পাওয়ার আপঃ ১১ তম সপ্তাহ || My Power Up 11th Week || 23 Steem Power Up

in আমার বাংলা ব্লগ3 years ago

পাওয়ার আপ অনেক গুরুত্বপূর্ণ আমাদের এই প্লাটফর্মে কাজ করার ক্ষেত্রে। আমরা যত বেশি পাওয়ার আপ করতে পারবো আমাদের এই প্লাটফর্মে কাজ করার ক্ষেত্রে ততবেশি সক্ষমতা বৃদ্ধি পাবে। পাওয়ার আপ এর মাধ্যমে আমরা কেবলমাত্র নিজেদের ভোটিং পাওয়ার বৃদ্ধি করতে পারছি তা নয় বরং পাশাপাশি এখান থেকে একটা ভালো পরিমাণ আয় করার সক্ষমতা তৈরি হচ্ছে। পাওয়ার আপ আমাদের জন্য এক ধরনের ইনভেস্টমেন্ট কারণ চাইলে আমরা এটাকে যেকোনো সময় আবার লিকুইড করে নিতে পারি। আর এক্ষেত্রে যখন দাম বৃদ্ধি পায় তখন সেটা আমাদেরকে একটা পজেটিভ রিটার্ন এনে দেয়। তাই আমি মনে করি পাওয়ার আপ আমাদের অত্যধিক প্রিয় হওয়ার কথা এবং আমরা যারা দীর্ঘমেয়াদে এখানে কাজ করতে চাই তাদের উচিত নিয়মিত পাওয়ার আপ করা।

1111.jpg

পাওয়ার আপ এর লক্ষ্যকে সামনে রেখে সুমন ভাই (@rex-sumon) কর্তৃক আয়োজিত টার্গেট ডিসেম্বর ইনিশিয়েটিভে আমি নিয়মিত অংশগ্রহণ করে চলেছি এবং প্রত্যেক শনিবার যতটুকু সম্ভব পাওয়ার আপ করার চেষ্টা করছি। প্রত্যেক শনিবার পাওয়ার আপ করার মাধ্যমে আমি ডিসেম্বর পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই যাতে করে ডিসেম্বরে আমার যে লক্ষ্যমাত্রা অর্থাৎ ২০০০ স্টিম পাওয়ার অর্জন করা সেই লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে চাই।

সপ্তাহপাওয়ার আপ এর পরিমাণ
১ম১২.৫
২য়১২.৫
৩য়১২.৫
৪র্থ১২.৫
৫ম১২.৫
৬ষ্ঠ১২.৫
৭ম১২.৫
৮ম২৫
৯ম২০
১০ম৯০
১১তম২৩

পাশাপাশি আমি ডিসেম্বর এর পরেও নিয়মিত এই কাজ অব্যাহত রাখার চেষ্টা করব কারণ আমি প্রায় আড়াই মাস যাবত এই ইনিশিয়েটিভে অংশগ্রহণ করার মাধ্যমে বুঝতে পেরেছি নিয়মিত কোন কাজ করার মাধ্যমে আমাদের অনেক বেশি উন্নতি ঘটে। আগে আমি কেবলমাত্র মন চাইলে শুধু কিছু পাওয়ার আপ করতাম কিন্তু এখন যেহেতু প্রত্যেক শনিবারে আমি কিছু না কিছু পাওয়ার আপ করার চেষ্টা করি তাই আড়াই মাসে আমি আমার পাওয়ারকে শুধুমাত্র পাওয়ার আপ এর মাধ্যমে প্রায় তিনশত পাওয়ার বৃদ্ধি করতে পেরেছি। যেহেতু আমাদের রিওয়ার্ড এর একটা অংশ অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার-এ রূপান্তরিত হয় তাই সেইসব গুলো কে মিলালে এই আড়াই মাসে আমার পাওয়ার বৃদ্ধি পরিমাণটা অনেক বেশি যা আমার কাছে অনেক কারন এখানে আমি নতুন করে কোন ইনভেস্টমেন্ট করেনি বরং এখান থেকে যা আয় হয়েছে তা দিয়েই পাওয়ার আপ চালিয়ে যাচ্ছি।

এই ইনিশিয়েটিভ শুরু করার আগে আমার ওয়ালেটে পাওয়ার এর পরিমাণঃবর্তমানে ওয়ালেটে স্টিম পাওয়ার এর পরিমাণঃ
৫৮৫.৫৯৫১.১

যখন শনিবার আসে তখন আমি চেষ্টা করি অবশ্যই কিছু না কিছু পাওয়ার আপ করে এই কনটেস্ট এর সাথে থাকতে যাতে প্রতি সপ্তাহে একটা ধারাবাহিকতা রক্ষা করতে পারি এবং এর মাধ্যমে আমি স্টিমে দীর্ঘমেয়াদে আমার লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যেতে চাই। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং আপনারা যারা এই কাজটি করছেন তারা লেগে থাকুন।

যারা এখনো এরকম সাপ্তাহিক পাওয়ার আপ শুরু করেননি তাদেরকে বলব কোন ধরনের কনটেস্ট এর কথা চিন্তা না করে বরং নিজে একটি দিন ঠিক করুন এবং প্রতি সপ্তাহে কিছু না কিছু পাওয়ার আপ করুন। আশা করছি একটা নির্দিষ্ট সময় পরে আপনি নিজেকে খুব ভালো একটা অবস্থানে দেখতে পারবেন।ধন্যবাদ।

এ সপ্তাহে আমি শনিবার পাওয়ার আপ করতে পারিনি কারন গ্রামের বাড়িতে নেটওয়ার্ক অনেক খারাপ ছিল। তাই আজ পাওয়ার আপ করছি।

পাওয়ার আপ এর পূর্বে ওয়ালেটঃ

11.png

পাওয়ার আপ এর পরে ওয়ালেটঃ

33.png


Line Break Steem.png

এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

সবার মতো প্রথমেই আমি বলবো
we love powerup.
পাওয়ার আপ করা এবং এই কাজে সকলকে উৎসাহ দেওয়া সত্যিই ভালো একটি কাজ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন। আমরা পাওয়ার ভালবাসি।

 3 years ago 

পাওয়ার আপ ভালোবাসি,আপনি ভালো একটি উদ্যোগ নিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

 3 years ago 

জি অবশ্যাই। আপনার জন্যও শুভ কামনা।

আপনার উদ্যোগ ভালো। পাওয়ার আপ করতে আমরা ভালোবাসি। শুভেচ্ছা ভাইয়া।

 3 years ago 

আপনার জন্যও

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, পাওয়ার আপের বিকল্প নেই।আপনার ধারাবাহিকভাবে পাওয়ার আপ করতে দেখে খুবই ভালো লাগলো।আপনি বেশ ভালো মানের পাওয়ার আপ করেছেন।আশা করি খুব তাড়াতাড়ি আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন।আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

আপনার জন্যও শুভকামনা আপু

 3 years ago 

যারা এখনো এরকম সাপ্তাহিক পাওয়ার আপ শুরু করেননি তাদেরকে বলব কোন ধরনের কনটেস্ট এর কথা চিন্তা না করে বরং নিজে একটি দিন ঠিক করুন এবং প্রতি সপ্তাহে কিছু না কিছু পাওয়ার আপ করুন। আশা করছি একটা নির্দিষ্ট সময় পরে আপনি নিজেকে খুব ভালো একটা অবস্থানে দেখতে পারবেন।ধন্যবাদ

আসলে অনেক সুন্দর কথা বলেছেন। আমি আপনার উদ্যোগকে যথেষ্ট সম্মান জানাই। আপনি এমন একটা মহৎ উদ্যোগ নিয়েছেন যা আমাদের সামনের দিকে অনুপ্রাণিত করতে সহায়তা করবে। নিজের অবস্থান শক্ত হয় এবং ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে পাওয়ার আপ রানিং করে যাচ্ছেন দেখে খুবই ভালো লাগছে। আমরা পাওয়ার আপকে ভালোবাসি

 3 years ago 

হ্যা, আমরা পাওয়ার আপ পছন্দ করি ও ভালবাসি

 3 years ago 

পাওয়ার আপ খুব গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের ও কমিউনিটির সমৃদ্ধির জন্য। ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 60385.18
ETH 2658.57
USDT 1.00
SBD 2.47