"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ২৫ || তেল বিহীন সবজি আচার রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা, প্রিয় আমার বাংলা ব্লগের সাথে আশা করছি বেশ ভালো সময় কাটছে আপনাদের, কারণ আমার বাংলা ব্লগ সব সময় ভালোর পক্ষে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং দোয়াতে বেশ ভালো আছি, আজকে আবার আপনাদের সামনে চলে এলাম আমার নতুন লেখা নিয়ে। আমার বাংলা ব্লগে চলমান আচারের রেসিপি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আমার রেসিপি তেল বিহীন সবজি আচার নিয়ে অংশগ্রহণ করতে যাচ্ছি। আচার আমার খুব পছন্দের একটি খাবার বিশেষ করে টক-মিষ্টি-ঝাল আচার খুব বেশি পছন্দ করি। কিন্তু এবার আমি একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের আচারের রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি পূর্বে কয়েকবার খেয়েছি। তেল ছাড়া সবজি আচারের স্বাদ আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে স্বাস্থ্য নিয়ে যারা বেশি সচেতন তাদের কাছে আরও বেশী ভালো লাগবে, কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
94ba91b8-6a3f-477a-8549-323f1e71200e.jpg

তেল বিহীন সবজি আচার
fb85fd2b-eb3b-428b-b611-45b0877ac060.jpga563e8a5-69e7-40f7-bda3-ac6e02eb39e4.jpg
প্রয়োজনীয় উপকরণ সমূহ
উপকরণপরিমাণ
শসা২টি
গাজর২টি
কাঁচা মরিচ৫টি
বড় রসুন২টি
পেঁয়াজ২টি
চিনি১ টেবিল চামচ
লবণ১/২টেবিল চামচ
হলুদ সরিষা১ টেবিল চামচ
ভিনেগারপরিমাণমতো
ওরেগানোস্বাদমতো
পানিপরিমাণমতো

প্রস্তুত প্রণালীঃ

প্রথম ধাপ
89bebc45-9682-4be6-af5a-2a2b5b99fec0.jpgceb85b86-8814-4783-8052-acb748d579bc.jpg

প্রথমে তেলবিহীন সবজি আচার তৈরি করার জন্য একটি পাত্রে আমি ৬০০ গ্রাম পানি নিয়েছি এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে পানি গরম করতে দিয়েছি। পানি অবশ্যই মেপে নিতে হবে কারণ যতটুক পরিমাণ পানি হবে তার অর্ধেক পরিমাণ ভিনেগার ব্যবহার করতে হবে।

দ্বিতীয় ধাপ
0fc14183-c924-4126-a70c-2350d499fe8d.jpg9aaaffbf-6621-4517-ac54-636d94998aaf.jpg

পানি কিছুটা গরম হয়ে আসলে আমি সেখানে হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। হোয়াইট ভিনেগার হবে পানির অর্ধেক পরিমাণ, যেহেতু আমি পানি ৬০০ গ্রাম নিয়েছি সে ক্ষেত্রে হোয়াইট ভিনেগার এর পরিমাণ ৩০০ গ্রাম নিয়েছি।

তৃতীয় ধাপ
89bebc45-9682-4be6-af5a-2a2b5b99fec0.jpg89bebc45-9682-4be6-af5a-2a2b5b99fec0.jpg

ভিনেগার ব্যবহার করার পর এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা ব্যবহার করেছি।সরিষা ব্যবহার করার পর পানিতে বুদবুদ আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

চতুর্থ ধাপ
9e0006ed-5aaf-4078-a910-1121b055e986.jpg9c1f61aa-8dcb-4eba-a910-5c580ccec4d1.jpg

সরিষার দেয়ার পর পানিতে কিছুটা বুদবুদ আসলে আমি ব্যবহার করেছি আগে থেকে ফাটিয়ে রেখা ৫ থেকে ৬ কোয়া রসুন। রসুন ব্যবহারে আচারের স্বাদ এবং ঘ্রাণ দুটোই বৃদ্ধি করে।

পঞ্চম ধাপ
762c84d4-9973-4b54-9b8f-b923f4c7c870.jpg3166a2bc-5e49-4f7d-b162-a8017c1dcc1c.jpg

আমার সবজি আচারে ভিনেগার ব্যবহার করার কারণে স্বাদ কিছুটা টক লাগতে পারে, সেজন্য স্বাদ এর তারতম্য বজায় রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনি আমি ভিনেগারের তিনভাগের একভাগ নিয়েছি অর্থাৎ ভিনেগার যেহেতু ৩০০ গ্রাম নিয়েছি চিনি এখানে ১০০ গ্রাম ব্যবহার করেছি।

ষষ্ঠ ধাপ
94abf6be-0702-4059-9ef2-372f07ecc822.jpgeff3ccf4-fc3f-488d-bd9e-dce392fb7fdc (1).jpg

আচারে স্বাদের তারতম্য বজায় রাখার জন্য আমি এ পর্যায়ে ১/২ টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। লবণের সাথে আমি কিছুটা ওরেগানো ব্যবহার করেছি ঘ্রাণ আসার জন্য।

সপ্তম ধাপ

a3b5bf82-103c-4545-8fac-642a6bcee0e6.jpg

উল্লেখিত উপকরণসমূহ ব্যবহার করার পর প্রায় ১০ মিনিটের মত চুলার আঁচ মিডিয়ামে রেখে পানি ফুটিয়েছি।

অষ্টম ধাপ
33d58e6d-322e-4f98-8f4e-3a4a22de0a09.jpg716e09a0-5c44-4525-8091-0a7dc3097c7a.jpg
895b3e78-f9e6-4097-a2ab-f7dde1acae22.jpgaf41558d-5535-4712-94ff-c9d97c1f9835.jpg

এ পর্যায়ে আচারের পরিমাণ অনুযায়ী কাঁচের পাত্র নিয়েছি, যার মধ্যে আগে থেকে ফালি করে রাখা গাজর, শসা, কাঁচামরিচ এবং পেঁয়াজ নিয়েছি। উল্লেখ্য যে সবজিগুলো এবং কাঁচের পাত্রে কোন ধরনের পানি রাখা যাবে না। সেক্ষেত্রে আমি কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি এবং যে কাজে আমাকে নিরবচ্ছিন্ন ভাবে সহযোগিতা করেছে আমার সহধর্মিণী।

নবম ধাপ
4103a9e1-148a-4192-87f9-c3212dbf932b.jpgd879bd80-ad51-4e0f-9aab-2a87870917d3.jpg

এখন আমি পানিসহ রান্না করা আচারের উপাদানসমূহ কাঁচের পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি এবং পাত্রে ঢালার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি।

দশম ধাপ
94ba91b8-6a3f-477a-8549-323f1e71200e.jpgc8c88d51-115a-43f9-9e81-954b25036c69.jpg

বন্ধুরা চূড়ান্তভাবে তৈরি হয়ে গেল আমার তেল বিহীন সবজি আচার, এখানে বলে রাখা ভালো আচারটি তৈরি হওয়ার পরপরই খাওয়ার উপযুক্ত হয় না। এটি কমপক্ষে তিন থেকে পাঁচ দিন পর এভাবে রেখে দেয়ার পর তৈরি হয়। তিন থেকে পাঁচ দিন পর খেলে এর সঠিক স্বাদ পাওয়া যাবে। আমার তৈরিকৃত আচারের স্বাদ টক-মিষ্টি-ঝাল, যা ভাত, খিচুড়ি অথবা যেকোনো ফাস্টফুডের এর সাথে স্বাদ অতুলনীয়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।

বন্ধুরা জানিনা কতটা সুন্দর ভাবে আমার তেল বিহীন সবজি আচারের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য, সেইসাথে ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে।
amarbanglablog.gif

Sort:  
 2 years ago 

প্রতিযোগিতার সুবাদে অনেক ভালো এবং নতুন একটি আচারের রেসিপি দেখলাম ভাইয়া। আমি মনে করি এটি খুবই ভালো টেস্ট দিবে তার ওপর এটি তেল ছাড়া আচার। মনে হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো।‌‌ ভাইয়া এই আচারটি কি ফ্রিজে সংরক্ষণ করতে হবে বা রোদ্রে দেওয়া লাগবে? এবং এটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা সম্ভব? যাইহোক খুব ভালো একটি রেসিপি দেখলাম।

 2 years ago 

আপু, ফ্রিজে রেখে এই আচার একবছর পর্যন্ত সংরক্ষণ করা যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ সব সময় সুন্দর সুনদর প্রতিযোগিতার আয়োজন করে থাকেন যা সবার প্রতিভাকে কাজে লাগাতে পারে।আপনার তেল বিহীন সবজির আচার তো অসাধারণ হয়েছে।তেল কম খেতে পারলে আমার মতে ভাল।মাঝে মাঝে তেল ছাড়া খেতে ভিন্ন স্বাদের ভাল লাগে।আপনার তেল বিহীন আচার দেখতে বেশ হয়েছে।প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন রকমের আচার তৈরি দেখে নিলাম। পরে আস্তে আস্তে বানিয়ে খাওয়া যাবে। আপনি তো দেখছি তেল ছাড়া আচার তৈরি করে ফেলেছেন। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে এটি চার থেকে পাঁচ দিন পরে খেলে বেশি ভালো লাগবে। একদিন তো তৈরি করে দেখা লাগে। খুবই ভালো লাগলো দেখে।

 2 years ago 

জি আপু, এটি এক সপ্তাহ পরে পরিপূর্ণভাবে খাওয়ার উপযুক্ত হয় এবং অনেকদিন যাবত সংরক্ষণ করে রাখা যায়। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।

 2 years ago 

তেল বিহীন সবজি আসার আপনি অনেকবার খেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো তবে দুঃখের বিষয় হচ্ছে এ ধরনের রেসিপি আমি এর আগে কখনোই খাইনি। এইসবজি আচার রেসিপিটি আমার কাছে একদম নতুন লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে তেল বিহীন সবজি আচার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার আচারের রেসিপি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ পোস্টে মন্তব্যের জন্য।

 2 years ago 

আচার এর প্রতিযোগিতার সুবাদে এতো এতো দারুন দারুন ইউনিক রেসিপি দেখছি সত্যি ভাল লাগছে কতো ইউনিক ছিল এটা অনেক ধন্যবাদ আপনাকে ভাই খুব গুছিয়ে শেয়ার করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার চমৎকার মন্তব্যের জন্য।

 2 years ago 

তেল ছাড়া আচার তৈরি করা যায় এটি তো আমি আগে জানতাম না। আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখে নিলাম কিভাবে তেল ছাড়া আচার তৈরি করা যায়। এটি খেতে ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে। সত্যিই খুবই ইউনিক আপনার আচার। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক রকমের আচার তৈরি শিখে নিতে পারছি।

 2 years ago 

আমার আচারের পোস্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আজকে পছন্দের আচার প্রতিযোগিতা পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। আসলে এই ধরনের আচার আমি কখনো দেখিনি। আপনি আমাদের মাঝে একটি ইউনিক রেসিপি উপস্থাপন করেছেন । দেখে খুব ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 62701.29
ETH 3435.22
USDT 1.00
SBD 2.58