বস্ত্র কুটির শিল্প মেলায় কিছু সময় ঘুরাঘুরি (১০%বেনিফেশিয়ারি)

২২-১-২০২২/জানুয়ারী

হ্যালো বন্ধুরা

আসসালামুয়ালাইকুম /আদাব

আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে বাংলায় ব্লগিং করতে খুব ভালবাসি। বাংলায় লেখা লেখি ও ভাষা প্রকাশের একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ। মেধার বিকাশ ঘটানোর জন্য rme দাদা আমাদের অনেক বড়ো একটি প্লাটফর্ম উপহার দিয়েছেন। যেখানে এসে নিজের জ্ঞান অভিজ্ঞতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে অনেক দুরে এগিয়ে যাওয়া সম্ভব। আজ শুধু দাদার কৃতজ্ঞতা কারণেই হয়েছে। দাদার জন্য পার্থনা করি। দাদা যেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। বগুড়ায় বস্ত্র কুঠির শিল্প মেলায় ঘোড়া ঘুরি অতঃপর কিছু ফটোগ্রাফি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

20220115_191210.jpg
মেলায় প্রবেশের গেট দেখে মনে হয় জেনুইন ভাবে তৈরি কোন গেট। আসলে এক মাস ব্যাপি মেলার জন্য শুধু এই গেট নির্মাণ করা হয়। ঢোকার সময় ২ ০ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়।আমরা তিনজন বান্ধবী সন্ধার সময় চা খাওয়ার উদ্দেশ্য বের হয়। চা খাওয়া শেষ হলে হঠাৎ করেই মাথায় চলে আসলো চলো মেলায় থেকে ঘুরে আসি। অতঃপর সবাই চলে আসলাম মেলায়। বেশ ভালোই লেগেছিল সময়টা।

20220122_123603.jpg
মেলার ভিতরে ঢুকতেই মনে হলো একটা সেলফি তুলি। বলতে যে দেরি তুলতে আর দেরি হলো না। কসমেটিক এর দোকানের সামনে দাঁড়িয়ে সেলফি তুলি এমন সময় পিছনে একটা ছেলে দাঁড়িয়ে আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে খুব সুন্দর একটি লুক দিয়েছে। যাই হোক কি আর করার।

20220115_190005.jpg
মেয়েদের কসমেটিক এর উপর অন্য রকম একটা লোভ থাকে। সেটা সব মেয়েদের ক্ষেত্রে একই রকম। দোকানের সামনে দাঁড়িয়েআমি চুরি ও আমার বন্ধবী মালা পছন্দ করলাম। মালার দাম ছিল ৩৫০ আার চুরির দাম ২৫০ চেয়ে ছিল। আমরা কিছু টাকা কম দিতে চাইলাম কিন্তু দোকানদার কিছুতেই ছাড়ে না।আমরা অন্য দোকানে চলে যাই।

20220115_190859.jpg
পছন্দ করা জিনিস নিতে না পাড়লে মনটা একটু খারাপই হয়। অন্য দোকানে আসতেই চোখে পরলো বেশ সুন্দর সুন্দর কানের দুল। বেশ কম দামেই বিক্রি করছে।আমার লাল খয়েরি দুলটা পছন্দ হয়ে গেলো।আমার সহপাঠীদের বললাম কেমন লাগছে দেখতে। ওরা সহমত পোষণ করলো খুব সুন্দর লাগছে। অতঃপর কানের দুল টা নেওয়া হলো।তার পরে ও একটা কথা থেকেই যায়। মালা ও চুড়ি নেওয়ার গল্প টা।

20220115_190153.jpg
আবারও ঘুরে এই দোকানে আসলাম ।মনে মনে ভাবলাম এবার আর একটু বেশি বলবো। বুঝতেই পারছেন পছন্দ হলে টাকা বেশি নিলেও কিছু মনে হয় না। মনে এক রকম জেদ চলে আসলো কতো টাকা নিবে নেক আমি মালা নিতে চাই। শেষ মহত্ত্ব মালটা নেওয়া হলো।কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ।

20220115_185741.jpg
মন এবার ফুরফুরে মেলার সব দোকানে ঘুরে ঘুরে দেখলাম আর একটি করে ফটোগ্রাফি করলাম। খুব সুন্দর সুন্দর জামা ডিজাইন উঠেছিল যা একটি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের ও দেখার সুযোগ করে দিলাম।

20220115_191459.jpg
হরেক রকমের জুতার সমারোহ মেলায় । দেখে মনে হয় সব কিনি। টাকার সল্পতার কারণে সব কিনতে পারি না।আপনারা মেলায় গেলে অবশ্যই বেশি করে টাকা নিয়ে যাবেন।

20220115_185759.jpg
মেলার ভিতরে তেমন কোনো খাবারের দোকান ছিল না। শুধু ফুচকার দোকান ছিল। এখানে বসে সবাই খেতেন আড্ডা দিতেন। তবে বাইরের তুলনায় এখানকার ফুচকা চটপটির দাম তুলনামূলক ভাবে অনেক বেশি ছিল।

20220115_191237.jpg
বুঝতেই পারছেন মেলা মানেই পান্ডার খেলা। পান্ডা গুলো দেখতে খুবই ভালো লাগছে আমার । তাই একটা ফটোগ্রাফি করলাম। অনেকই পান্ডা পাগলি আছে পান্ডা জড়িয়ে ধরে ঘুমায়। তবে বেশ ভালো ছিল আর কি কেউ চাইলেে গিফট করবো।

20220115_192638.jpg
আহারে কী বাহারী সব ফুল। আমরা সবাই ফুল কে অনেক ভাল বাসি।এবং ঘরে সাজিয়ে রাখতে ও অনেক ভাল বাসি। ফুল গুলো দেখে খুব ভালো লাগছিলো তাই একটি ফটোগ্রাফি করে আমার ক্যামেরা বন্ধি করি।

20220115_185715.jpg

20220115_185659.jpg
বেরিয়ে আসার মহত্ত্ব টাওয়ারের আলো দেখে খুব ভালো লেগেছে। রাতের বেলায় খুব সুন্দর লাগছো তাই একটি ফটো সুট করলাম।এবং ঝরনার দৃশ্য খুবই চমৎকার লাগছিল। এই ধরনের দৃশ্য গুলো ছবি তুলতে খুবই ভালো লাগে আমার কাছে।

20220115_192804.jpg

আসার সময় আলুরপাপর আলা মামা চোখে পরলে তিনজনে আলুর পাপর নিয়ে চলে আসলাম।এই আলুর পাপর খেতে আমার খুব ভালো লাগে।

20220115_192750.jpg

20220115_192902.jpg
গেইটের বাহিরের কিছু দৃশ্যর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার মেলায় ঘোড়া ঘুরি অতঃপর কিছু ফটোগ্রাফি আপনাদের সবার অনেক ভাল লেগেছে। আজ এই এখানেই শেষ করছি আমার লেখা লেখির কাজ।আবারও দেখা হবে অন্য কোন পোস্ট নিয়ে।

আশা করি এই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

received_298314938754350.webp

লোকেশনইউজার নেমঃডিভাইস
বগুড়া@fensi46স্যামস্যং j4+

💗আমার পোস্ট মনোযোগ দিয়ে দেখার ও পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ 💗

Sort:  
 2 years ago 

মেলার ভিতরে তেমন কোনো খাবারের দোকান ছিল না। শুধু ফুচকার দোকান ছিল। এখানে বসে সবাই খেতেন আড্ডা দিতেন। তবে বাইরের তুলনায় এখানকার ফুচকা চটপটির দাম তুলনামূলক ভাবে অনেক বেশি ছিল।

  • ফুচকা এবং চটপটি খুবই সুস্বাদু একটি খাবার । এটি খেতে আমার অনেক ভালো লাগে। আপনি মেলাতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। এমন মেলায় অনেকদিন যাওয়া হয়নি আপনার দৌলতে মেলাটি উপভোগ করার সৌভাগ্য হলো আমার ।আপনি খুবই সুন্দর ভাবে মেলাটির বিবরণ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর মেলা।আর মেলায় খুব সুন্দর ঘুরাঘুরি করেছেন।আর মাঝে মধ্যে বন্ধু বান্ধবের সাথে একটু আদটু ঘুরতে হয়।আর আপনার তোলা ছবি গুলও কিন্তু অনেক সুন্দর ছিলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুবই সুন্দর মূহুর্ত কাটিয়েছেন আপু,আপনার আনন্দ আমাদের ও ভালো লাগা।প্রতিটা ফটো অনেক সুন্দর হয়েছে তবে চুরির ছবি অনেক ভালো লাগছে।যখন প্রিয় মানুষ ছিল তার জন্য মেলায় গেলে চুরি নিয়ে আসতাম।যাই হোক আপনার সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

আপনার মেলায় যাওয়া মেলায় ঘুরা এবং কি প্রথমে সেলফি দেওয়া সব মিলিয়ে অন্যরকম একটি সময় কাটিয়েছেন। এবং কি প্রতিটি স্টলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। আর সবচেয়ে বড় কথা হল আপনি অনেক গুছিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমাদের সাথে আপনার মেলায় ঘুরার আনন্দঘন মুহুর্তটি শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

সুন্দর মন্তব্য জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Loading...
 2 years ago (edited)

বস্ত্র ও কুটির শিল্প মেলায়, আপনি যে আনন্দঘন মুহূর্ত পার করেছেন তা আপনার ছবি ও বর্ণনা দেখেই বোঝা যাচ্ছে। কসমেটিকস,কাপড়, পান্ডা, ফুচকা ,ফুলেরছবি সহ, বিভিন্নভাবেই পুরো মেলাটিকে উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। খুবই চমৎকার হয়েছে, আপনার উপস্থাপন এবং স্থিরচিত্র গুলো। ধন্যবাদ ও আমন্ত্রণ রইলো।

গঠনমুল্যক মন্তব্য করে পাশে থাকার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ আপনাকেও,আমন্ত্রন ও ভালবাসা নিবেন।

 2 years ago 

অনেক দিন হলো মেলায় এইভাবে যাওয়া হয় নাহ।আবার করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিভিন্ন জায়গায় মেলা হওয়ার কথা ছিল সেটাও হবে নাহ।আপনার বান্ধবীদের সঙ্গে মেলায় ঘুরতে যাওয়ার বিষয়টি খুবই ভালো লেগেছে। মেয়েদের মেলার যাওয়ার প্রধান কারণ কসমেটিক কেনা।ভালো লাগলো আপনার মেলায় অবস্থান করার দৃশ্য পটভূমি দেখে আপনার জন্য শুভকামনা রইল আপু।❤️❤️

আপনার অনুভূতি থেকে আমার পোস্ট পড়ে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

❤️❤️

 2 years ago 

বস্ত্র কুটির শিল্প মেলায় ভালোই সময় কেটেছে আপনার তা ছবিগুলো দেখেই আন্দাজ করতে পারছি। কেনা-কাটাও করেছেন ভালোই। ভালো লাগলো পোস্টটি পড়ে। ছবিগুলোও খুব ভালো হয়েছে। পান্ডার ছবিগুলো ভালো হয়েছে অনেক। ধন্যবাদ আপু আমাদের মেলায় ঘুরিয়ে আনার জন্য ❤

অনেক সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ জানান।

 2 years ago 

বিষয়টা খুবই ভালো লাগলো সেলফি তুলতে চেয়ে আর দেরী হলো না, সাথে সাথে সেলফি তুললে ফেললেন এবং ছেলেটাও সুন্দর একটি লুকিং দিয়েছে। বিষয়টা খুবই ভালো ছিল, অনেক মজার ছিল। সত্যিই চুড়ির দোকানে ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে এবং আপনি অনেক আনন্দের সাথে এই জায়গাগুলো ভ্রমণ করলেন এবং আমাদের সাথে শেয়ার করলাম। খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা।

আমার লেখা পোস্ট আপনি খুব সুন্দর করে পড়ছেন। কমেন্ট দেখেই বুঝতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.034
BTC 64058.80
ETH 3150.15
USDT 1.00
SBD 3.99