ঘুম কাতুরে বিড়াল কান্ড। || Sleepy cat Story.

in আমার বাংলা ব্লগlast year (edited)
ঘুম কাতুরে বিড়াল কান্ড

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। আশাকরি সবাই ভালো আছেন। আমি কিন্তু খুব বেশি ভালো নেই, আমাদের ইলমা গতকাল থেকেই ভীষণ অসুস্থ। হঠাৎ জ্বর এসে হানা দিয়েছে আমাদের বাসায়। গতকাল সারারাত ওকে নিয়ে বসে ছিলাম, এরপর সকাল থেকে আধা বেলা অফিস করেছি। সন্ধ্যায় ডাক্তার দেখিয়ে ডেঙ্গু টেস্ট করতে দিয়েছি। আগামীকাল রিপোর্ট হাতে পাবো। যখন পোস্টটি লিখছিলাম তখন আমি লিখার ভাষা এবং শক্তি হারিয়ে ফেলেছিলাম বারবার। যাইহোক কাজ তো করতেই হবে, যেভাবেই হোক। সবাই দোয়া করবেন আমাদের ইলমা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

গত কিছুদিন আগে আমি আমাদের বাসার পাশে থাকা সিন্ড্রেলাকে নিয়ে পোস্ট করেছিলাম। আমার সেই পোস্টটি সবাই বেশ পছন্দ করেছিলেন। ওদের বাসায় আরো একটি বিড়াল রয়েছে যার নাম ঘুম কাতুরে। আসলে ওর এই অদ্ভুত নাম করনের মূল কারণ হলো, সে শুধু মাত্র খায় আর ঘুমায়। আর একটু সুযোগ পেলেই ভীষণ দুষ্টুমি করে। ওর দুষ্টুমির থেকে আলসে ঘুমের ভঙ্গিগুলো সবথেকে বেশি ভালো লাগে। আমাদের ইলমার বায়না ধরার কারনে মাঝে মাঝেই ওদের এই ঘুম কাতুরে বিড়ালকে দেখতে যাওয়া হয়।
মজার ব্যাপার হলো কিছুদিন আগে ঘুম কাতুরেকে দেখতে গেলাম আর ফ্যানের বাতাস খাওয়ার অদ্ভুত ভঙ্গি দেখে তো আমরা বাপ বেটি হাসতে হাসতে শেষ।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

ঘুম কাতুরে আসলে বেশিক্ষণ চোখ খোলা রাখতে পছন্দ করে না, মাঝে মাঝে ঘাড় ধরে তাকে ঘুম থেকে দূরে রাখার চেষ্টা করা হয়। ছবিতে নিশ্চয়ই দেখতে পারছেন ঘাড় ধরে তার চোখ খুলে রাখার চেষ্টা করা হচ্ছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

না আর সম্ভব হলোই না, সে তার মালিকের কোলের উপর গভীর আয়েসে ঘুমিয়ে পড়েছে। তার ঘুমানোর ভঙ্গী দেখে আমাদের দ্বিগুণ হাসি পেয়েছিল।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।

এই তার বিখ্যাত আয়েসি ভঙ্গি, যেখানে তাকে জাষ্ট চমৎকার দেখা যাচ্ছে। হয়তো এই মিষ্টি ভঙ্গিমা দেখার জন্য ইলমা ছুটে যায় বারবার। তবে আমার কাছেও দারুন লেগেছে ঘুম কাতুরে বেড়ালের আয়েসি ভঙ্গি।

যাইহোক এই ছিল ঘুম কাতুরের কান্ড কারখানা, আসলে পোস্ট শেষ করতে ভীষণ কষ্ট হলো আজ কারন মেয়েটা সুস্থ নেই। সবাই সাবধানে থাকুন, চারিদিকে ডেঙ্গুর ভয়াল থাবা ছড়িয়ে যাচ্ছে আর প্রান কেড়ে নিচ্ছে।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

ইলমা মামনি অসুস্থ জেনে সত্যিই খারাপ লাগলো। এই সময় জ্বর এলেই অনেক ভয় লাগে। দেখা যাক রিপোর্টে কি আসে। মামনির যেন ডেঙ্গু না হয়। মামনির জন্য অনেক অনেক দোয়া রইল। যাইহোক ভাইয়া আপনার ঘুমকাতুরে স্যান্ডেলাকে দেখে অনেক ভালো লাগলো।

 last year 

এখনকার জ্বর মারাত্মক আসলে। কখন কোনদিকে যায় বলা যায়না। দেখি উপর ওয়ালা কি করে।
দোয়া করবেন।

 last year 

বর্তমানে জ্বর আসলে অনেক টেনশন হয়ে থাকে, এছাড়াও ঢাকার অবস্থা খুব একটা বেশি ভালো নয়। ডাক্তারের কাছে টেস্ট করতে গিয়ে ভালই করেছেন। আশা করছি আর কোন সমস্যা হবে না। ডাক্তারের পরামর্শ মত ইলমার চিকিৎসার ব্যবস্থা করুন।

 last year 

ধন্যবাদ আপু।
এখনকার অবস্থা বেশ খারাপ, ঢাকা শহরে টিকে থাকা মুশকিল। যাইহোক দোয়া করবেন, দেখি কি হয় জানাবো।

 last year 

আশা করি ইলমা খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। ঘুমকাতুরে বিড়ালের কান্ড কারখানা দেখতে তো আমার অনেক হাসি পাচ্ছে। ওর নামটা আমার কাছে অনেক মজার লেগেছে। ঘুম কাতুরের ফ্যানের বাতাস খাওয়ার ভঙ্গি দেখে তো আমিও হাসতে হাসতে শেষ হয়ে গেলাম। ঠিকই বলেছেন তার বিখ্যাত আয়েসি ভঙ্গিতে তাকে জাস্ট চমৎকার দেখা যাচ্ছে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটি পছন্দ করার জন্য।
ইনশাআল্লাহ ইলমা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।

 last year 

ভাই ইলমা গতকাল থেকে অসুস্থ জেনে বেশ খারাপ লাগলো। আসলে এখনকার সময় ছেলেমেয়েদের জ্বর আসলেই নিজের কাছে অনেক ভয় লাগে ডেঙ্গু হলো কিনা। ইলমা ডেঙ্গু পরীক্ষা করতে দিয়েছেন জেনে বেশ ভালো লাগলো দোয়া করি যেন ডেঙ্গু তে আক্রান্ত না হয়। আপনার শেয়ার করা ঘুমকাতুর বিড়ালের কান্ড কারখানা দেখে সত্যি বেশ হাসি পেয়েছে ভাই আমার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সত্যিই ভাই, এখনকার সময়টা বেশ খারাপ।
দোয়া করবেন।

 last year 

আসলে ছোটরা অসুস্থ হলে কোন কিছুই ভালো লাগে না। ঈলমা অসুস্থ জেনে খুব খারাপ লাগলো। দোয়া রইল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। ঘুম কাতুরের কান্ড কারখানা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। চমৎকার একটি বিড়াল ছানা। এধরনের বিড়াল গুলো খুব দুষ্টু হয়ে থাকে। আপনার পরিবারের সবার জন্য দোয়া রইল।

 last year 

ধন্যবাদ লিমন, দোয়া করবে ইলমার জন্য।

 last year 

সময়টা খুব খারাপ যাচ্ছে আসলে।আপনার মেয়ে অসুস্থ শুনে ভীষন খারাপ লাগলো ভাইয়া। এখন জ্বর হলেই ভয়ের।যাক টেস্ট করিয়েছেন আশাকরি আল্লাহ হেফাজত করবেন,আমিন।বাচ্চারা অসুস্থ হলে কিছুই করতে আসলে ইচ্ছে হয়না।আল্লাহ ভরসা, চিন্তা করবেন না।
আপনার আজকের পোস্টের ঘুম কাতুরের ঘুমের ভঙ্গিমা দেখে খুব ভালো লাগলো। আমার ছেলে দেখেও ভীষণ মজা করলো।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 last year 

অনেক ধন্যবাদ আপু।
আসলে বেশ দুশ্চিন্তায় ছিলাম। এখন একটু ভালো আছে সে।

আমার পোস্টটি আপনার এবং আপনার ছেলের ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।
দোয়া রইল আপনার ছেলের জন্য।

Heres a free vote on behalf of @se-witness.

 last year 

ভাইয়া ইলমার কথা শুনে বেশ খারাপই লাগলো। যা শুরু হয়েছে চারদিকে । দেখেন আগামী কাল কি আসে রিপোর্টে। আশা করি ভালোই আসবে। তবে খেয়াল রাখবেন ইলমার দিকে। আর আপনাদের ঘুম কাতরে বিড়ালের কান্ড দেখে কিন্তু আমিও না হেসে পারলাম না। বেশ ঢং জানা বিড়াল মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47