ভার্সিটি লাইফের প্রথম ডে যেমনভাবে কাটলো (১০% shy-fox)

GridArt_20220223_213921639.jpg

আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার কাটানো খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। যার জন্য আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়েছে। আমার এই দিনটি যদি আমি আমার বাংলা ব্লগ পরিবারের সাথে শেয়ার না করি তাহলে হয়তো দিনটি অনেকটাই অপূর্ণ থেকে যাবে। তাই আমার এই গুরুত্বপূর্ণ দিনটি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য নিয়ে আমার আজকের এই ব্লগ। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমি আজকে আমার ভার্সিটি লাইফের প্রথম ডে যেমনভাবে কাটলো সেই মুহুর্ত গুলোই আপনাদের সাথে শেয়ার করবো।

20220221_103607.jpg

২১ তারিখ সকাল বেলা রওনা দিলাম। সকল মালপত্র নিয়ে। খুলনা এসে পৌছালাম দুপুর ১ টাই।

20220221_154129.jpg

বাসা আগে থেকেই ঠিক করা ছিল। খুলনা এসেই বাসায় ঢুকে ঘর সাজানোর কাজ শুরু করে দিলাম।

20220222_145806.jpg

বাসা থেকেই চুলা নিয়ে এসেছিলাম। দুপুর বেলা রান্না করলাম বেগুন ভাজি। ভাত নিয়ে এসেছিলাম হোটেল থেকে। দুপুর বেলা খেয়ে নিলাম।

20220222_104108.jpg

20220222_095335.jpg

প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস হলো আমাদের। আর নতুন বান্ধবীদের সাথে একটি ছবি তুলে দিনটিকে স্মরনীয় করে রাখলাম।

20220222_114040.jpg

আমাদের একটি ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো এবং প্রোগ্রাম সিট দিয়ে দেওয়া হলো প্রথমদিনই।

20220223_090925.jpg

20220223_090617.jpg

সিনিয়ররা প্রথমেই নিষেধ করেছিল ভার্সিটির চা এর দোকানে না যেতে। এটা ২য় দিন ছিলো। ক্লাস ১০ টাই ছিল। ভুল করে ৯ টাই পৌছে গিয়েছিলাম। পরে দেখি স্টলে কোন সিনিয়র বসা নেই। তাই গেলাম চা খেতে। লেবু চা খেলাম ৬ টাকা দিয়ে।

20220223_105230.jpg

২য় দিন থেকে আমাদের মুল ক্লাস শুরু হলো। প্রথম ক্লাসের শুরু ম্যাডামের ক্লাস দিয়ে।

IMG-20220223-WA0013.jpg

সব শেষে সকল বন্ধুরা মিলে ছবি তুললাম।

20220212_115007.jpg

অবশেষে অনেক প্রতিক্ষার পর এলাম সেই স্বপ্নের ক্যাম্পাসে। খুবই ভালো অনুভূতি ছিল আমার যা আসলে বলে বোঝাতে পারবো না। করোনার কারণে দীর্ঘ প্রতিক্ষার পর পেলাম আজকের এই দিন। চিরকাল স্মরনীয় হয়ে থাকবে স্মৃতির এক কোণে।
আমার আজকের এই বিশেষ দিনটিকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ্য থাকবেন। ভালো থাকবেন সেই কামনা করি।
ডিভাইসSamsung A30s
লোকেশনগল্লামারি, খুলনা
ধন্যবাদ সবাইকে

@farhanatonni

Sort:  

আসলে প্রতিটি স্টুডেন্ট এর স্বপ্ন থাকে ইউনিভার্সিটিতে পড়বে, আলহামদুলিল্লাহ আপনার সেই ইচ্ছা পুরন হয়েছে। আপনার জন্য অনেক দেয়া রইলো আপনি আপনার ইচ্ছা এবং আপনার পরিবারের সকল ইচ্ছা পুরণ করবেন। খুলনা ইউনিভার্সিটি অনেক ভালো, পড়াশুনার দিকে৷ শুভকামনা রইলো।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কিছু প্রিয় মানুষের অনুপ্রেরণায় আজকে এই পর্যন্ত এসেছি। দোয়া করবেন। ❤️
 3 years ago 

সত্যি বলতে লেখাটা যখন পড়ছিলাম আমি যেন চার বছর আগে ফিরে গেছিলাম। প্রথম দিনে বুকে ধুকপুকানি নিয়ে ক্লাসে যাওয়া। সিনিয়রদের বাধা-নিষেধ শোনা। নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হওয়া। একটা অন্যরকম দিন বলা যায়। আর এই দিনের কথা কখনো কেউ ভুলবে না। খুব ভালো লাগলো আপনার এই লেখাটা পড়ে। আর আপনার রুমটা অনেক পছন্দ হয়েছে। আশাকরি ভার্সিটির ছবি এরপর কোনদিন দেখতে পাবো আরও অনেক সুন্দর করে। অনেক শুভকামনা রইল।

জি অবশ্যই আপু। খুব দ্রুতই আমি আপনাদের সাথে আমার ভার্সিটির ছবি গুলো শেয়ার করবো ইনশাআল্লাহ ।

ভার্সিটি লাইফের প্রথম দিন আপনি অনেক হৈ-হুল্লোড় এবং মজা করে কাটিয়েছেন। আপনার এই দিনটি খুবই ভাল উপভোগ করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57515.20
ETH 2438.35
USDT 1.00
SBD 2.34