তিত বেগুন গাছের ফটোগ্রাফি এবং এর উপকারিতা সম্পর্কে কিছু কথা

in Incredible Indialast year

হ্যালো সকল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি।

IMG_20230704_195426.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি তিত বেগুন গাছের ফটোগ্রাফি এবং এর উপকারিতা সম্পর্কে কিছু কথা। আশা করি আপনাদের ভালো লাগবে।

কিছুদিন আগে আমি এবং আমার মেয়েরা আমরা সবাই একসাথে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আসলে অনেক দিন যাবত কোন আত্মীয়ের বাসায় যাওয়া হয় না। তো ঈদের পরের দিন আমি আমার বাপের বাড়িতে বেড়াতে যাই। সেখান থেকে আর কি আমি আমার খালার বাড়িতে বেড়াতে যাই।

সেখানে গিয়ে একটু ঘোরাঘুরি করি। ঘোরাঘুরি করার সময় তিত বেগুন গাছ দেখতে পাই। আসলে ছোটবেলা এই তিত বেগুন গাছের কথা অনেক শুনেছি কিন্তু কখনো দেখিনি। এই প্রথম আমি এই তিত বেগুন গাছ দেখেছি। তিত বেগুন গাছ দেখতে খুবই ভালো লাগছিল। এজন্য কিছু ফটোগ্রাফি উঠিয়ে রেখেছিলাম। যেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করছি।

তিত বেগুন গাছ দেখতে একদম বেগুন গাছের মতো। এই তিত বেগুন গাছে যদি ফুল এবং বেগুন না থাকে তাহলে কেউ বুঝতে পারবে না যে এটি তিত বেগুন গাছ। তো যাই হোক এই তিত বেগুন গাছের ফুল কিন্তু দেখতে খুবই অসাধারণ। আসলে যে কোন ফুল দেখতে অসাধারণ।

IMG_20230702_153018.jpg
IMG_20230702_153008_1.jpg
IMG_20230702_152959.jpg
IMG_20230702_152948_1.jpg

তিত বেগুন গাছের ফুল সাধারণত সাদা হয়। ফুলগুলো খুবই ছোট ছোট হয় এবং এক এক থোকায় অনেকগুলো ফুল ফোটে। ফুল গুলো ছোট হলেও দেখতে খুবই ভালো লাগছিল। আসলে থোকায় থোকায় অনেকগুলো ফুল ফুটেছে এজন্য আরও বেশি সুন্দর লাগছিল।

তিত বেগুন গাছে যেমন থোকায় থোকায় অনেকগুলো ফুল ফোটে তেমনি একসাথে অনেকগুলো বেগুন ও হয়। তবে বেগুন গুলো অনেক ছোট ছোট। অনেকটা মটর কলাই এর মত।

তিত বেগুন ছোট ছোট হলেও এর উপকারিতা অনেক বেশি। তিত বেগুন খেলে সর্দিতে উপকার পাওয়া যায়। এছাড়াও শুনেছি যে কাশি অনেক দিনের পুরনো হলে তিত বেগুন খেলে কাশি সেরে যায়।

IMG_20230702_153022.jpg
IMG_20230702_153005.jpg
IMG_20230702_152958.jpg
IMG_20230702_152952_1.jpg

তিত বেগুন রান্না করে ও খাওয়া যায়। ছোটবেলা তিত বেগুন ভাজি অনেক খেয়েছি। সামান্য সর্দি কিংবা কাশি হলে এই তিত বেগুন ভাজি খেলে অনেক উপকার পাওয়া যায়। আসলে ছোটবেলা সামান্য সর্দি কাশি হলে মা এই ভাজি করে খেতে দিতেন। খেতে খুব একটা ভালো না লাগলেও এতে খুবই উপকার পাওয়া যায়। আসলে তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মত টাকা ছিল না। এজন্য বাড়ির দিক থেকে তিন বেগুন, বাসক পাতা এবং শিউলির পাতা এ সমস্ত কিছু খেতে দিত। ফলে অনেক উপকারও পাওয়া যেত।

তো যাই হোক তিত বেগুন গাছের উপকারিতা অনেক বেশি। হয়তো আরো অন্যান্য অনেক উপকারিতা রয়েছে যেগুলো আমার জানা নেই। আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার পোস্টটি দেখার জন্য এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে।

সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ

Sort:  
Loading...
 last year 

তিত বেগুন গাছের ফটোগ্রাফি এবং উপকারিতা সম্পর্কে বেশ সুন্দর আলোচনা করেছেন ৷ তাছাড়াও এই গাছ গুলো আমাদের গ্রাম অঞ্চলের আশেপাশে খুবই দেখা যায় ৷ কিন্তু আমরা এই ধরনের গাছগুলো দেখে কোন ধরনের মাথা ঘামিয়ে থাকি না ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

Hello, dear We developed a real-time chat portal for steemians you can log in via the steem memo key only. p2p chat and global chat available What is steemitchat.live

Vote for Pakistani female witness @stmpak.wit

https://steemitchat.live/

 last year 

Thank you.

 last year 

আপনি তো দেখি তিত বেগুনের ফটোগ্রাফির পাশাপাশি এর উপকারীতা সুন্দর করে তুলে ধরেছেন। আমরা প্রায় সবাই জানি তিত বেগুন ছোট ছোট হলেও এর উপকারিতা অনেক বেশি। তিত বেগুন খেলে সর্দিতে উপকার পাওয়া যায়। এছাড়াও শুনেছি যে কাশি অনেক দিনের পুরনো হলে তিত বেগুন খেলে কাশি সেরে যায়।এগুলো যা যা বলা হয়েছে তা সব ঠিক।তাই আমাদের সবাই উচিত বাড়ির আশেপাশে এই বেগুন গাছ লাগানো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করে জানানোর জন্য ভালো থাকবেন

 last year 

আমাদের সবার উচিত বাড়ির আশেপাশে এই তিত বেগুন গাছ লাগানো। তাহলে অনেক উপকার পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 69558.81
ETH 3330.74
USDT 1.00
SBD 2.74