abb-charity একাউন্টে ডোনেশনের ব্যাপারে কিছু কথা || Consistency in Donation is really important [10% to @shy-fox]

in আমার বাংলা ব্লগ3 years ago

ভূমিকাঃ

আমাদের কমিউনিটির চ্যারিটি একাউন্ট (@abb-charity)-এ যদি আমরা নিয়মিত ক্ষুদ্র পরিমান করেও অংশগ্রহন করি তাহলে আমরা কিভাবে আমাদের এই চ্যারিটি একাউন্ট-কে একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবো এবং এটা আমাদের সবার উপকারে আসবে এই বিষয়টি নিয়ে আজকে আমি বিস্তারিত কিছু কথা এই পোস্টের মাধ্যমে শেয়ার করছি যাতে সবাই এখানে একটা নিয়মিত পরিমাণে ডোনেশন করতে আগ্রহ পায় এবং আশাকরি পোস্ট পড়ার মাধ্যমে অনেকেই এই ব্যাপারটাতে অনেক সচেতন হবেন ও ভবিষ্যতে এই চ্যারিটি অ্যাকাউন্টের ব্যাপারে আরো বেশি মনোযোগী হতে পারবেন।

Thumbnails.jpg

Line Break Steem.png

চ্যারিটি নিয়ে কিছু কথাঃ

আমরা আসলে সবসময় আমাদের ভবিষ্যত নিয়ে চিন্তা করি কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত একটা ব্যাপার। আমরা এই মুহূর্তে বলতে পারবোনা আগামীকাল আমাদের সঙ্গে কি হতে চলেছে অর্থাৎ কি ভালো বা খারাপ আমাদের জন্য আগামীকাল অপেক্ষা করছে। কিন্তু আমরা সবসময় আমাদের ভালো চাই। তারপরও আমাদের জীবনের মধ্য দিয়ে অনেক সময় অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে আর সেই সকল সময় গুলোতে আমরা যদি আমাদের পরিবারকে এবং আশেপাশের মানুষগুলোকে পাশে পাই তাহলে অনেক শক্তি এবং সাহস পেতে পারি। কোন একটা কমিউনিটি, পরিবার কিংবা গোষ্ঠী যখন একত্র হয়ে কোন কাজ করে তখন কোন একজন মানুষের বিপদে সবাই খুব ভালোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে।

Line Break Steem.png

কেন নিয়মিত ডোনেশন জরুরীঃ

এই উদ্যোগ থেকেই আমাদের কমিউনিটি অর্থাৎ আমার বাংলা ব্লগ-এ একটি চ্যারিটি একাউন্ট খোলা হয়েছিল যেখানে সবাই সবার জায়গা থেকে কিছু পরিমাণ সহযোগিতা করবে যেটা দিয়ে আমরা যেকোন কারো বিপদে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবো। আজকের পোস্টটি আমি করছি এজন্য যাতে করে যারা এই কমিউনিটিতে আছেন তারা এই পোস্ট পড়ার মাধ্যমে এই বিষয়টি আবার স্মরণ-এ নিয়ে আসতে পারেন। আমাদের সবার উচিত নিয়মিত এখানে কিছু না কিছু ডোনেশন দেওয়া যাতে করে এই ডোনেশনটা আস্তে আস্তে একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারে এবং যেকোনো কারো বিপদে নির্দ্বিধায় এখান থেকে সহযোগিতা করা যায়।

আমরা অনেকেই এখানে নিয়মিত কাজ করি এবং কিছু না কিছু পরিমাণ উপার্জন করছি। আমার মতে আমরা যদি একটা নিয়মিত হারে এখানে ডোনেশন করি তাহলে খুব সহজেই এই চ্যারিটি ফান্ডটিকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব তাই আজকের পোষ্টের মাধ্যমে সবার প্রতি আমি আহ্বান জানাব আপনারা অবশ্যই এখানে সহযোগিতা করে সকলের উপকারে গঠিত এই ফান্ড কে মজবুত করবেন।

Line Break Steem.png

নিয়মিত ডোনেশনের একটা হিসাবঃ

আমি ছোট একটা গাণিতিক হিসাব দিবো যেটা দেখলে আপনি বুঝতে পারবেন সবার অল্প অল্প দামে একটা ফান্ড কিভাবে করে অনেক বড় একটা অবস্থানে পৌঁছাতে পারে।

আমাদের এই কমিউনিটিতে ১৫০ জনের মত একটিভ মেম্বার রয়েছে। যদিও এই সংখ্যাটা কিছুটা বেশি তারপরও আমি একটিভ মেম্বার ১৫০ জন ধরে নিলাম আপাতত। প্রত্যেকে যদি মাসে এক স্টিম করেও এই চ্যারিটি একাউন্টে দেন তাহলে প্রতি মাসে আমরা ফান্ড সংগ্রহ করতে পারব ১৫০ স্টিম। অনেকেই হয়তোবা আরো বেশি ডোনেশন করবে কিন্তু আমি একেবারে সর্বনিম্ন এক স্টিম প্রতি মাসেও যদি ধরে নেই তাহলে এই হিসাবটা বছর এগিয়ে দাঁড়াচ্ছে ১৮০০ স্টিম যার বাজারমূল্য বর্তমান হিসেবে এক হাজার ডলারেরও বেশি।

আর বছরে যদি আমাদের এই কমিউনিটি পরিবারের কোন একজন বা তার পরিবারের সদস্য বিপদে পড়ে তাহলে তাদেরকে আমরা এখান থেকে সহযোগিতা খুব ভালোভাবে করতে পারবো এবং এটা তার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে যিনি বিপদে পরবেন।

অনেকেই আছেন এখান থেকে অনেক ভালো পরিমাণ আয় করছেন তাই আমি মনে করি মাসে ১ স্টিম অনেকের জন্যাই কম পরিমাণ কারন এক্টিভগণ অনেক ভাল আয় করছেন। আমরা যদি সপ্তাহে এই কাজটি করতে পারি তাহলে এটি প্রায় চার গুণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বছরে আমরা চার হাজার ডলারেরও বেশি একটা ফান্ড এখানে অর্জন করতে পারব যেটা আমাদের কারো গায়ে লাগবে না কারন আমরা মাত্র খুবই অল্প পরিমাণ দিব প্রতি সপ্তাহে। আমরা যেহেতু সবাই খুব অল্প অল্প ডোনেশন করব তাই আমাদের কাছে এটা তেমন কিছু মনে হবে না কিন্তু বছর শেষে একটা ভালো ফান্ড আমাদের এখানে জমা হবে যেটা দিয়ে আমরা অনেকের বিপদে পাশে দাঁড়াতে পারবো এবং সেই বিপদে পাশে দাঁড়ানোটা কারো জন্যই কষ্টকর কোন ব্যাপার হবে না।

Line Break Steem.png

কিভাবে ডোনেশন করবেনঃ

অনেকে নতুন রয়েছেন বা বুঝতে পারেন না যে কিভাবে ডোনেট করবেন। এটা খুব সহজ। আপনাকে কেবল @abb-charity একাউন্টে ট্রান্সফার করতে হবে, ব্যাস। আমি ১০ স্টিম ট্রান্সফার করে দেখাচ্ছি। আপনাকে কেবল ট্রান্সফার করে দিতে হবে, এই।

1.png


22.png

আমি যেহেতু প্রতি সপ্তাহে পাওয়ার আপ করি তাই পাওয়ার আপ এর সময় আমি কিছু স্টিম চ্যারিটি একাউন্টে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনারাও আপনাদের সাপ্তাহিক বা মাসিক কোন কাজের সাথে এটাকে রুটিন করে নিতে পারেন।

Line Break Steem.png

শেষকথাঃ

তাই আজকের পোষ্টের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানাব আপনারা সাপ্তাহিক একটা নিয়মিত রুটিন করে নিন অথবা মাসিক একটা নিয়মিত রুটিন করে নিন যেটার মাধ্যমে নিয়মিত কিছু পরিমাণ স্টিম আপনি এই চ্যারিটি একাউন্টে যাতে ডোনেট করতে পারেন তাহলে আমরা আমাদের যেকোন বিপদে ফান্ড-কে কাজে লাগাতে পারব কারণ আমরা বলতে পারি না যে কখন কে কোন বিপদে পড়ে যাই।

আজকের পোস্ট এর মাধ্যমে যদি আপনারা এ ব্যাপারে সতর্ক হতে পারেন তাহলে এই পোষ্ট লিখার স্বার্থকতা এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।


Line Break Steem.png

এই পোস্টের সম্পূর্ন লিখা আমার নিজস্ব ও কোথায় থেকে কপি করা হয়নি। কোথাও হতে কোন তথ্য বা ছবি নিয়ে থাকলে সোর্স দেয়া হয়েছে

Line Break Steem.png

আমি কে

আমি সাইফুল বাংলাদেশ থেকে। পেশায় শিক্ষক এবং সাবেক ব্যাংকার। পড়াশুনা করেছি প্রকৌশলবিদ্যায়। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি ব্লগে শেয়ার করতে ভালবাসি। স্টিম এ ২০১৯ সাল থেকে নিয়মিত লিখালিখি করে আসছি। আমি টেক্সটাইল, অনলাইন অর্থ উপার্জন, কৃষি, প্রযুক্তি, রান্না, ও জীবন্ঘটিত অন্যান্য আরো কিছু বিষয় নিয়ে লিখি। প্রকৃতির পাশাপাশি যাওয়ার জন্য ঘুরে বেড়ানো এবং ক্রিকেট খেলা আমার শখ। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং সবার থেকে শিখতে চাই। আমি বিশ্বাস করি, আমার জ্ঞান ও লিখা থেকে একজনও যদি উপকৃত হল বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার ব্লগে লিখালিখি সার্থক

Line Break Steem.png

Intro Steem.gif

ভোট দিন, মতামত থাকতে মন্তব্য করুন, পোস্টটি ভাল লাগলে শেয়ার করুন এবং আমাকে ফলো করুন @engrsayful

Line Break Steem.png

অন্যান্য মিডিয়াতে আমার সাথে যুক্ত হতে পারেনঃ

FacebookTwitterInstagram
YoutubeThreeSpeakDTube


Amar Bangla Blog Logo.png


Sort:  
 3 years ago 

একদম সঠিক কথা গুলো উল্লেখ করেছেন। বিন্দু বিন্দু সহযোগিতা দিয়ে বিশাল বড় একটা এমাউন্ট বানানো খুব ই সহজ , যদি সেটা নিয়মিত করা হয়।

 3 years ago 

একদম ঠিক ভাই। আমরা যদি নিয়মিত ডনেশনে ফান্ডটা ভাল রাখতে পারি তাহলে যে কোন সময় যে কারো বিপদে সাথে সাথে পাশে দাঁড়ানো যাবে। তখন সবাইকে বড় ডোনেশন করতে হবে না। তাছাড়া সবার জন্য একসাথে বেশি ডোনেট করা সম্ভব হয় না। ধন্যবাদ

 3 years ago 

একদম সঠিক কথাগুলো আজকে তুলে ধরেছেন ভাইয়া আপনি।
আপনি হচ্ছেন এক্কেবারে প্রকৃত শিক্ষক,শিখিয়েই যাচ্ছেন আমাদের। তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

আমাদের নিয়মিত অংশগ্রহন পারে যে কারো বিপদে হাত বাড়িয়ে দিতে। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভালো একটা ফান্ড তৈরী করা সম্ভব ।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাই। কারো বিপদে হঠাৎ অনেক বেশি ডোনেট করা সম্ভব হয় না তাই কিছু কিছু করে ফান্ডটাকে সমৃদ্ধ করে রাখা ভাল। এতে সবার উপকার হবে। দাদাও মাসিক বা সাপ্তাহিক চ্যারিটি একাউন্টে দিতে আহবান করেছিলেন সবাইকে। ধন্যবাদ।

 3 years ago 

সবাই মিলে এগিয়ে আসলে আমাদের এই ফান্ড কল্পনার থেকেও বড় হবে। আমি প্রতিমাসে ৫ স্টিম করে দিবো। এই মাসে দিয়েছি। পরিবারের সদস্যসের সুরক্ষার জন্য আমাদের এগিয়ে আশা উচিত। এটি একধরনের স্বাস্থবিমার মতো কাজ করবে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপ্নাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আমাদের জন্য অনেক মুল্যবান একটি পোস্ট। অনেক ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপ্নাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

সকলের সহযোগিতার মাধ্যমেই সম্ভব এই চ্যারিটি প্রোজেক্ট টি কে একটি সাক্সেস প্রজেক্ট হিসেবে গড়ে তোলা। কার কখন বিপদ আসে বলা যায় না। তাই আমাদের সকলের উচিত অগ্রিম সাহায্যে এগিয়ে আসা যেন বিপদগ্রস্থ মানুষটির দুঃসময়ে সাহায্য করতে পারি।

 3 years ago 

একদম ঠিক বলেছেন

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.033
BTC 64777.26
ETH 3101.53
USDT 1.00
SBD 3.84