ফটোগ্রাফি। ১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন। বর্তমান পরিস্থিতিতে বিশ্বব্যাপী যে অস্থিরতা, দুশ্চিন্তা আর যুদ্ধবিগ্রহ তাতে ভালো থাকাটা আসলেই অনেক কষ্টকর। তারপরেও আশা করতে দোষ কি। সারা বিশ্বের সঙ্গে যদি আমাদের দেশের তুলনা করা হয় তাহলে বাস্তবে আমাদের ভালো থাকার সম্ভাবনা শূন্য কিন্তু তারপরেও আমাদের দেশের অধিকাংশ মানুষ ভালো আছে বা ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে। আর আমি মনে করি এই চেষ্টাই আমাদেরকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। যাই হোক সুদিন একদিন আসবেই। ততদিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। কয়েকদিন আগে পত্রিকায় একটি খবর পড়ে বিস্মিত হলাম। জলবায়ুগত পরিবর্তনের কারণে সৌদি আরবের মত মরুভূমি প্রবণ একটি দেশেও এখন সবুজে সবুজে ভরে উঠেছে। যেখানে বৃষ্টি হতো না সেখানে দেখা দিচ্ছে ভয়ংকর বন্যা। শুধু সৌদি আরব নয় পৃথিবীর বিভিন্ন দেশে এখন এ রকম জলবায়ুগত পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে। যেগুলো সম্পর্কে অনেক আগেই বিজ্ঞানীরা আমাদেরকে সতর্ক করেছিলেন। এখনো সময় আছে নিজেদেরকে শুধরে নেয়ার, হয়তো এ সময় চলে গেলে আর কোন সুযোগই আমাদের হাতে থাকবে না। প্রকৃতি মাতা তার নিজের স্বার্থেই মানবজাতিকে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে বিলুপ্ত করে দেবে। প্রার্থনা করি এরকম পরিস্থিতিতে যেন আমাদের পরতে না হয়। তার আগেই যেন আমাদের শুভ বুদ্ধির উদয় হয়। আজও আপনাদের সামনে হাজির হলাম আমার কিছু পছন্দের ফটোগ্রাফি নিয়ে। আশা করি ভালো লাগবে।

20230108_122505.jpg

আমার কাছে শীত মানেই বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ। শীতকাল আসবে আর সরিষা ফুল থাকবে না এ যেন ভাবা যায় না। আদিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল যে না দেখেছে তাকে এর সৌন্দর্য ভাষায় বোঝানো সম্ভব নয়।

20230108_115148.jpg

খেয়াপাড়ের পল্টুন। পদ্মা নদী শুকিয়ে এখন প্রায় খালের আকার ধারণ করেছে। তারই মধ্য দিয়ে নৌকায় চরবাসী লোকজন এপার থেকে ওপারে যাতায়াত করে। নৌকায় ওঠার সুবিধার্থে নিজেরাই তৈরি করে নিয়েছে ছোট্ট এই পল্টুন।

20221216_110753.jpg

একেক জায়গার সৌন্দর্য এক এক রকম। হয়তো এই ছবিটি দেখে অনেকেই ভাববেন এটার মধ্যে দেখার কি আছে, রাস্তা জুড়ে কোলাহল আর যানবাহনের ভিড় কিন্তু আমার কাছে কেন যেন ছবিটি বেশ ভালো লেগে গেছে। তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

20221209_153529.jpg

ফুলটির নাম আমার জানা নেই। কয়েকদিন আগে এক বন্ধুর ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানকার কমিউনিটি সেন্টারেই দেখতে পেলাম টবে লাগানো এই ফুলগাছটি। প্রথমে ভেবেছিলাম প্লাস্টিকের, পরে দেখলাম প্রাকৃতিক।

20221206_170440.jpg

পদ্মার বুকে জেগে ওঠা চড়ে জনপদের একটি অংশ। আমরা কয়েক বন্ধু সময় পেলেই পদ্মার চরে ঘুরতে যাই। এটা আমাদের কাছে অনেকটা নেশার মত হয়ে গেছে। বিশেষ করে শীতের এই সময়ে ধুলাবালি মুক্ত নির্মল বাতাস সেবনের জন্য পদ্মার চরের বিকল্প নেই।

20221129_155705.jpg

দেখতে ভীষণ সুন্দর এই ফুল গাছটি আসলে কৃত্রিম। কাপড় আর প্লাস্টিক দিয়ে তৈরি এই গাছটি দেখতে অবিকল আসল গাছের মতো মনে হলেও কাছে না গেলে আপনি বুঝতেই পারবেন না এটি নকল। ফরিদপুর শেখ রাসেল শিশু পার্কে স্থাপন করা এই কাজগুলো পার্কের চেহারাযই বদলে দিয়েছে।

20221128_143823.jpg

উপর থেকে পৃথিবীটাকে দেখতে অন্যরকম লাগে। উচ্চতা যত বেশি নিচের সবকিছু তত ছোট। ফরিদপুর শহরের ডায়াবেটিকস হসপিটালের সর্বোচ্চ উচ্চতা থেকে তোলা আমার এই ছবি ফরিদপুর শহরের কিছুটা অংশ কভার করেছে। আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
LocationFaridpur Sadar, Faridpur
Sort:  
 2 years ago 

আমার কাছে বেশ ভালো লেগেছে পল্টুন আর কৃত্রিম গাছটি। আসলে কৃত্রিম গাছের ছবিটা দেখে আমি প্রথমে ভেবে নিয়েছিলাম আপনি হয়তো অন্য কোন দেশে গিয়েছেন, যেখানে এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করেছেন। কিন্তু পরবর্তীতে যখন পড়লাম এটা শেখ রাসেল পার্কের একটি অংশ।
যাই হোক আমরা হয়তো নিজেরাই নিজেদের ক্ষতি করছি। প্রতিনিয়ত নতুন প্রজন্মকে ঠেলে দিচ্ছি একটা ক্ষতিকর পরিবেশের মধ্যে।তবে সবার শুভ বুদ্ধির উদয় হোক এবং সবাই ভালো থাকুক এটাই কাম্য।

 2 years ago 

গাছটি আসলেই অনেক সুন্দর। প্রথম দেখাতে আপনার মত আমিও আসল ভেবেছিলাম। যেই তৈরি করে থাকুক না কেন বেশ সুন্দর একটি কাজ করেছে। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বর্তমানে আবহাওয়ার জন্য সৌদি আরবে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এটা কিন্তু আমাদের জন্য শুভ কর নয়।বর্তমান আবহাওয়া খুবই খারাপ। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি যে কৃত্রিম গাছের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন প্রথমে দেখে আমি মনে করি বাস্তবের গাছ। কিন্তু পরে বুঝতে পারলাম যে না এটা কৃত্রিম গাছ।আর এই জায়গার ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে না এটা বাংলাদেশ। যাক আপনি খুবই সুন্দর সুন্দর ফটো গুলো আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জলবায়ুগত এই পরিবর্তন আসলে মোটেই শুভকর নয়। এগুলো সবই বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাষ বলে আমার মনে হয়। যাই হোক আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার কিছু কথা শেয়ার করেছেন। পরিস্থিতি খুব খারাপ। সরিষা ফুলের সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। কৃত্রিম ফুল গাছটি আমার ভীষণ ভালো লাগলো। আপনার চমৎকার উপস্থাপনা পরে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

শীতের সময় মাঠ ভর্তি সরিষা ফূল দেখতে আসলে খুবই ভালো লাগে। এটা ভালো না লাগার কোন কারনই নেই। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। সরিষা ফুলের অপরূপ সুন্দর সময় দৃশ্য, পদ্মা নদীর পাড়ের সৌন্দর্যময় মুহূর্ত সত্যি অসাধারণ।

 2 years ago 

আপনার ভালো লেগেছে জেনে খুবই উৎসাহিত বোধ করলাম। মূল্যবান সময় ব্যয় করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

কথায় আছে দিন যাবে পরিস্থিতি আরো খারাপ হবে। শীত মানে যেন সরিষার ক্ষেত। কৃত্রিম গাছ টি দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আপনার লেখাটি পড়ে বুঝতে পারলাম এটা একটি পার্কের ভিতরে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

সবকিছুই খারাপের দিকে ইঙ্গিত করছে তারপরেও আশাকরি খারাপ কিছু যেন না হয় বা হলেও অনেক দেরিতে হয়। মানব সভ্যতা যেন টিকে থাকে কোটি কোটি বছর। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43