খারাপ সঙ্গী থাকার চেয়ে জীবনে একা থাকা ভালো।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খারাপ সঙ্গীর চেয়ে জীবনে একা থাকা ভালো কথাটি নিয়ে আপনাদের মাঝে কিছু কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আজকে আরেকটি নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নতুন নতুন পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে খুবই ভালো লাগে বিশেষ করে এই ধরনের পোস্টগুলো বেশি ভালো লাগে আপনাদের মাঝে শেয়ার করতে। খারাপ সঙ্গীর চেয়ে জীবনে একা থাকা ভালো এই কথাটি নিয়ে আজকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করতেই অনেক বেশি পছন্দ করে। সবসময় আমরা সঙ্গি নিয়ে চলে থাকি সবসময়ই নতুন নতুন সঙ্গী আমাদের জীবনে যুক্ত হয়। এর মধ্যে খুব কমই মানুষ রয়েছে যারা আসলে ভালো। আমাদের জীবনে যত বন্ধু-বান্ধব এবং ভালো সঙ্গী রয়েছে তার অর্ধেক টাই আমি মনে করি যে খুবই খারাপ ভালো নয় আমাদের জন্য।
খারাপ সঙ্গীকে যদি আপনি চিনতে না পেরে জীবনের চলার পথে তার সাথে এগিয়ে যান তাহলে আপনার জীবনটা সে খুবই খারাপ করে তুলবে। আমি মনে করি খারাপ সঙ্গী থেকে জীবনে একা থাকাই ভালো কারণ একা থাকলে অন্তত কোন রকম ক্ষতি হবে না। কিন্তু খারাপ সঙ্গী নিয়ে জীবনে চললে ভালো কিছুই তো হবে না তার থেকে অনেক বেশি খারাপ হবে আপনার জীবনে। আমরা কতই বন্ধু-বান্ধব তৈরি করে থাকি তাদের সাথে জীবনের সবকিছু শেয়ার করে থাকি এবং তাদের থেকে ভালো পরামর্শ নিয়ে থাকি। আমরা চিন্তা করি আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে ভালো একটা পরামর্শ দিয়ে সাহায্য করবে। কিন্তু সেই কাছের মানুষগুলো যদি খারাপ হয় আপনার খারাপ চিন্তা করে আপনার খারাপ চায় তাহলে তো আপনার জীবনটাই সেখানেই শেষ। কারণ আপনি ভাল মনে করে তার সাথে সবকিছু শেয়ার করবেন তার থেকে ভালো একটা পরামর্শ নিবেন এবং আপনার জীবনে সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু সে তো আপনাকে ভালো পরামর্শ দেয়নি আপনার খারাপের জন্য পরামর্শটা দিয়েছে। তাতে আপনার ক্ষতি হয়েছে ভালো কিছু হয়নি।
এরকম খারাপ সঙ্গী থেকে জীবনে একা থাকা তো অনেক বেশি ভালো। বর্তমানে মানুষ অনেক হিংস্র হয়ে উঠেছে কারো ভালো হোক সেটা কেউ সহ্য করতে পারে না। সবাই নিজের নিজের ভালো নিয়ে পড়ে রয়েছে। নিজে ভালো থাকার উদ্দেশ্যে চলছে সেই ভালো থাকার কারণে অন্য কারো কি ক্ষতি হচ্ছে কিনা সেটাও মানুষ খেয়াল রাখে না। যেভাবে হোক অন্যের ক্ষতি করে হলেও নিজের ভালোটা করতেই হবে আর তাছাড়া নিজের ভালো না হোক অন্তত অন্য কিছু ভালো হতে দেখলে সেটাও এখন মানুষ সহ্য করতে পারে না। আর আপনার সে ভালো থাকা সহ্য করতে না পারা মানুষটি যদি আপনার সঙ্গী হয় আপনার বন্ধু-বান্ধব হয় তাহলে তো খুবই খারাপ হয়ে থাকে। কারণ আপনি তাকে বিশ্বাস করে অন্ধের মত সবকিছুই করেন কিন্তু সে আপনার কে আপনার পেছনে হিংসা করে যাচ্ছে আপনার ক্ষতি চাইছে।
আপনি ভালো কিছু করছেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে সে আপনার সামনে আপনাকে দেখানোর জন্য খুশি কিন্তু আপনার পেছনে মনে মনে আপনাকে অনেক বেশি হিংসা করে যাচ্ছে। এরকম সঙ্গী জীবন থেকে উপচে ফেলে দেওয়া উচিত। কারণ এরকম সঙ্গী দ্বারা আমাদের ভালো কিছু হয় না উল্টো খারাপই হয়। তবে তারা যে এভাবে একজন মানুষকে হিংসা করছে ভালো দেখতে পারছে না বা হিংসা করে তারাও আপনার মত হতে চেষ্টা করছে আপনাকে অনুসরণ করে চলার চেষ্টা করছে তারাও কিন্তু সুখী নয়। অন্যের সুখ দেখে সেই সুখ নিজের জীবনেও আনার চেষ্টা করলে তার মধ্যে প্রকৃত সুখ পাওয়া যায় না। খারাপ সঙ্গী জীবনে থাকলে আপনি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না কারণ সে আপনাকে সবসময় নিচের দিকে টেনে নামাতে চাইবে সেটা আপনি আসলে বুঝতেও পারবেন না।
সেজন্য আমি মনে করি যে যখনই আপনি বুঝতে পারবেন আপনার সঙ্গে আপনার খারাপ চাইছে আপনার প্রতি সে হিংসা তক মনোভাব রাখছে তখনই সে সঙ্গীকে আসলে জীবন থেকে বের করে দেওয়া উচিত। কারণ খারাপ সঙ্গী থাকার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো। একা থাকলে অন্তত আপনি কোন দিক দিয়ে কোন মানুষের কারণে কোনো সঙ্গী বন্ধু-বান্ধবের কারণে ক্ষতিগ্রস্ত হবেন না। যাইহোক আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
শ্রেণী | জেনারেল |
---|---|
ফটোগ্রাফার | @fasoniya |
ডিভাইস | Vivo Y15s |
লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://twitter.com/APatwary88409/status/1784830073251717462?t=Roh9eMmZLw6mnpnIk7sQhA&s=19
আপনি ঠিক বলেছেন আপু, খারাপ সঙ্গীর চেয়ে একা থাকা ভালো। খারাপ সঙ্গী কখনো প্রশান্তি দেয়না বরং বিড়ম্বনায় ফেলে দেয় পদে পদে। কিন্ত বর্তমান সময়ে সঙ্গী নির্বাচন একটি জটিল ও কঠিন বিষয়। লেখাটি সুন্দর হয়েছে। ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
যে আপনার খারাপ চাইবে সে আপনার সামনে তো আপনার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু পেছন থেকে সবসময় চেষ্টা করবে আপনাকে বিপদে ফেলার বা বিভিন্ন সমস্যার মধ্যে ফেলার। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
একদম সত্যি কথা।খারাপ সঙ্গীর চাইতে একা থাকা অনেক ভালো।অনেকে বলতে পারে একা থাকা যায় নাকি।তবে আমি মনে করি একজন বন্ধু বা সঙ্গী যদি আপনার মনে শান্তি ই না দিলো তবে এমন মানুষ পাশে থাকলে যন্ত্রনা আরও বাড়বে বৈ কমবে না।তাই একা শান্তিতে থাকা ঢের ভালো।
হ্যাঁ আপু এটা অনেকেই বলতে পারে যে একা থাকা যায় নাকি। একা তো থাকার প্রয়োজন নেই তবে অনেক বন্ধু-বান্ধব নিয়ে থাকার চেয়ে হাতেগোনা দু একটা ভালো চাওয়া মানুষের সাথে চলা অনেক বেশি ভালো। কারণ তারা আপনার কখনোই ক্ষতি করবে না। হোক না বন্ধুদের সংখ্যা কম বা কাছের মানুষের সংখ্যা কম। হাজারটা খারাপ বন্ধু হচ্ছে একটা ভালো বন্ধু অনেক বেশি উত্তম।
দারুন এক অনুভূতিতে লেখা আপনার আজকের জেনারেল রাইটিং। আসলে একা থাকার মধ্যেও শান্তি রয়েছে কিন্তু খারাপ দুশ্চরিত্রের মানুষ যদি আপন থাকে তার দ্বারা যে কোন মুহূর্তের ক্ষতি হবে এটাই স্বাভাবিক। জনসচেতন মূলক একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাই আপনাকে আমার এই জেনারেল রাইটিং পোস্ট আপনি পড়েছেন এবং তা পড়ে সুন্দর একটি মন্তব্য করেছেন।
আমাদের জীবনে চলার পথে আমরা অনেক মানুষের সাথে চলাফেরা করি। আর চলার পথে যদি আমরা খারাপ সঙ্গী পাই তাহলে আমাদের জীবনটা একদম খারাপ হয়ে যায়। আসলে খারাপ সঙ্গী মানুষগুলো সব সময় হিংসে করে। তারা মানুষের ভালো দেখতে পারে না। তবে অনেকে বলে খারাপ সঙ্গী থেকে একা থাকাটাই উত্তম। আবার অনেকে বলে দুষ্টু গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তবে আমি মনে করি আমরা চলার পথে খারাপ মানুষগুলো চিনতে পারলে আমাদের জন্য ভালো হয়। না চিনতে পারলে আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। সুন্দর একটি পোস্ট করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আসলে জীবনটা খারাপ হয়ে যায় তার সাথে সাথে জীবনের অনেকটা সময়ও খারাপ হয়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
সত্যি কথা বলতে আপু, এখনকার মানুষ অনেক বেশি স্বার্থপর এবং হিংস্র। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ ছাড়া কিছুই বোঝেনা। তবে একটা কথা জানেন তো আপু, আপনার ভালো দেখলে যে কেউ হিংসা করবে , এটাই স্বাভাবিক। আসলে আপু, জীবনে একা একা কখনো থাকা যায় না। তবে খারাপ সঙ্গী জীবন থেকে বের করে দেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা না হলে আমাদের জীবন আরো অনেক বেশি বিপদের সম্মুখীন হতে পারে।
একদমই ঠিক বলেছেন খারাপ সঙ্গী কে জীবনে রাখাই উচিত না। এটা ঠিক আছে ভালো কিছু করলে সবাই হিংসা করবে হিংসা করবে সাথে সাথে অনেক ক্ষতিও করার চেষ্টা করে।
বাস্তব কিছু কথা লিখেছেন আপু। সঙ্গী খারাপ হলে তার খারাপ পরামর্শের কারণে আমরা নিজেরাও খারাপ পথেই চলে যাব। তাই এরকম খারাপ সঙ্গী থাকার চেয়ে একা থাকা অনেক বেশি শ্রেয়। ঠিকই বলেছেন যখনই আমরা বুঝতে পারবো আমাদের সঙ্গী আমাদের খারাপ চাইছে তখনই তাদের থেকে দূরে সরে আসা উচিত। কারণ খারাপ সঙ্গী আসলেই কাম্য নয়। ভালো লাগলো আপনার লেখাগুলো পড়ে। ধন্যবাদ আপু।
হ্যাঁ আমাদের চলার পথে আমি সঙ্গী যদি খারাপ হয় তাহলে ভালো কিছু কখনোই হয় না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু একদম 100% খাঁটি কথা বলেছেন। বর্তমান সময়ে অনেক মানুষ আছে চলার পথে মানুষকে অনেক হিংসে করে। আর এসব লোকগুলো কারো যদি চলার পথে বন্ধু হয় তাহলে অনেক বড় ক্ষতি করে ফেলবে। এবং পড়ালেখার ক্ষেত্রেও এরকম অনেক বন্ধু থাকে সবার। এই বন্ধুগুলো চিনতে পারে সে নিজের ভালো নিজে বুঝতে পারে। আর যে বন্ধু ঠিকমতো চিনতে পারেনা সে জীবনে কিছু ভালো করতেও পারে না। খুব মূল্যবান কিছু কথা পোস্টের মধ্যে তুলে ধরেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আমার আজকের এই আলোচনার বিষয়টি আপনি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।