সকাল প্রাইভেট পড়তে জান শুনে অবাক হলাম। সবগুলো ফটোগ্রাফি দারুন ছিল ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
আপু প্রাইভেট হচ্ছে ৬ টার দিকে। তার সাথে কথা বলা লাগবে এর জন্য সকাল সকাল আসে।
আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হলাম। প্রকৃতির রূপ সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হই ।আপনার করা প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল ।আমাদের সাথে এত সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া। আমার ফটোগ্রাফী দেখে আপনার মুগ্ধ হয়েছেন শুনে খুব ভালো লাগলো
গার্লফ্রেন্ডের সাথে হাটার সময় যে ছবিটি তুলেছেন সেটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফটোগ্রাফি ছিল। কিন্তু শেয়ার এখন আপনার সাথে নেই এটা জেনে খারাপ লাগলো। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ সুন্দর হয়েছে। এই ধরনের ফটোগুলো বেশ ভালো লাগে।
ফটোগ্রাফি গুলো দেখে আমি সত্যিই মুগ্ধ। প্রথম ফটোগ্রাফি টা এত সুন্দর হয়েছে আসলে তার প্রশংসা করার ভাষা আমার জানা নেই। তবে এক কথায় বলবো খুবই সুন্দর একটি ফটোগ্রাফি ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আসলে মামা স্কুল মাঠের একপাশে দাঁড়িয়ে স্কুলের বিল্ডিং এর ছবি আপনার মোবাইলের ক্যামেরা বন্দী করে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনাকে , খুব সুন্দর কিছু ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
আকাশ ,ফুল, প্রকৃতি সবকিছু আপনার সুন্দর ক্যামেরায় ধারণ করে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আমার ছবিগুলোকে পছন্দ করার জন্য
অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে প্রথম দ্বিতীয় তৃতীয় নম্বর ফটো সবথেকে বেশি ভালো লেগেছে।।