জীবনে সুখী হতে হলে স্বার্থপর হওয়ার প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ7 months ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুখি হতে চাও? খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে এই কথাটি নিয়ে কিছু আলোচনা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

B612_20231226_211201_583.jpg

জীবনে সুখী হতে হলে মানুষকে স্বার্থপর হতেই হয়। আমি বেশিরভাগই দেখেছি যারা স্বার্থপর নিজের কথা নিজে সবসময় চিন্তা করে জীবনে তারাই সুখী হতে পেরেছে। যাদের মধ্যে স্বার্থপরতা নেই এবং অন্যের ভালো মন্দের কথা বেশি চিন্তা করে তারা জীবনে কখনোই সুখী হতে পারে না। কারণ যাদের মধ্যে স্বার্থপরতা নেই তারা কখনো নিজের কথা ভাবে না নিজের ভালো চিন্তা করে না অন্যের ভালো কথা সবসময় চিন্তা করে। অন্যের কোন জিনিসে ভালো লাগবে সেই জিনিসগুলোর কথাই চিন্তা করে সব সময়। কিন্তু যাদের জন্য চিন্তা করে তারা তো আর তার জন্য ভালো কিছু চিন্তা করে না। সেজন্য তারা তার থেকে ভালো দিকগুলো উপভোগ করে চলে যায় তার ভালোর কথা চিন্তা করে না যার কারণে সে কখনো সুখী হতে পারে না।

স্বার্থপরতা এমন একটা জিনিস যেটা সবসময় নিজেকে নিজের মধ্যেই থাকতে বাধ্য করে এবং সব সময় নিজের ভালোটা চিন্তা করতে বাধ্য করে। একজন মানুষের মধ্যে স্বার্থপরতা থাকলে সে কখনো অন্য মানুষকে সামান্য ভুলের জন্য ক্ষমা করতে পারে না। সে সেই সামান্য ভুলকে অনেক বড় একটা ভুল মনে করে এবং একজন মানুষকে কখনোই ক্ষমা করে না। একজন ভালো মানুষের প্রধান লক্ষণ হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। আর একজন মানুষকে বারবার ক্ষমা করে দিলে সে কিন্তু আপনার সাথে বার বার অন্যায় করার সাহস পেয়ে যাবে আর স্বার্থপর মানুষের যেহেতু মানুষকে কখনোই ক্ষমা করার মতোই মহৎ গুণ রাখে না। সেজন্য স্বার্থপর মানুষের সাথে মানুষ অন্যায় করার সেরকম সুযোগ পায় না। স্বার্থপর মানুষকে আত্মীয়-স্বজন থেকে শুরু করে সবাই ভয় পায় সাহায্য থেকে শুরু করে তার ক্ষতি করার বা তার সাথে বড় গলায় কথা বলার ক্ষেত্রে।

স্বার্থপর মানুষ জীবনে অন্ধ হয়ে বেঁচে থাকে। স্বার্থপরতা মানুষ অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। একজন মানুষের মধ্যে যদি স্বার্থপরতা থাকে সে সব থেকেও অন্ধের মত হয়ে থাকে কারণ সে নিজের স্বার্থপরতা অনেক বড় করে দেখে নিজের ভালো-মন্দ সবকিছুই অনেক বড় করে দেখে। অন্যের ভালো মন্দের কথা খেয়াল রাখে না যার কারণে সমাজের মানুষ তাকে অন্ধ বলেই বিবেচনা করে। কারণ মানুষের মধ্যে মানবিকতা বলেও কিছু থাকে একজন স্বার্থপর মানুষের মধ্যে সেই মানবিকতা থাকে না। যার কারণে সে মানবিক একজন মানুষ হিসেবে সমাজে যা যা করা উচিত সেগুলা ও করতে চায়না । যার কারণে সমাজের মানুষের কাজই সে অন্ধ হিসেবে বিবেচিত হয়।

সব দিক বিবেচনা করলে স্বার্থপর মানুষ নিজের জীবনে নিজের মতো করে সুখী। অন্যের কথা ভাবতে হচ্ছে না অন্যের ভালো-মন্দ হাসি আনন্দের কথা ও তাকে চিন্তা করতে হচ্ছে না যার কারণে নিজের জীবন নিয়ে সে নিজে সুখে থাকে। সেজন্যই আমার মনে হয় সুখে থাকতে হলে মানুষকে স্বার্থপর হতে হয়। এরকম অনেকেই আছে যারা নিজের কথা নিজের ভেবে স্বার্থপর হয়েছে এবং সুখে রয়েছে। তবে চাইলে কি স্বার্থপর হওয়া যায় নিজের সুখের কথা ভেবে কি আশেপাশে আপন মানুষগুলোর সুখ দুঃখের কথা না ভেবে কি থাকা যায় যারা আসলেই স্বার্থপর তারা সেটা পারে। যাইহোক আজকে এই পর্যন্ত আশা করি আমার আজকের এই বিষয়টি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  
 7 months ago 

যারা বেশি স্বার্থপর তারাই জীবনে সুখী হতে পারে। যারা সব সময় নিজের কথা না ভেবে অন্যের কথা ভাবে, তারা কখনোই সুখী হতে পারে না। যে ঠিক কথা বলেছেন স্বার্থপরতা এমন একটা জিনিস সবসময় নিজের ভালোটা চিন্তা করতে বাধ্য করে। স্বার্থপরতা ভালো কিছু আমাদের এনে দেয় না। স্বার্থপর মানুষ কখনো অন্যের কথা ভাবেনা, নিজে পেলে আর কোন কিছুই ভাবে না। দারুন লিখেছেন

Posted using SteemPro Mobile

 7 months ago 

আসলে কি সার্থপর মানুষেরা জিবনে সুখি হতে পারে।আমার তো মনে হয় কোন না কোন ভাবে তারাও অসুখী জিবন যাপন করে।সমাজে অনেকেই আছে নিজের সার্থ ছারা কিচ্ছু ভাবে না।সব কিছুতেই নিজের সার্থ খুজে বেড়ায়।পোষ্ট টি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 7 months ago 

আপনি সেটা একদমই ঠিক কথা বলেছেন যতই টাকা পয়সায় এবং সবকিছু নিজেই স্বার্থপরতা দেখিয়ে বুঝে নিয়ে সুখী হতে চেষ্টা করে না কেন। তারপরও তারা ঠিকভাবে সুখী হতে পারেনা কারণ অন্য মানুষকে ঠকিয়ে নিজে সুখী হওয়াটা কখনোই সম্ভব না।

 7 months ago 

কথাটা মন্দ বলেননি বর্তমান সময়ে যারা যত সুখী হওয়ার চেষ্টা করেছে তারাই স্বার্থপর হয়ে গেছে। আর বর্তমান সমাজ ব্যবস্থা পরিবার ব্যবস্থা এমন একটি পর্যায়ে চলে গেছে যার জন্য মানুষ এমনিতেই স্বার্থপর হয়ে উঠছে।

 7 months ago 

দুনিয়াতে যারা স্বার্থপর হয় তারাই ঠিকভাবে সবকিছু বুঝে নিতে পারে যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 7 months ago 

যারা স্বার্থপর তারাই জীবনে সুখী হতে পারে। তারা অন্যের কথা চিন্তা করো না শুধু নিজের স্বার্থটাই দেখে। আর যারা অন্যের কথা চিন্তা করে অন্যের ভালো-মন্দ দেখে তারা উন্নতি করতে পারে না। আর সমাজে এখন স্বার্থপর মানুষে বেশি প্রতিষ্ঠিত। এবং তাদের কথাবার্তা একদম ভিন্নরকম। অনেক সুন্দর একটি পোস্ট করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনি একদমই ঠিক কথা বলেছেন স্বার্থপর মানুষের কথাবার্তা সবকিছুই আলাদা হয়। খুবই ভালো লেগেছে আপনি আমার পোস্টটি পড়েছেন জেনে।

 7 months ago 

আসলে এটা কিন্তু ঠিক, যাদের মধ্যে স্বার্থপরতা রয়েছে, জীবনে তারাই সুখী হতে পারে। তারা সব সময় নিজেদেরকে নিয়ে চিন্তা করে, যার কারণে তারা সুখী থাকতে পারে। স্বার্থপর মানুষগুলো অন্যের কথা কখনোই চিন্তা করেনা। স্বার্থপর মানুষগুলো নিজের সুখের কথাই ভাবে। তবে এটাও আবার ঠিক যে, স্বার্থপর মানুষগুলোকে কেউই ভালোবাসা না এবং দেখতে পারে না। সেই মানুষগুলো নিজেদের কথা চিন্তা করে বলে অন্যরাও তার কথা চিন্তা করে না। যাইহোক আপনার লেখাটা বেশ ভালোই মনোযোগ সহকারে পড়তে পেরে ভালো লাগলো।

 7 months ago 

আমার আজকের এই পোস্টটি পড়তে পেরে আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 7 months ago 

খুব সুন্দর একটি পোস্ট করেছেন। জীবনে সুখী হতে হলে স্বার্থপর হওয়া দরকার। যারা অন্যের উপকার এবং নিজের আপনজনের উপকার না করে শুধু নিজের চিন্তা করে তারাই জীবনে উন্নতি করতে পারে। তাদের কাছে আপন পর বলতে কিছু নাই শুধু নিজের চিন্তা করে। আর যারা পর উপকারী সবাই চিন্তা করে তারা কিছু করতে পারে না। এখনকার সমাজে স্বার্থপর লোকেই সবকিছুতে অনেক সামনে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

আপনি আমার পোস্টটি পড়েছেন এবং খুব সুন্দর একটি মন্তব্য করেছেন দেখে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

একটা মানুষ তখনই সুখে থাকতে পারে, যখন সে অন্য কাউকে নিয়ে না শুধু নিজেকে নিয়ে চিন্তা করে। এখন প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থে এগিয়ে যায়। আর স্বার্থপর হলেই সুখী হওয়া যায়। যারা স্বার্থপর হয় না, দেখা যায় তারাই জীবনে সুখী হতে পারে না। বরং অন্যকে নিয়ে চিন্তা করতে করতেই নিজের সুখ উড়ে চলে যায়। আপনি একেবারে সত্য কিছু কথা তুলে ধরেছেন আপনার এই পোষ্টের মাধ্যমে। আপনার কথাগুলোর সাথে একমত না হয়ে পারলাম না।

 7 months ago 

একদমই ঠিক কথা বলেছেন আপনি। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60482.94
ETH 2613.04
USDT 1.00
SBD 2.63