একজন সুতা ব্যবসায়ীর গল্প।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদের মাঝে আমি ছোট্ট একটি গল্প শেয়ার করব। সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। গল্পটি অনেকদিন আগে আমি একজন শিক্ষক থেকে শুনেছিলাম। এই গল্পটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আজকে ভাবলাম আপনাদের সবার সাথে গল্পটি শেয়ার করি।

B612_20230324_103008_989.jpg

একজন লোক অনেক বড় সুতা তৈরীর কারখানার মালিক ছিলেন। তার কাজ ছিল সুতা তৈরি করা এবং সুতা গুলো বিভিন্ন দেশে পাঠানো। এভাবে প্রতিনিয়ত তার ব্যবসায় দিনে দিনে অনেক উন্নতি সাধন করতেছে। একদিন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করল, আপনার এই সুতা গুলো বিভিন্ন দেশে কিভাবে পাঠান। তখন ঐ মালিক বলল আমি বড় ট্রাকে করে বিভিন্ন দেশে পাঠাই। তখন ওই ব্যক্তিটি বলল যদি আপনার একটি ট্রাকে সুতার মধ্যে গিট লেগে যায় তখন ওই গিট গুলি খুলতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে, কত দিন সময় লাগবে এবং কত টাকা খরচ হবে চিন্তা করেছেন।

তখন ওই কোম্পানির মালিক এটা চিন্তা করতেছে যে, যদি কোন কারনে সুতা গুলোর মধ্যে গিট লেগে যায় তখন তার এই গিট গুলি খোলার জন্য অনেক শ্রমিকের প্রয়োজন হবে, অনেকদিন সময় লাগবে, অনেক টাকা ব্যয় করতে হবে। তখন শুধু সে প্রতিনিয়ত এটি চিন্তা করতেছে যদি সবগুলো ট্রাকের সুতা গুলোর মধ্যে গিট লেগে যায় তখন তার অনেক টাকা খরচ হয়ে যাবে, অনেক সময় লস হয়ে যাবে , অনেকগুলি শ্রমিকের প্রয়োজন হবে। এগুলা চিন্তা করতে করতে তার মানসিক সমস্যা চলে এসেছে। সে প্রতিনিয়ত শুধু এগুলো চিন্তা করতেছে আর ভাবতেছে তার ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ।

পরবর্তীতে তার এই অবস্থা দেখে তার আত্মীয় স্বজনরা তাকে বিভিন্ন ডাক্তার দেখালো বিভিন্ন জায়গায় নিয়ে গেল কিন্তু কোন কাজ হলো না। সে শুধু প্রতিনিয়ত এগুলো নিয়ে চিন্তা করতেছে। পরবর্তীতে তাকে তার এক ঘনিষ্ঠ বন্ধু একজন ডাক্তারের কাছে নিয়ে যায় । ডাক্তারটি সর্বপ্রথম তার সব ঘটনা শুনে । তার এই মানসিক সমস্যা হওয়ার পেছনের মূল কারণটি ডাক্তারটি বুঝতে পারে । ডাক্তার পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করল আপনার এই সুতা গুলোর গিট খোলা থেকে শুরু করে আপনার কত টাকা ব্যয় হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে। তারপর উনি বলল আমার এক বছর সময় লাগবে সুতার গিট গুলি খুলতে এবং ১০০ জন শ্রমিক প্রয়োজন হবে এবং ৫০০০ ডলার খরচ হবে। তখন ডাক্তার জিজ্ঞাসা করল আপনার এই সুতা গুলো বিক্রি করলে আপনি কত টাকা পাবেন । তখন তিনি বলল এই সুতাগুলি বিক্রি করলে আমি ২০০০ ডলার বিক্রি করতে পারব।

পরবর্তীতে ডাক্তার তাকে জিজ্ঞাসা করল যদি এমন হয় যে ট্রাকের সুতা গুলির মধ্যে গিট লেগে যাবে সে ট্রাকের সুতাগুলি আগুনে ফুরিয়ে ফেলি তাহলে আপনার ২০০০ ডলার লস হবে কিন্তু আপনার এক বছর সময়, ১০০ জন শ্রমিক এবং ৫০০০ ডলার বেঁচে যাবে। যদি এরকম কোন ঘটনা ঘটে ট্রাকের মধ্যে গিট লেগে যায় তখন যদি সুতোগুলো ফুরিয়ে ফেলি এতে আপনার কোন সমস্যা হবে কিনা ৫০০০ ডলার লস হওয়া চাইতে আপনার ২০০০ ডলার লস হবে এবং সময়টা আপনার বেঁচে গেল। তখন ঐ ব্যক্তি চিন্তা করতেছে আসলে কথা তো সত্য। আমি যদি শুধু এগুলো ফুরিয়ে ফেলি বা কোথাও ফেলে দিই সে ক্ষেত্রে তো আমার সময় এবং টাকা দুটোই বেঁচে গেল । পরবর্তীতে ওই ব্যক্তি এর আগে যে বিষয়গুলো নিয়ে চিন্তা করতে করতে মানসিক সমস্যা চলে এসেছে এখন ডাক্তারের কথা শোনার পর তিনি আর এ বিষয় নিয়ে চিন্তা করেন না এবং তার মানসিক সমস্যা আস্তে আস্তে চলে গেছে এবং সে পুনরায় আবার তার ব্যবসাটাকে সঠিকভাবে পরিচালনা করে আবার ভালো একটা জায়গায় নিয়ে গিয়েছে।

পোস্ট বিবরণ

শ্রেণীগল্প
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 last year 

সুতা ব্যবসায়ীর কাহিনী শুনে বেশ ভালো লাগলো। আর ডাক্তার কত সহজেই সমাধান করে দিল। আসলে আপু এরকম মানসিক সমস্যার সমাধান খুব কমই হয়। যাই হোক অবশেষে ব্যবসায়ী তার মানসিক অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পেরেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

আসলে এই গল্পটির মূল বিষয় হচ্ছে, মানুষের জীবনে অনেকগুলি সমস্যা থাকে কিন্তু দেখা গেছে তার সমস্যা সমাধান গুলি খুব ছোট । কিন্তু সে তার সমস্যা সমাধানের উপযুক্ত জায়গায় যেতে পারেনি যার জন্য তার সমস্যার সমাধান হয়নি । আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধানের জন্য সঠিক জায়গায় যেতে পারলে সমস্যা অতি দ্রুত সমাধান হয়ে যায় ।

 last year 

সুতা ব্যবসায়ী লোকটির গল্প পড়ে সত্যি ভীষণ ভালো লেগেছে আমার কাছে এমনিতে। আসলে লোকটির কথা প্রথমে শুনে ভীষণ ভালো লেগেছিল কিন্তু তার মানসিক সমস্যার কথা শুনে ভীষণ খারাপ লেগেছে আমার কাছে। ট্রাকের সুতা গুলোর মধ্যে গিট লেগে যাবে এই টেনশনে লোকটির মাথায় মানসিক সমস্যা চলে এসেছিল। যখন তার কাছের একজন ডাক্তারের কাছে নেওয়া হল তিনি কিন্তু ওনাকে বেশ ভালো ভাবেই বিষয়টি বুঝিয়ে বলেছেন এবং এরপর থেকে ওনার টেনশন চলে গিয়েছে এবং মানসিক সমস্যা থেকে দূরে আসতে পেরেছেন। ভালোই লাগলো সম্পূর্ণ পোস্ট পড়ে।

 last year 

এই ঘটনাটি একটি বাস্তব ঘটনা কিন্তু আমি হয়তোবা ঠিকভাবে বিষয়টি ফুটিয়ে তুলতে পারিনি । আমার পোস্টটি পড়ে কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 last year 

সুতা ব্যবসায়ী লোকটির এরকম একটা কাহিনী সত্যি খুবই মর্মান্তিক ছিল। টাকের সুতা গুলোর মধ্যে গিট লেগে গেলে কত টাকা খরচ হবে, ওই গিটগুলো খুলতে কতজন শ্রমিকের প্রয়োজন হবে এবং কত টাকা খরচ হবে এটা চিন্তা করতে করতে উনার মধ্যে মানসিক সমস্যা চলে আসে। আমার কাছে কিন্তু শেষের বিষয়টি ভীষণ ভালো লেগেছে। ডাক্তার কিন্তু ওই লোকটিকে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে বলেছেন। বেশি ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন বাস্তবিক এই বিষয়টি।

 last year 

এই গল্পটা থেকে বোঝা যায় , মানুষের জীবনের যত বড় সমস্যাই হোক না কেন তার সমাধান খুব সহজেই পাওয়া যায় । কিন্তু সমাধানের যথোপযুক্ত জায়গা খুঁজে পাওয়াটা কষ্টকর ।

 last year 

ডাক্তার তাহলে উনাকে ভালোই বুদ্ধি দিয়েছেন। আসলে সুতার গিট খোলার চেয়ে যদি সেগুলো পুড়িয়ে ফেলা হয় তাহলে ক্ষতির পরিণাম কম হবে। আর শ্রমিক খরচ এবং সময় কোনটাই কাজে লাগবে না। আপু আপনার লেখা পড়ে অনেক ভালো লাগলো। একেবারে ভিন্ন ধরনের লিখা ছিল। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই দারুন একটি লেখা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আমার এই লেখাটি আপনার কাছে পড়ে খুব ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হয়েছি। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

সুতা ব্যবসায়ীর গল্প পড়ে যেমন ভাল লেগেছে তেমনি শিক্ষণীয় ছিল। আসলেই তাই আমাদের জীবনে অনেক বড় সমস্যা আসে যার সমাধান অল্পতেই হয়ে যায় কিন্তু আমরা সহজেই ভরকে যাই। অনেক গুছিয়ে গল্প লিখেছেন। ধন্যবাদ আপু।

 last year 

একদম ঠিক বলেছেন আমাদের বড় সমস্যা গুলো মাঝে মাঝে অনেক অল্পতেই সমাধান হয়ে যায়। ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.033
BTC 64534.17
ETH 3150.15
USDT 1.00
SBD 4.01