সফর যখন বাবার নানিবাড়িতে

in আমার বাংলা ব্লগ3 years ago

বাবার নানিবাড়ি!শুনতেই একটা ভাব চলে আসে না?গতকাল বড় ফুফুর সাথে গিয়েছিলাম সেখানে।আত্মীয়তার দিক থেকে এদিকে খালা-মামা এবং ঐদিকে ফুফু-চাচার বাহিরে আমি যাইতে পারিনি।তাই ওখানকার কাউকেই আমি চিনিনা।ওখানে যাওয়ার উদ্দেশ্য কিন্তু ঘুরে বেড়ানো কিংবা স্মৃতিচারণ ছিলনা।বাবার ফুফাতো ভাইয়ের বড় ছেলের বিয়েতে যোগদান করার জন্যই যাওয়া হইছিল।প্রায় ১০/১১ বছর আগে একবার গিয়েছিলাম,তাও মনে হয় সন্ধ্যার পর।যাইহোক,জায়গাটা খুবই সুন্দর।চারপাশে বিল।মন মাতানো বিলের হাওয়ায় সেখান থেকে আসতেই মন চাচ্ছিলনা।
IMG_20210723_182942.jpg

IMG_20210723_180753.jpg

IMG_20210723_180418.jpg

IMG_20210723_174955.jpg
এটি হলো গোয়ালঘর।একটাপাশ পাটখড়ির বেড়া দিয়ে তৈরি।
IMG_20210723_180132.jpg
আমি @farhantanvir

দিনটা বেশ ভালোই ছিল।অনেকদিন পর এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে অতীতের গল্প এবং আনন্দ দুটোই পেয়েছিলাম।
SHOT BY:@farhantanvir
SHOT ON:huawei u29
LOCATION
DATE:23/07/21

Sort:  
 3 years ago 

লেখাগুলো যথার্থ হয়েছে আমি বলবো না, কারন ফটোগ্রাফিগুলোর সাথে অনুভূতি সুন্দরভাবে উপস্থাপনের দারুন একটা সুযোগ ছিলো।

মার্কডাউনের বিষয়টি আয়ত্বে না আনলে উপস্থাপনা কখনো সুন্দর হবে না।

 3 years ago 

আমি দুঃখিত।এরপর থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করবো পোস্টকে দৃষ্টিনন্দন করার জন্য।

 3 years ago 

আহা জীবন আসলেই সুন্দর শুভ মাত্র উপভোগ করতে হয় ।ভালো লিখেছো ।শুভেচ্ছা রইল তোমার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 63701.54
ETH 3092.31
USDT 1.00
SBD 3.87