আমার তোলা আলোকচিত্র: ভিন্ন কিছুর খোঁজে। || My Exceptional photography.

in আমার বাংলা ব্লগ2 years ago
:) আমার তোলা আলোকচিত্র :)
ভিন্ন কিছুর খোঁজে

IMG20230526175826-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

শুভ রাত্রি #amarbanglablog পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। পৃথিবী বড্ড স্বার্থপর, দেখবেন আপনি যা ভেবে বসে আছেন ঠিক তার উল্টো রুপ আপনাকে দেখিয়ে ছেড়ে দেবে। মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে পরে যাবেন যার জন্য আপনি একদমই প্রস্তুত ছিলেন না। থাক এ সমস্ত কথা, আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
আমি ছবি তুলতে ভালোবাসি, তবে সচরাচর সবাই যেরকম তুলে সেরকম নয়। চেষ্টা করি ভিন্ন ধর্মী কিছু তুলে আনার, সেরকম কিছু ছবি নিয়ে আজ আবারো হাজির হলাম। আশাকরি ভালো লাগবে আপনাদের।

IMG20230526175844-01.jpeg

IMG20230526175816-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এটা লাল পিঁপড়ার ছবি। আমি হলফ করে বলতে পারি আপনি এতো কাছ থেকে একে কখনো দেখেননি। আমি অতিরিক্ত ম্যাক্রোলেন্স ব্যাবহার করে ছবিগুলো তুলেছি। এর এতো ক্লোজ ছবি তুলে আমি যখন দেখলাম আমি নিজেও বেশ অবাক হয়েছিলাম। বিশেষ করে সামনের দাঁতগুলো দেখে।

IMG20230526180552-01.jpeg

IMG20230526180555-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

ছোট্ট রঙিন পোকা। বড্ড সুন্দর দেখতে এটা, মনে হয় জ্বলজ্বল করছে সবুজের মাঝে কিন্তু এরা বেশ পাজি। পাজি বললাম কারন আমার বাগানের শাক লতাপাতা খেয়ে ফেলছে সব। বিকেলে বেশ কাছ থেকে ছবি তুলতে গিয়ে বিপাকে পরেছিলাম কারন এক জায়গায় স্থির থাকে না। চুপচাপ বসলে হয়তো আরো ভালো ছবি তুলতে পারতাম।

IMG20230509132930-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এটা একটি শাকের ডগার ছবি। হয়তো ভাবতে পারেন এই ছবি দেয়ার মানে কি? একটু ভালো করে ছবিটি দেখলে বুঝতে পারবেন শাকের ভীষণ সুক্ষ আঁশ গুলো দেখা যাচ্ছে পরিষ্কার। আমি প্রথমে ছবিটি এমনিতেই তুলেছিলাম কিন্তু পরে বেশ অবাক হলাম ছবিটি দেখে।

IMG20230508130305-01.jpeg

IMG20230508125858-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

ভীষণ ছোট্ট তুলশি ফুলের ছবি। বেশ কাছ থেকে ছবি তুলেছিলাম কিন্তু সামান্য বাতাস থাকায় ভীষণ কষ্ট পাচ্ছিলাম ছবি তুলতে।

IMG20230526175730-01.jpeg

IMG20230526175217-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এই বেচারাকে সবাই চেনে। এটা হলো বিনা দাওয়াতের মেহমান। যখন তখন রক্ত খেয়ে বারোটা বাজিয়ে ছেড়ে দেয়, তাইতো আমিও তার ছবি তুলে খাতির করলাম।

IMG20230422141808-01.jpeg

IMG20230422141759-01.jpeg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এটা ছোট্ট কিন্তু খুবই সুন্দর একটি ক্যাকটাস। পুরো শরীরে শুধু কাঁটা আর কাঁটা। ভুল করেও একে ছুঁতে গেলে বিপদ আছে। আমি খুব কাছ থেকে চমৎকার জিনিসটার ছবি তুলতে সক্ষম হলাম।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ


এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি ছবিগুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

বিদায় নিলাম 🤗

Sort:  
 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফিগুলো আলাদা রকমের হয়।সবগুলো ফটোগ্রাফি ই সুন্দর হয়েছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ই ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে সাথে বিবরন তুলে ধরাতে আরো বেশি ভালো লেগেছে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু, আপনি সবসময়ই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করে যাচ্ছেন।
দোয়া রইল।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া পৃথিবী খুব সার্থপর তার চেয়ে বড় সার্থপর হলো পৃথিবীতে বসবাস করা মানুষ জন।আচ্ছা যাইহোক মেনে নিতে হয় সব কিছুই।
ভাইয়া আপনি অসম্ভব সুন্দর করে সব ফটোগ্রাফি গুলো করেছেন। আমার কাছে আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসম্ভব দারুণ লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

সত্যিই আপু পৃথিবীর মানুষ ভীষন স্বার্থপর। তবুও জীবনের তাগিদে তাদেরকে নিয়ে ছুটে চলতে হয়।
ধন্যবাদ আপু আমার ছবিগুলো পছন্দ করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপনি পিঁপড়াকে আসলে এত কাছ থেকে কখনো দেখিনি। অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ‌ সবগুলো ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটি ফটোগ্রাফির সাথে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমিও জানতাম পিঁপড়ে এতোটা কাছ থেকে হয়তো আপনাদের দেখা হয়নি, তাইতো ভাগ করে নিলাম।
ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

 2 years ago 

বেশ চমৎকার কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই‌ আসলে ফটোগ্রাফি করতে আমার খুব ভালো লাগে। মাইক্রো ফটোগ্রাফি গুলো অনেক দুর্দান্ত হয়েছে । বিশেষ করে তুলসী পাতা ফটোগ্রাফি গুলো দেখে সত্যি খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনি ফটোগ্রাফির সাথে চমৎকার বর্ণনা উপস্থাপন করেছেন। এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার তুলশি ফুলের ছবিগুলো পছন্দ করার জন্য।
দোয়া রইল।

 2 years ago 

একেবারেই সত্যি কথা বলেছেন, এত ছোট্ট পিঁপড়ার ছবি এত কাছ থেকে কখনোই দেখা হয়নি, এত সুন্দর ভাবে আপনি ছবিটি উঠিয়েছেন, যে বোঝাই যাচ্ছে না পিঁপড়াটি এত ছোট।

সাথে সাথে মশার যে ছবিটি দিছেন, সেটি দেখতেও অনেকটা ভিন্ন লাগছে। কারণ সাধারণত মশার ছবি তুলতে গেলে যে বিরক্ত হয় সেটা বোঝানোর মত নয়। এক কথায় বলতে গেলে আপনার ছবি তোলার স্টাইল এবং ছবিগুলো যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেটার জন্য অবশ্যই প্রশংসা করতেই হয়।

আসলেই অনেক সুন্দর ফটোগ্রাফি করেন আপনি, প্রত্যেকটি ছবিতে যেন প্রাণ আছে। এমনটা বোঝা যাচ্ছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে কম্পিউটারের কোন ওয়েলপেপার, অনেক ভাল হয়েছে ভাই, আপনার প্রত্যেকটি ছবি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই আমার ছবিগুলো দেখে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনি সব সময়ই ভিন্ন রকম ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হোন। লাল পিঁপড়ার ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে ধৈর্য্য সহকারে ফটোগ্রাফি করেছেন। ক্যাকটাস আমি ছোটবেলায় ভীষণ ভয় পেতাম। তবে এখন আর পাইনা। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ লিমন আমার পিঁপড়ার ছবিগুলো পছন্দ করার জন্য।
চেষ্টা করি সবসময়ই ভালো কিছু উপস্থাপন করতে।

 2 years ago 

সত্যি কথা বলতে ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লাগে। আপনি ঠিক বলছেন আপনি যেমন ভিন্ন ধরনের কিছু আলোকচিত্র শেয়ার করার চেষ্টা করেন তেমনি আপনার আলো চিত্রের মধ্যে ভিন্নতা আছে। তাই আমার সব সময় ভালো লাগে আপনার আলোচিত্র গুলো দেখতে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু, আমার ফটোগ্রাফী আপনার ভালো লাগে জেনে ভীষণ খুশি হলাম।
দোয়া রইল আপু।

আপনি যে ছবি তুলতে ভালোবাসেন সেটা আপনার ফটো দেখেই বোঝা যাচ্ছে। সব ফটোগ্রাফি গুলোই বেশ সুন্দর হয়েছে।

হয়তো ভাবতে পারেন এই ছবি দেয়ার মানে কি?

এটা মোটেই ভাবছি না, ছবিটা আসলেই বেশ ভালো লাগছে। 🤭

এটা হলো বিনা দাওয়াতের মেহমান

এটা দারুন বলেছেন। হা হা হা...

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। চেষ্টা করছি সবসময়ই ভালো কিছু উপহার দেয়ার।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110153.32
ETH 3856.60
USDT 1.00
SBD 0.59