Better Life With Steem ||The Diary Game || 1st November.

in Incredible India9 months ago (edited)

রাত বাজে ১১টা ৫৩ মিনিট।। আজকের মতো সকল কাজের সমাপ্তি করে আমার স্টিমিট এর পোস্ট লেখার কাজ শুরু করলাম।। তো আজকে আমার সারাদিনের দিনলিপি লিখবো।

Morning

ভোরে ঘুমটা ভেঙেছে হাসবেন্ড এর ফোন বাজার শব্দে,,তার অফিসে নাকি প্রচুর ঝামেলা হচ্ছে,,এমনকি ওদের মিরপুর ব্রাঞ্চের অফিসে পুলিশের সাথে শ্রমিক এর মারামারিতে ৩জন এর অবস্থা অত্যন্ত শঙ্কাজনক।। খবরটা শুনে অনেক খারাপ লাগছিল।। এই খবর শোনার সাথে সাথেই মেয়ের বাবা অফিসের জন্য রেডি হতে আরম্ভ করে কোনো রকম একবার খাবার মুখে দিয়েই বেরিয়ে পরে।। দেশের অবস্থা এখন খুবই ভয়াবহ একে নির্বাচন নিয়ে ঝামেলা তার ওপর শ্রমিক আন্দোলন।।

যাইহোক মেয়ের বাবা অফিসে চলে যাওয়ার পরে মেয়ে স্কুলের জন্য রেডি করে স্কুলে দিয়ে আসি,,এরপরে বাসায়,এসে আমি সকালের নাস্তা করে নেই।আজকে একটু বাজারে যাওয়ার দরকার ছিল অতএব নাস্তা করেই বাজারে চলে যাই।।বাজার থেকে আসার পরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি আজকে বড় মেয়ের পরীক্ষার খাতা দেখিয়েছে,, আলহামদুলিল্লাহ ভালোই করেছে পরীক্ষায়।

বাসায় এসে বাজার গুলো গুছিয়ে রেখে হিসাব করলাম এখানে ১৫০০ টাকার বাজার আছে।। পরিস্থিতি খারাপ হওয়ায় বাজারে প্রতিটি জিনিস দাম দ্বিগুণ, তিনগুণ বৃদ্ধি পেয়েছে আলুর দাম কেজি প্রতি ৫০টাকা বেড়েছে ২০টাকা থেকে একদম ৭০ টাকা। আর পিয়াজ তো আজকে ১৬০ টাকা কেজি ২০০টাকা পর্যন্ত নাকি যেতে পারে।।

Noon

এইসব আকাশ পাতাল চিন্তার পরে দুপুরের রান্না আরম্ভ করলাম,,দুপুরে আজকে সরিষার শাক ভাজি
এবং ফুলকপি, বেগুন, আলু দিয়ে মাছ রান্না করেছিলাম। রান্না শেষে গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে নেই।। খাবার খাওয়ার পরে ১ঘন্টা মতো রেস্ট নিয়ে মেয়েদের কে ডাক্তারের কাছে নিয়ে যাই,,কারণ দুই মেয়ে জ্বর থেকে উঠে আবার ঠান্ডায় ভুগছে।।ডাক্তার দুই বেলা করে নেবুলাইজার দিতে বললেন এবং সাথে কিছু ঔষধ লিখেছেন।

Evening

বাসায় আসতেই দেখি মেয়ের বাবা চলে এসেছে বাসায়,, বেশ চিন্তিত লাগছিল তাকে।। এরপরে মেয়েদের নাস্তার জন্য সবজি নুডুলস রান্না করে দেই,,আর ওদের বাবাকে সাথে চা বানিয়ে দেই।নাস্তা করার পরে দুই মেয়েকে নেবুলাইজ করি,,বড় মেয়ে একাই নিতে পারে কিন্তু ছোট মেয়ে নেবুলাইজ করার সময় অনেক কান্না করে,,ওকে নেবুলাইজ করাটা প্রচুর কষ্ট,, কিন্তু কিছু করার নেই প্রচুর ঠান্ডা লেগেছে মেয়ের ভালো করে নিশ্বাস নিতে পারছে না।

আজকে কমিউনিটির টিউটোরিয়াল ক্লাস ছিল অতএব মেয়েদের তারাতাড়ি করে রাতের খাবার খাইয়ে দেই,,যদিও ঠান্ডা লাগার ফলে ভালো করে খেতে পারছেনা দুইজনের একজনও,,ওদের খাওয়ার পরে আমরাও খাবার খেয়ে নেই।।এরপরে রাত্রি ৯টায় টিউটোরিয়াল ক্লাসে জয়েন করি,,আর আজকের ক্লাসে অনেক নতুন নতুন তথ্য জানতে পারি।

ক্লাস শেষে আম্মু আমাকে বললো তার নাকি দারাজে একটা জিনিস অনেক ভালো লেগেছে।। তো আমিও দেখলাম,, আমার কাছেও বেশ ভালোই লাগলো প্রডাক্ট টা,,আর রিভিও মোটামুটি ভালোই ছিল,,আর তার ওপর দারাজে এখন সেল চলছে তাই প্রডাক্টটা অর্ডার করেই ফেললাম।। আচ্ছা প্রডাক্টটা হলো একটা গ্রায়েন্ডার।।

প্রডাক্ট লিঙ্ক

এরপরে আরো কিছুক্ষণ দারাজে কিছু পণ্য দেখছিলাম ।। কিছু কিছু কার্ট এ এড করে রেখেছি।এই ছিল আমার আজকের সারাদিনের দিনলিপি।

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ
Sort:  
Loading...
 9 months ago 

দেশের পরিস্থিতি একটু খারাপ হওয়ায় কমবেশি আমরা সবাই টেনশনে আছি। এই ফাঁকে আপনি খবর পেলেন যে আপনার মেয়ে পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছে। আসলে এ ধরনের খবর পেলে মনটা আনন্দে ভরে ওঠে। কিন্তু বাজারে যাওয়ার পর আপনার সেই খুশি মিশে গেছে মাটিতে। কারণ বর্তমানে বাজারে গেলে কোন কিছুই কেনা যায় না।মানুষ শান্তিতে থাকরবে সেই উপায়ও নেই এখন আর।তারপরও দিন কাটাতে হয়। এরপরে আপনি দারাজে একটি জিনিসের অর্ডার দিয়েছেন আর কিছু জিনিস করে কার্ট করে রেখেছেন। দেখবেন ওরা কি পরিমান জ্বালাতন করে।প্রতিদিন আপনাকে মেসেজ দিবে, এমন এমন ভাষায় দেখলে খুবই বিরক্ত লাগে।এভাবে আপনি আপনার দিন টি কাটিয়েছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। খুব ভালো লাগলো আপনার পোস্ট। ভালো থাকবেন।

 9 months ago 

জি আপু মাঝে মাঝে ঘুম থেকে উঠে দারাজের কিছু নোটিফিকেশন চোখে পরলে অনেকটা অপ্রস্তুত অবস্থা হয়ে যায়।।

ধন্যবাদ আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 9 months ago 

দ্রব্যমূল্যের লাগামহীন দাম আমাদের মধ্যবিত্তদের জীবন কঠিন করে তুলেছে। অচিরেই প্রশাসন ব্যাবস্থা না নিলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আপনার মত সবারই বাজারে গেলে এখন দান শুনে নাভিশ্বাস উঠে।

 9 months ago 

জি আর আমাদের মতো মধ্যবিত্তদের দিন কাটানো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।
ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 9 months ago 

আপনার পোস্টে অনেক ভালো লেগেছে পড়ে তবে আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে এটা জেনে আরো ভালো লেগেছে। আপনার বাচ্চা দুজন অসুস্থ এর জন্য একটু খারাপ লাগছে সৃষ্টিকর্তা তাদের খুব দ্রুত সুস্থ করে দেন সে প্রার্থনা করি।

 9 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য।

 9 months ago 

Welcome

 9 months ago 

আপনি খুব সুন্দর ভাবে আপনার কাটানো দিন টির বর্ননা দিয়েছেন । সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছেন তা খুব ভালো উপস্থাপন করেছেন।দারাজে আমি মাঝে মাঝে অডার করি। ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

ধন্যবাদ আপু সুন্দর একটি মতামত প্রকাশ করার জন্য।

 9 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্ট এর রিপ্লাই দেওয়া জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সবসময় আপু।

 9 months ago 

Welcome.

 9 months ago 

পরিবার পরিজনদের সাথে সুন্দর সময় যেন কাটান দোয়া রইল।

 9 months ago 

বর্তমান সময়ে সব পণ্যের দাম শুধু বেড়েই চলছে এতে করে আমরা সাধারণ যারা রয়েছি তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে বাজার করা।

শুনে ভালো লাগলো আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে।। প্রতিটি সন্তান যদি ভালো কিছু করে তার জন্য বাবা-মা অনেক আনন্দিত হয়।।

 9 months ago 

যত দিন যাচ্ছে দ্রব্য মূল্যের তত উর্ধগতি হচ্ছে।
ধন্যবাদ আমার পোস্টটি সম্পূর্ণ পড়ে কমেন্ট করার জন্য।

 9 months ago 

বাজারে গেলেই বোঝা যায় বর্তমানে অবস্থা।।

 8 months ago 

আপনার পোস্টি পরে খুবই ভালো লাগলো আপনার মেয়ে ভালো রেজাল্ট করেছে এটা শুনে আরো ভালো লাগলো। তবে একটু খারাপ লাগার কারণ হলো আপনার দুজন মেয়ে অসুস্থ তার জন্য। আপনার মেয়েদের জন্য দোয়া রইল আল্লাহ তা'আলা যেন ওদের অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয় ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67808.66
ETH 3248.00
USDT 1.00
SBD 2.67