একটি গ্লাসের ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ11 days ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে ।আজকে একটি ভিন্ন ধরনের নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পোস্ট করছি একটি আর্ট। আজকে আমি আর্ট করেছি একটি গ্লাসের ম্যান্ডেলা আর্ট। আশা করি আপনাদের কাছে আমার আর্ট টি ভালো লাগবে।

1000048192.jpg

আজকে আরো একটি নতুন আর্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি একটি ম্যান্ডেলা আর্ট করেছি। অনেক দিন পর একটা ম্যান্ডেলা আর্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি । অনেকদিন ধরে ম্যান্ডেলা আর্ট করা হয় না তাই ভাবলাম আজকে একটা ম্যান্ডেলা আর্ট করে। ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক সময় প্রয়োজন হয়। ম্যান্ডেলা আর্ট যত সময় দিয়ে করা হয় তত দেখতে সুন্দর হয়। আমি আজকে একটি গ্লাসের ম্যান্ডেলা আর্ট করেছি।আমি আজকের আর্ট কিভাবে করেছি তা আপনাদের সামনে বর্ণনা করে দেখাবো। আশা করি আমার আজকের আর্ট দেখে আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের আর্ট ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। তাহলে পরবর্তীতে আরো সুন্দর কিছু আঁকার চেষ্টা করব।

আর্টের বিবরণ:-

উপকরণ:-

•আর্ট বই
•কালো কলম
•পেন্সিল
•স্কেল
•রবার

ধাপ:-১

প্রথমে আমি পেন্সিল দিয়ে একটি গ্লাস আর্ট করেছি।

1000048165.jpg

ধাপ:-২

এরপর আমি কালো কলম দিয়ে আর্ট করে নিলাম।

1000048167.jpg

1000048168.jpg

ধাপ:-৩

প্রথমে আমি ছোট্ট একটা ফুল আর্ট করেছি।

1000048169.jpg

ধাপ:-৪

এরপর আমি ফুলের আশেপাশে আরও ফুলের ডিজাইন করলাম।

1000048170.jpg

1000048171.jpg

ধাপ:-৫

এরপর বড় একটা বৃও আর্ট করে তার মধ্যে আরো কিছু ডিজাইন যোগ করেছি।

1000048173.jpg

1000048174.jpg

ধাপ:-৬

এরপর আমি বাকি অংশের মধ্যে আরো ছোট ছোট ডিজাইন করেছি।

1000048175.jpg

1000048177.jpg

ধাপ:-৭

এরপর আমি গ্লাসের নিচের অংশে কালো কলম দিয়ে রং করে নিলাম।

1000048179.jpg

1000048181.jpg

শেষ ধাপ:-

এই ছিল আমার আজকের গ্লাসের ম্যান্ডেলা আর্ট। ম্যান্ডেলা আর্ট করতে সময় ধৈর্যের প্রয়োজন হয়। কারণেই আর্ট ডিজাইনগুলো যতটা নিখুঁতভাবে করা যায় ততটাই সুন্দর হয়। আশা করি আজকের এই গ্লাসের ম্যান্ডেলা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে।

1000048192.jpg

1000048191.jpg

1000048190.jpg

1000048193.jpg

1000048189.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
আর্টিস্ট@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি। আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 11 days ago 

গ্লাসের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আমার অনেক ভালো লেগেছে। এত সুন্দরভাবে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 days ago 

1000048231.jpg

 11 days ago 

আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।

 11 days ago 

অনেক সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট আপনি আজকেও অঙ্কন করেছেন। আমার কাছে আপনার পুরো ম্যান্ডেলার ডিজাইন টা দেখতে অনেক ভালো লেগেছে। নিখুঁত নিখুঁত ডিজাইনের মাধ্যমে এটি অংকন করায় দেখতে একটু বেশি ভালো লাগছে। আপনি এর আগেও অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছিলেন।

 11 days ago 

গ্লাসের আকৃতি দিয়ে চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে এত সুন্দর একটি ম্যান্ডেল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 11 days ago 

একটি গ্লাসের ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। ছোট ছোট ডিজাইন গুলো আর্ট এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 11 days ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করলেন আপু আপনি। আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটা গ্লাসের ম্যান্ডেলা আর্ট করলেন। ছোট ছোট আর্ট গুলো দেখতে খুবই সুন্দর হয়তছে।

 10 days ago 

একদমই ঠিক বলেছেন আপু ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে এবং সময় নিয়ে আর্ট করলে সুন্দর হয়।আপনি আজকে চমৎকার সুন্দর করে একটি গ্লাসের ম্যান্ডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর গ্লাসের ম্যান্ডেলাটি আর্ট করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।

 10 days ago 

আপনি বরাবরই আমাদের মাঝে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে উপস্থাপন করেন।আপনার প্রতিটি ম্যান্ডেলা আমার কাছে ভীষণ ভালো লাগে।আজকের গ্লাসের ম্যান্ডেলা টি অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.039
BTC 94802.39
ETH 3313.10
USDT 1.00
SBD 3.32