কবুতরের ছোট্ট ছানা বড় হচ্ছে। || The little pigeon is growing up.(with videography)
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
কেন যেন এই কবুতর গুলোর প্রতি ভীষণ ভালো লাগা কাজ করে। তাইতো সময় পেলেই ছুটে যাই এদের দেখতে। কবুতরগুলো মূলত আমার ভাগ্নের, ওরা আমাদের পাশেই বাসা নেয়ার কারনে আমিও সময় পেলেই ছুটে যাই একটু যত্ন করতে। সত্যি বলতে এগুলো ওদের বাসায় আনার পর থেকেই এদের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমি বেশ কিছুদিন আগে এই কবুতরের বেশ কিছু ফটোগ্রাফী করেছিলাম, কিন্তু সেই সময়ে এগুলো ডিম কিংবা বাচ্চা দেয়নি।
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
গত কিছুদিন আগে মা কবুতরটি দুটি ডিম পাড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত একটি ডিম নষ্ট হয়ে যায়। অবশেষে একটি ডিম ফুটে ছানা বের হয়। এটা সত্যিই আমাদের জন্য ভীষণ আনন্দের একটা ব্যাপার ছিল। সেই ছোট্ট কবুতর ছানা ধীরে ধীরে বড় হতে থাকে।
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
গত শুক্রবার দেখলাম ছানাটি বেশ বড় হয়েছে। আমাকে অবাক করে দিয়ে তার ডানা একদমই ময়ূরের মত ফুলিয়ে, তার পিতা-মাতার সাথে ঘুরে বেড়াচ্ছিল। সত্যিই এই দৃশ্যটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম।
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
সবথেকে বড় ব্যাপার খেয়াল করলাম মা পাখিটা তাকে খাবার খাওয়া থেকে ওড়া শেখা সবকিছুতেই ট্রেনিং দিয়ে চলেছে। সত্যিই বাধ্য পাখির মতো ছানাটি তার মাকে খেয়াল করে চলেছে। একদিন হয়তো সে ও মা হবে এবং তার ছানাদের শিখিয়ে দেবে।
আমি এখানে ছোট একটি ভিডিওগ্রাফি দেয়ার চেষ্টা করেছি, আশাকরি আপনাদের ভালো লাগবে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বিষয়টা সত্যিই অনেক ভালোলাগার। নিজের সামনেই যখন নিজের পোষা কবুতরের বাচ্চা বড় হতে থাকে সেটা দেখতে ভালই লাগে। আর আপনার পালন করা কবুতর দেখে মনে হচ্ছে এটা খুবই উন্নত প্রজাতির।
https://twitter.com/emranhasan1989/status/1673379835266367488?t=myWg9QXhbrYsW2I8JydfNg&s=19
দাদা আপনার কাছে তো অনেক সুন্দর কবুতর রয়েছে। আসলে আপনার পোস্টটি পড়েই বোঝা যাচ্ছে যে আপনি এসব কবুতরদের অনেক যত্ন করেন।
ভাইয়া আপনার বাসার চারপাশের প্রকৃতিটা খুবই সুন্দর। দেখে খুব ভালো লাগলো সবুজ প্রকৃতি। আপনার কবুতর দুটো ডিম পেরেছিল তা থেকে একটা বাচ্চা হয়েছে।সত্যি খুব আনন্দের বিষয় নিজের চোখে কোনকিছুর বেড়ে ওঠা দেখতে পাওয়া।সাদা কবুতরগুলো দেখলে বেশ ভালো ও লাগে।মা কবুতরের কাছে বাচ্চা সবকিছু শিখে নিচ্ছে।খুবই ভালো লাগলো আপনার কবুতর গুলো দেখে। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
আসলেই কবুতর ছানার সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগছে। বিশেষ করে কবুতরের লেজ এবং ডানার বাহারি সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ভিডিওটি দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। কবুতর পালন খুবই শখের একটি কাজ। কবুতরের এ ধরনের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা।
ধন্যবাদ ভাই।
সত্যিই এটা ভীষণ আনন্দ যোগায়।