পৃথিবীটা স্বার্থপর মানুষের কবলে। || The world is in the hands of selfish people.
একটা সময় পৃথিবীতে মানুষ সুখে শান্তিতে বসবাস করতো এবং মানুষ মানুষকে ভালোবাসতো।
কথাটা ভবিষ্যতে হয়তো এভাবে বলতে হবে কখনো কোন একটা সময় পৃথিবীতে কিছু মানুষ ছিল যারা সুখী ছিল এবং মানুষকে ভালোবেসে ছিল।
সময়ের পরিবর্তন হচ্ছে এবং পাল্লা দিয়ে মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে। এই মানসিক পরিবর্তনের মধ্যে রয়েছে লোভ, স্বার্থপরতা, এবং আত্মকেন্দ্রিকতা। লোভ বিষয়টি হলো কি করে অতি অল্প সময়ে বেশ পয়সাওয়ালা মানুষে পরিনত হওয়া। স্বার্থপরতা হলো শুধু মাত্র নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য যা যা করনীয় তাই করা। আর আত্মকেন্দ্রিকতা হলো শুধু মাত্র নিজের ভালো চিন্তা করা এবং একা এগিয়ে যাওয়ার চেষ্টা করা, যেখানে কে রক্তের সম্পর্ক আর কে দূরের সম্পর্ক দেখার বিষয় নেই।
ইদানিং দেখা যাচ্ছে কিছু মানুষ হঠাৎ বড়লোক হয়ে যাচ্ছে আবার ঐ একই পরিবারের কিছু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ এখন তার নিজের রক্তের সম্পর্কের লোকের দিকেও নজর দেয়ার সময় নেই, শুধুমাত্র নিজের আখের গোছাতে ব্যস্ত। আর পুরো সমাজের কথা কি বলবো, এখানে মধ্যবিত্ত মানুষ গরিব হয়ে যাচ্ছে আর গরিব মানুষেরা ছিন্নমূল মানুষে পরিনত হচ্ছে।
লোভ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সম্মান আর টাকা দুপাশে রাখলে, মানুষজন সম্মান বিক্রি করে টাকা নিয়ে হাঁটা দেবে। শুধুমাত্র টাকার নেশায় পুরো পৃথিবী আজ মত্ত হয়ে রয়েছে, হয়তো ভালোবাসা কে একদিন মিউজিয়ামে সংরক্ষিত রাখতে হবে। আবার এমনো হতে পারে এই ভালোবাসার মজা কুঁড়াতে কেউ কেউ হয়তো কিছু টাকা বিলিয়ে দিয়ে আসবে। এটা অবশ্য এখন হরহামেশাই ঘটে চলেছে।
যাইহোক স্বার্থপরতা এমন উচ্চতায় পৌঁছার চেষ্টা করছে যেখানে মৃত্যু পথযাত্রী কোন মানুষের সম্পদ আত্মসাৎ করার জন্য তাকে মৃত্যুর দিকে ঠেলে পাঠিয়ে দেয়া হচ্ছে। নিজের ঘরের স্ত্রী হয়তো বলেই বসলো তুমি চুরি করো বা মরো এটা আমার বিষয় নয়, শুধুমাত্র আমার চাহিদা পূরণ করো।
তবে যে যাই বলুক সৃষ্টিকর্তা রয়েছেন এবং তিনি তার ইশারায় পৃথিবী থেকে আগেও জঞ্জাল এবং পাপিষ্টদের মাটিতে মিশিয়েছেন। অদূর ভবিষ্যতে পৃথিবীতে আবারো শুদ্ধি অভিযান শুরু হবে, তবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। সীমা লংঘনকারী কখনো পার পায়নি আর পাবেও না, পৃথিবী প্রতিটি কাজের হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেবে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1678447211036778497?t=SwjHms5nIEzdzsDHITH2XQ&s=19
স্বার্থের প্রতিযোগিতায় মানুষরূপী মানুষগুলো আর মনে হয় মানুষ নেই। আসলে সময়ের সাথে সাথে মানসিকতা বদলে যাচ্ছে সবার। সেই সাথে সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে। তবুও আমরা কেন জানি ভালো থাকার জন্য স্বার্থপর হয়ে যাচ্ছি। ভাইয়া আপনার লেখাগুলো দারুণ ছিল। একেবারে সত্যি কথা লিখেছেন আপনি।
সত্যিই আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি দিন দিন। নিজের বিবেক জাগ্রত করে এগিয়ে যেতে হবে। লোভ এবং স্বার্থপরতা একসময় ধ্বংসের পথে নিয়ে যায়।
চরম কিছু সত্যি কথা বলেছেন, এই কথাগুলো উপলব্ধি করার মত, আমরা আমাদের সমাজে প্রতিনিয়তই এরকম দেখতে পাচ্ছি , খুব বেশি দূরে নয় নিজেদের মধ্যেই এরকম বৈশিষ্ট্য দেখা যায় ।
সত্যিই দূরে কোথাও নয়, নিজের পরিবারের মধ্যেই এখন সবকিছু দেখা যায়। ধন্যবাদ ভাই পোস্টটি পড়ার জন্য।
একদমই ঠিক বলেছেন। চরম কিছু সত্য কথা বলেছেন। আসলে সত্যি তাই পৃথিবীটা স্বার্থপর মানুষের কবলে পড়েছে। নিজের রক্ত কেউ এখন মানুষ ভুলে যাচ্ছেন শুধু লোভের কারনে। আপনার এধরনের পোস্ট গুলো ভীষণ ভালো লাগে।
ধন্যবাদ লিমন।
বাস্তবতা অনেক কঠিন এবং আমি নিজে খুব কাছ থেকে সবকিছু উপলব্ধি করেছি।
ভাইয়া অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এটা সত্য যে, আমাদের চরিত্রটা এতটাই নিচে নেমে গেছে যে আমরা আমাদের মান সম্মানটুকু বিক্রয় করে দিচ্ছি টাকার কাছে। কিন্তু মানুষ হিসাবে এ ধরনের বিবেক বর্জিত কাজ করা আমাদের একেবারেই উচিত নয়। কারণ আমাদের সমস্ত কাজের জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে সৃষ্টিকর্তার নিকট। আর এই বিষয়টা সবসময় আমাদের স্মরণ রাখা উচিত। কারণ সীমালংঘনকারীরা অবশ্যই তাদের কর্মের ফল পাবে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মানুষ এখন সম্মানের দিকে তাকায় না, শুধুমাত্র অর্থ উপার্জনের নেশায় মত্ত।
এ ধরনের লেখা আমার অনেক ভালো লাগে।তবে আপনার লেখার মধ্যে তিনটি বিষয়ে যে সংজ্ঞা দিয়েছেন একদম সঠিক। ভালোবাসা আছে শুধু ভালোবাসার রংটা পাল্টিয়েছে তবে আগের ভালোবাসায় কোন স্বার্থ ছিল না কিন্তু এখন স্বার্থ ছাড়া ভালবাসা নেই।
একদিন হয়তো খাটি ভালোবাসা মিউজিয়ামে উঠিয়ে রাখা হবে, এটা বিরল জিনিসে পরিনত হয়ে গেছে।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।
Heres a free vote on behalf of @se-witness.