দুধ দিয়ে তৈরি মজাদার পুডিং রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি দুধ দিয়ে তৈরি মজাদার পুডিং রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240509-WA0094.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল দুধ দিয়ে তৈরি মজাদার একটি পুডিং রেসিপি। গরমের মধ্যে মজার মজার ঠান্ডা পুডিং তৈরি করি খেতেই খুবই ভালো লাগে। অনেক বেশি গরম পরছে বর্তমানে আর এর মধ্যে ঠান্ডা ঠান্ডা আর সহজেই তৈরি করা যায় এমন কয়েক রকমের পুডিং বেশ কয়েকবার তৈরি করা হয়েছে আর খেতে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আমি দুধ আর ট্যাং দিয়ে খুবই মজাদার একটি পুডিং রেসিপি তৈরি করেছি খেতে অনেক বেশি সুস্বাদু ছিল। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


দুধ
দুধ পাউডার
ট্যাং পাউডার
চিনি
পানি
আগার আগার পাউডার
ভ্যানিলা এসেন্স
ফুড কালার

IMG-20240509-WA0095.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

পুডিং তৈরি করার জন্য আমি দুইটা লেয়ার ব্যবহার করেছি। তার মধ্যে একটা ছিল জেলির মতো তৈরি করার জন্য প্রথমে আমি ট্যাং দিয়ে চিনি দিয়ে পানি দিয়ে গুলে নিলাম।

1000032753.jpg

1000032755.jpg

ধাপ:-২

এই জেলি শুধু পানি আর ফুড কালার আর চিনি দিয়ে তৈরি করা যায়। কিন্তু আমি ভাবলাম একটু ফ্লেভার এড করি সেজন্য ট্যাং পাউডার ব্যবহার করেছি। লাল রঙের ফুড কালার দিয়ে আমি রং করে নিলাম এবং তার মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিলাম।

1000032756.jpg

1000034034.jpg

ধাপ:-৩

ট্যাং‌ গুলার পর যে কালারটা হয়েছিল সেটাও দেওয়া যেত কিন্তু পুডিং সাদা হবে তাই লাল রংয়ের কম্বিনেশনটা দেখতে সুন্দর লাগবে সেজন্যই মূলত ফুড কালার ব্যবহার করা। সবকিছু দেওয়ার পর আমি এই মিশ্রণ টাকে আগুন মধ্য দিয়ে জাল করে নিলাম এবং একবার ফুটে উঠলে নামিয়ে নিব।

1000032759.jpg

1000034092.jpg

ধাপ:-৪

এই মিশ্রণটা নামিয়ে গরম গরম একটা বাটির মধ্যে সেট করে নিলাম। তারপর ২০ মিনিটের মধ্যেই মিশ্রণ জেলিতে রুপান্তর হয়ে গেল এবং আমি ছুরি দিয়ে কেটে নিলাম।

1000034047.jpg

1000034050.jpg

ধাপ:-৫

এখনই সবকিছুকে সাইডে রেখে আমি চলে গেলাম দুধের মিশ্রণটা তৈরি করতে। আমি একটা পাতিলের মধ্যে দুধ নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুধের পাউডার পরিমাণ মত। এবং কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভার এর জন্য।

1000034053.jpg

1000034059.jpg

ধাপ:-৬

এরমধ্যে স্বাদমতো চিনি দিয়ে আমি একবার ফুটিয়ে নিলাম করে নিলাম।

1000034086.jpg

1000034056.jpg

ধাপ:-৭

এরপর দুধের পরিমাণ মানুষের আগার আগার পাউডার দিয়ে দিলাম । এরপর একবার ফুটাতে দুধের মিশ্রণটা ঘন হয়ে এলো।

1000034065.jpg

1000034077.jpg

ধাপ:-৮

চুলা থেকে দুধের মিশ্রণটা নামিয়ে গরম গরম একটা বাটিতে সেট করে নিলাম এবং আগে থেকে তৈরি করে জেলিটাও দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম।

1000034068.jpg

1000034071.jpg

ধাপ:-৯

এরপর ২০ মিনিটের মতো রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে আরো ৩০ মিনিট আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, পুডিং টা ভালো করে জমার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে চুরি দিয়ে কেটে নিলাম।

1000034074.jpg

1000032801.jpg

শেষ ধাপ:-

আরে এই ভাবে তৈরি করে নিয়েছে মজাদার দুধের পুডিং। এই পুডিং খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর দুধ আর ট্যাং দিয়ে তৈরি করায় একসাথে খেতে অনেক বেশি লাগছিল। আশা করি আজকের এই পুডিং রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG-20240509-WA0094.jpg

IMG-20240509-WA0093.jpg

IMG-20240509-WA0090.jpg

IMG-20240509-WA0092.jpg

IMG-20240509-WA0091.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 2 months ago 

এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখছি নিজেরাই একা একা খেয়ে ফেললেন। একবার বললেও পারতেন চলে যেতাম। তবে এখন শুধু দেখে প্রশংসা করা ছাড়া তো আর কোন উপায় নেই। দুধের পুডিং মানেই তো অমৃত। আবার ভেতরে দেখছি খুব সুন্দর ট্যাং দিয়ে জেলি তৈরি করে দিয়েছেন। নিশ্চয়ই এর স্বাদ আরো বেশি বেড়ে গেছে। সব মিলিয়ে আপনার পুরো রেসিপি এর পরিবেশন ভীষণ ভালো লেগেছে।

 2 months ago 

দুধের তৈরি পুডিং রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে খুবই সুন্দর করে দুধ দিয়ে তৈরি মজাদার পুডিং রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি দুধের পুডিং রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি একদম সহজ পদ্ধতি অবলম্বন করে দুধের তৈরি পুডিং রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি পুডিং রেসিপি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে আপু।

 2 months ago 

পুডিং ভীষণ পুষ্টিকর একটি খাবার।অসাধারণ সুন্দর লাগছে। পুডিং খেতে অনেক মজাদার। বাচ্চাদের বেশি পছন্দ। আপনি চমৎকার সুন্দর করে রেসিপিটি তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এটা ঠিক বলেছেন আপু, প্রচন্ড গরমে পুডিং খেতে কিন্তু বেশ অসাধারণ লাগে। আর এটা যদি হয় দুধের পুডিং তাহলে তো আরো বেশি মজাদার। কিছুদিন আগে আমি নিজেও সেমাইয়ের পুডিং তৈরি করেছিলাম। তবে আপনার আজকে ট্যাং এবং দুধের সমন্বয়ে পুডিং তৈরি ভীষণ অসাধারণ লেগেছে। এক পিস নিয়ে খেতে পারলে আরো বেশি ভালো লাগতো। নিশ্চয়ই আপনারা সবাই বেশ মজা করেই খেয়েছেন।

 2 months ago 

পুডিং রেসিপি খেতে আমি খুবই পছন্দ করি। কিছুদিন আগে আমার বাসায় পুডিং রেসিপি তৈরি করেছিল। আজকে আপনার দুধ দিয়ে এই মজাদার পুডিং রেসিপি দেখতে পেয়ে ভালো লাগলো। আর এই রেসিপি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আরো বেশি মজাদার হয়।

 2 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন দুধ দিয়ে তৈরি মজাদার পুডিং রেসিপি। আসলে এই ধরনের রেসিপি তৈরি করতে হলে অনেক উপকরণ দিতে হয় তাহলে খেতে বেশি মজা লাগে। আসলে কিছুদিন আগেও আমি এই রেসিপি বাড়িতে তৈরি করে খেয়েছিলাম। সব থেকে বেশি মজা লাগে ভ্যানিলা এসেন্স এর পরিমাণ একটু বেশি দিলে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলে গরমের সময় পুডিং রেসিপি খেতে অনেক ভালো লাগে। কারণ এই পুডিং তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করলে আরো বেশি মজা লাগে। আপনি দুধ দিয়ে খুবই সুস্বাদু মজাদার পুডিং রেসিপি তৈরি করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো রেসিপি অসাধারণ হয়েছে।

 2 months ago 

পুডিং পছন্দ করেনা এমন মানুষ আমার মনে হয় কমই আছে। তার মধ্যে আমি একটু বেশি পছন্দ করি মনে হয়। পুডিং এ রয়েছে প্রচুর পুষ্টিগুণ। আর প্রচন্ড গরমে যদি হয় ফ্রিজের ঠান্ডা পুডিং তাহলে তো খেতে এমনি তৃষ্ণা বেড়ে যায়। আজ আপনার পুডিংটি দেখে তো মনে হচ্ছিল এক চামচ যদি মুখে দিয়ে খেয়ে দেখতাম। প্রথমে ট্যাং দিয়ে যেভাবে একটি জেলো বানিয়ে নিলেন জেলো দেখেই তো আমি আপনার পুডিং এর প্রেমে পড়ে গেছি।ধন্যবাদ আপু। দুধ দিয়ে খুব সুন্দর একটি পুডিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আসলেই বর্তমান সময়ে অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের সময়ে ইউনিক ধরনের পুডিং খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে বলে আমার মনে হয়। ব্যক্তিগতভাবে আমার এটাই মনে হয় যে পুডিং পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। দুধ দিয়ে তৈরি আপনার এই পুডিং রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি লোভনীয় ছিল। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67