রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা।
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।
আজকে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করবো ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।এই নকশা গুলো কাটিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কাটিং করার সময় একটু এদিক ওদিক হয়ে গেলে নষ্ট হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা:-
প্রয়োজনীয় উপকরণ সমূহ:-
১. রঙিন কাগজ।
২. স্কেল।
৩. পেন্সিল ✏️।
৪. কাঁচি ✂️।
প্রস্তুত প্রণালী সমূহ:-
ধাপ:-০১
প্রথমে একটা রঙিন কাগজ নিব। তারপর কাগজটি কে সাইজ করে কেটে নিব এবং কাগজের মাঝ বরাবর ভাঁজ করে নিলাম।
ধাপ:-০২
কাগজটি কে এইভাবে একপাশে ভাঁজ করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।
ধাপ:-০৩
আবারো কাগজটি কে আরেকপাশে ভাঁজ করে নিলাম। দেখতে ঠিক ছবির মতো আসবে।
ধাপ:-০৪
কাগজটি কে আরেকপাশে ভাঁজ করে নিব। দেখতে ঠিক ছবির মতো লাগবে।
ধাপ:-০৫
ভাঁজ করা কাগজটির উপর পেন্সিল দিয়ে ডিজাইন করে নিলাম।এই ডিজাইন এর বরাবর কাটিং করে নিব।
ধাপ:-০৬
এরপর আছতে আছতে ডিজাইন উপর কাটিং করে নিলাম। কাটিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করে কাটিং করতে হবে।
ধাপ:- শেষ ধাপ
এরপর আছতে আছতে ভাঁজ গুলো খুলে নিলাম। এইতো হয়ে গেল আজকের রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রঙিন কাগজ এর নকশা। আজকে এই পর্যন্তই আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
| ফটোমেকার | @engtariqul |
|---|---|
| ডিভাইস | শাওমি রেডমি নোট ৭ |
আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।
আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।






Support @heroism Initiative by Delegating your Steem Power












.png)
ভাইয়া আপনার রঙিন কাগজ দিয়ে নকশা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার এই পোস্টটি করতে অনেক সময় লেগেছে তা দেখেই বোঝা যাচ্ছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করতে বেশ ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে যে এত সুন্দর নকশা করা যায় সেটা আমার বাংলা ব্লগে না আসলে হয়তো জানতাম না। আপনি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজে নকশা করে ধাপে ধাপে বর্ণনা করেছেন দেখে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
আমিও প্রথমে সুন্দর সুন্দর নকশা দেখেছিলাম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে শেখা আর কি।এখন এগুলো করতে বেশ ভালো লাগে।
ঈদ মোবারক ভাইয়া। অনেক দিন পর আপনার পোস্ট দেখছি। আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। আপনার উপস্থাপনা খুব ভাল লেগেছে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
জি আপু বাড়িতে থাকার কারণে একটু ব্যস্ততা পড়ে গিয়েছিলাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।
রঙিন কাগজ ভাজ করে এ ধরনের নকশা তৈরি করলে দেখতে ভালই লাগে। আগেকার দিনে গ্রামের বিয়ে বাড়িতে এধনের নকশা দিয়ে সাজানো হতো এখন করে কিনা জানিনা। তবে এ ধরনের নকশা গুলো তৈরি করতে অনেক সাবধান ভাবে করতে হয়। ভাঁজ একটু এলোমেলো হলে নকশাটা আর হয়না। আপনার নকশাটি কিন্তু ভালই হয়েছে।
জি আপু ঠিক বলেছেন একটা সময় বিয়ে বাড়িতে এগুলো দিয়ে সাজানো হতো।এখন অনেকটাই কমে গেছে এই নকশা তৈরি করা।
রঙিন কাগজ দিয়ে বানানো ডাই এর কাজ আমার খুব ভাল লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। কাগজের রং সিলেকশন ভাল হয়েছে এবং ফুটে উঠেছে। আপনি ধাপে ধাপে নকশা তৈরি করা দেখিয়েছেন। ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর গঠনমুলক সমালোচনা করার জন্য। কাগজের কালার কম্বিনেশন টা ভালো হলে দেখতে ভালো দেখায়।
রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আজকে আপনি নকশা তৈরি করেছেন। আপনার নকশা তৈরি করার ধাপগুলো খুবই সুন্দর হয়েছে। দেখে তাই শিখে নিলাম।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। নকশা তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ভাইয়া।