সোজা গাছটা ঝড়ে আগে ভাঙ্গে। || Plan better in hazard situation 🤞

in আমার বাংলা ব্লগ2 months ago
সোজা গাছটা ঝড়ে আগে ভাঙ্গে

ছবিটি কেনভা দিয়ে তৈরি

বাস্তবতা সবসময়ই নির্মম। আপনি হয়তো নিজের জীবনযাত্রা খুব সহজ এবং সাবলীলভাবে কাটাতে চাইছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষজন আপনাকে ভালোভাবে থাকতে দেবে না। প্রতিনিয়ত আপনাকে এই অসুস্থ মানুষদের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে। এটা এমন এক ধরনের অসুস্থতা যা সমাজের ভেতর অনেকটা ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে যাচ্ছে। দিন দিন পরিস্থিতিটা ঠিক এমন পর্যায়ে যাচ্ছে আপনি একটি ভাল কাজ করতে চাইলেও সমাজের মানুষজন আপনাকে তা করতে দেবে না। এমনকি বিভিন্নভাবে আপনাকে বিপদে ফেলা হবে।

এই বিকারগ্রস্ত সমাজের মানুষের সাথে এভাবে চলতে চলতে দেখবেন একটা সময়ে আপনি নিজেই হাল ছেড়ে দিয়ে পরাজয় বরণ করতে বাধ্য হবেন। কথাটা এজন্য বললাম, দেখা যায় যে কিছু মানুষ কোন দোষ না করেও বেশ গভীর কোন সমস্যার মধ্যে এমনভাবে জড়িয়ে যায়, দেখা যায় তার সেখান থেকে বের হবার মতো আর কোন উপায় থাকে না।
আসলে পৃথিবীর সব মানুষ খারাপ না কিছু ভালো মানুষ পৃথিবীতে রয়েছে বিধায় এখনো পৃথিবীটা টিকে রয়েছে।
কিন্তু এই টিকে থাকা ভালো মানুষগুলোকে পারিপার্শ্বিক নিকৃষ্ট পরিস্থিতি থেকে যেভাবে হোক বেরিয়ে আসতে হবে, না হলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

মনে রাখবেন সোজা গাছটি কিন্তু ঝড়ের সময় সবার আগে ভাঙ্গে। এর অর্থটা হচ্ছে যখনই কোন খারাপ পরিস্থিতি তৈরি হয় তখন সহজ-সরল মানুষগুলো সবার আগে বলিদান হয়। তাই সোজাসাপ্টা ভাবে বলতে চাই এত বড় হবেন না যে আপনার মাথা ভেঙ্গে যায়। আবার এত ছোট হবেন না যাতে ছাগলে আপনাকে খেয়ে ফেলে। আবার নিজের অবস্থান শক্তভাবে ধরে রাখতে হলে অবশ্যই আপনার ভিত্তি মজবুত করে তুলতে হবে এবং কঠিন পরিস্থিতিতেও যাতে আপনি টিকে থাকতে পারেন সেভাবেই আপনাকে প্রভাব বিস্তার করতে হবে।

আপনাকে নিজের মতো করে পরিকল্পনা সাজাতে হবে এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন তার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন খারাপ মানুষ আপনাকে চ্যালেঞ্জ করবেই, আপনি তার চ্যালেঞ্জ গ্রহণ করুন। সবশেষে তাকে তার উপযুক্ত জবাব দিন। মনে রাখবেন একজন ভালো মানুষকে নিয়ে করা পরিকল্পনা যদি আপনি খারাপ মানুষের সাথেও করতে যান দেখবেন সেখানে বিপদ ঘনিয়ে আসবে। খারাপ মানুষকে আপনি সেভাবেই জবাব দিন, যা তার প্রাপ্য। তার জন্য তার মতো করে পরিকল্পনা সাজাতে হবে, দেখবেন এবার সে সোজা হবে এবং আপনাকে কিছুটা হলেও সমীহ করবে।
দিনশেষে ভালো খারাপের পার্থক্য তৈরি হবে এবং একজন ভালো মানুষ অবশ্যই তার যোগ্য সম্মান পাবে।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

.

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

একদম ঠিক বলেছেন ভাই প্রতিটা মানুষ চায় সহজ সাবলীল ভাবে জীবন যাপন করতে। কিন্তু সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা পারিপার্শ্বিকভাবে তাদেরকে এমনভাবে খারাপ দিকে নিয়ে যেতে চায় তখন আর কিছুই করার থাকে না। সেজন্য নিজেকে সবসময় সতর্ক থাকতে হবে । এই ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত। অনেক ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 2 months ago 

সমাজে বেশ কিছু মানুষ রয়েছে যারা সবসময় মানুষের দোষ খুঁজে বেড়ায় এবং বিপদে ফেলার পায়তারা করে। তাই সবসময়ই সতর্কতার সাথে থাকতে হবে এবং নিজের দিকে খেয়াল রাখতে হবে।

 2 months ago 

আসলে পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে যায় যে মনে হয় সহজ সরল ভাবে বাঁচাটাও দোষের কিছু। আবার মাঝে মাঝে এমন হয় কোনো ভালো কাজ করতে গিয়েও অন্যের চোখে খারাপ হতে হয়। আবার এটাও ঠিক বলেছেন খারাপ মানুষদের কাছ থেকে কোনো কিছু আশা করা ঠিক নয়। তাই সবসময় প্রস্তুত থাকতে হবে যেন তারা আমাদের আশা ভেঙ্গে দিলেও আমরা আমাদের মতই থাকতে পার। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সব মিলিয়ে এই লেখাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

কিছু মানুষের চোখে আপনি কোনদিন ভালো হতে পারবেন না। তাই এদের এড়িয়ে চলতে হবে এবং নিজের পরিকল্পনা মাফিক চলতে হবে।

Copy_of_Curation_Guidelines_20240529_204831_0000.png

We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

 2 months ago 

My heart full thanks for you.
I really appreciate your valuable support 👍

 2 months ago 

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। সহজ সরল মানুষগুলোর বিপদ বেশি। তবুও সে বিপদের সময় নিজেকে তৈরি রাখতে হবে। যতই ঝড় আসুক না কেন সে ঝড়ের সম্মুখে নিজেকে সেভাবে প্রস্তুত রেখে চলতে হবে। কারণ জীবন সংগ্রামে এমন অনেক ঝড় এসে থাকে। যাই হোক আপনার এই উদাহরণ দেয়ার মধ্য দিয়ে খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন দেখে ভালো লাগলো।

 2 months ago 

এই কথাটা সত্য যদি পৃথিবীতে ভালো মানুষ না থাকতো তাহলে হয়তো আজ পৃথিবীর কোন অস্তিত্ব থাকত না। আর আমার ব্যক্তিগত মতামত যদি বলি তাহলে দিনশেষে খারাপ মানুষ গুলোর থেকে একটু দূরে থাকাই উত্তম তাদের সাথে কোন চুক্তিবদ্ধ না হলে আপনার জীবনটা আরো সফলভাবে পার করতে পারবেন বলে আমি মনে করি।

 2 months ago 

আপনার লেখা জেনারেল রাইটিং আমার কাছে সব সময়ই ভালো লাগে। কারন হচ্ছে শিক্ষনীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেন। একদমই ঠিক বলেছেন সমাজে কোন না কোন কারনে সহজ-সরল মানুষ গুলোকে বিপদে ফেলার চেষ্টা করা হয়। বড় হওয়া ও ছোট হওয়া যাবে না। মাঝামাঝি থাকতে হবে। এবং সুন্দর এবং সঠিক পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো মানুষ গুলো তার যোগ্য সম্মান পাক এই কামনাই করি। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 months ago 

আপনার পোস্টগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। কেননা আপনি সব সময় বাস্তবমুখী ও আমাদের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলো ফুটিয়ে তুলেন। আমাদের সমাজে সরল সোজা ও সাধারণ মানুষগুলো সব সময় বেশি বিপদে পড়ে। আপনি ঠিক বলছেন ভাই সোজা গাছটি ঝড়ের সময় সবার আগে ভাঙ্গে। তাই আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। আমাদের মাঝে সুন্দর পোস্ট গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66094.73
ETH 3446.09
USDT 1.00
SBD 2.66