স্বরচিত কবিতা: বিষাক্ত প্রেম। || Poetry: Poisonous Love 🖤

in আমার বাংলা ব্লগ7 months ago
স্বরচিত কবিতা: বিষাক্ত প্রেম


সংগ্রহশালা


" পটভূমি এবং আলোকপাত "

কিছু ভালোবাসা মেকি, এটাতে ভেজাল রয়েছে। আমাদের সহজ সরল মন এই নকল ভালোবাসা বুঝতে পারে না, এমনকি ঘুনাক্ষরেও বুঝতে পারে না এই প্রেম প্রেম খেলা জীবন নরকে পরিণত করবে। সুন্দর মুখের উজ্জ্বল সাজের আড়ালে মাঝে মাঝে লুকিয়ে থাকে ভিন্ন মানসিকতার মানুষ। হিংসা, লালসা আর অতিরিক্ত চাহিদা রমনীকে করে তোলে জীবন্ত নরক বাসী। ভাবতেও পারবেন না, কিছু মানুষ জীবনে কতটা কষ্টে থাকে। আর প্রতিদিন নিজের মৃত্যু কামনা করে। মনে হয় হয়তো মরনের ছোঁয়া ভুলিয়ে দেবে জাগতিক যন্ত্রনা। হাসি খুশি মানুষটা ছলনার বিষাক্ত ছায়ায় ব্যাথার নীলে কাতরায়। তবুও বিধাতার খেলা বোঝা দায়, কিছু মানুষ হয়তো কষ্ট পেতেই পৃথিবীতে জন্মায়। যুবক সাবধান মেকি ভালোবাসা আর বিষাক্ত প্রেম থেকে।



বিষাক্ত প্রেম

যন্ত্রনার অভিব্যাক্তি, জীবনের পরতে পরতে,
ভালোবাসার রং আজ ধূসর হেন, বিশ্বাসঘাতকতা।
তোমার চোখে হিংসার লাল রেখা স্পষ্ট, অশান্তি।
আমার ভালো থাকা, তোমার জ্বলুনি।

বিশ্বাস যেন হারতে বসেছে, তবু সাধুর সাজ,
প্রেম প্রেম খেলা রইবে আর কতকাল।

হাসিগুলো মলিন, ভুলতে বসেছি এ কাল,
সুখের হাতছানি মরনের তরে, পরকাল।
বিষবাক্য মুখে অনর্গল, অদ্ভুত বাঁচাল।
আমার ঠায় নিরবতা, সৃষ্টিকর্তা সাক্ষী।

মূর্খতা যখন চিন্তা চেতনায়, গোল্লায় যাক,
সংসার ধর্ম বেলা অবেলা, শরনার্থী।

কিসের সুখ, ছাড় দেয়ার নেই মানসিকতা,
অভিনয় শুধুই টিকে থাকার, অভিনেত্রী।
হাসির আড়ালে কটাক্ষ, সে তো অবুঝ।
আচরন প্রিজম যেন, তিনি সরল ভূজ।

ললনার শাড়ির ভাঁজে কুটিলতা, ছলনাময়ী,
তোমার পাপের সাগরে হাবুডুবু, চাই অক্সিজেন।

আয়না কথা বলে, ভুল বলে তুমি সুন্দরী,
মনটা বেজায় কুৎসিত, মায়া বিভৎস।
সাজ শুধুই চামড়ার উপর, মেকি রূপচর্চা।
আঁধারে ঢেকে দিয়েছো, জীবন ব্যার্থ।

বিষাক্ত প্রেম যুবক সাবধান, ছলনার জাল,
মেকি প্রেমে জীবন উলট পালট, যুবক সাবধান।



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

নিজের মতো গুছিয়ে লিখার চেষ্টা করেছি, ভুলত্রুটি মার্জনা করবেন।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

আসলে ভালোবাসা নামের সেই খেলাটা, সহজ সরল মনগুলোকে সবসময় কাঁদায়। তারা হয়তো বুঝতে পারে না তারা এরকম কিছু শিখার হবে। তারা হয়তো একজনকে অনেক বেশি মন প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু সেই মানুষটা এই বিষয়টা নিয়ে খেলা করতেই পছন্দ করে। যার কারণে ওই মানুষটা সব সময় নিজের মৃত্যু কামনা করে। আজকে আপনি বিষাক্ত প্রেম নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছেন, যেটা সম্পূর্ণ পড়ে খুব ভালো লেগেছে আমার কাছে।

 7 months ago 

আপনার কবিতাগুলো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে অনেক অর্থবহ কবিতা লিখেন আপনি। আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। কবিতার প্রতিটা লাইন হৃদয় ছুঁয়ে গেল। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার স্বরচিত কবিতা বিষাক্ত প্রেম পড়ে খুব ভালো লাগলো। বেশ সুন্দর কবিতা শেয়ার করেছেন । হৃদয় অনুভূতি গুলো কবিতার ছন্দে প্রকাশ করেছেন ভাই। কবিতার এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

কিসের সুখ, ছাড় দেয়ার নেই মানসিকতা,
অভিনয় শুধুই টিকে থাকার, অভিনেত্রী।
হাসির আড়ালে কটাক্ষ, সে তো অবুঝ।
আচরন প্রিজম যেন, তিনি সরল ভূজ।

এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

খুবই সুন্দর চিত্র অংকন করেছেন। এই চিত্রটি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে আপনার চিত্র অংকন দক্ষতা অসাধারণ। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে চিত্রটি শেয়ার করলেন।

Posted using SteemPro Mobile

 7 months ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য, তবে আমি তো কবিতা লিখলাম । চিত্র অংকন করিনি 😂
দয়া করে একটু ব্যাপারটা দেখবেন।

 7 months ago 

আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো তবে এটা ঠিক বর্তমানে ভালোবাসার পিছনে চলছে প্রতারণা। সঠিক ও পবিত্র ভালোবাসা নেই বললেই চলে। আপনার স্বরচিত কবিতা বিষাক্ত প্রেম আসলেই দারুন কবিতা ছিল। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 7 months ago 

সত্যি ভালোবাসা যেমন রয়েছে তেমনি মিথ্যে ভালোবাসাও রয়েছে আর যারা মিথ্যে ভালোবাসার ফাঁদে পড়েছে তাদের জীবন অকালেই শেষ হয়ে গিয়েছে। যাই হোক আপনি "বিষাক্ত প্রেম"নামক খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার এই কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। কবিতা পড়তে ও লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 7 months ago 

আসলে এখন আগের মত সেই প্রকৃত ভালোবাসাটা একেবারেই দেখা যায় না। এখন তো মানুষ ভালোবাসার নামে খেলা করতে পছন্দ করে অনেক বেশি। মিথ্যা ভালোবাসার শহরে ডুবে থাকে সবাই। কিন্তু যারা সত্যি কারের ভালোবাসে দেখা যায় তারা ঠকে যায়। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সবগুলো লাইন লিখেছেন দেখে, আমার কাছে ভালো লেগেছে পড়তে। এরকম কবিতা গুলো আপনি পরবর্তীতেও আমাদের মাঝে ভাগ করে নিবেন আশা করছি।

 7 months ago 

চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ভাইয়া।কবিতাটি দারুন লিখলেন।এটা সত্যি বর্তমানে ভালোবাসা প্রতারনায় ঘেরা।মিথ্যে ভালোবাসায় মিথ্যে ছলনায় আমরা আজ বিষাক্ত প্রেম দেখতে পাচ্ছি চারিদিকে।সুন্দর ও বাস্তবিক ধাচের কবিতাটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44