ড্রিম ওয়ার্ল্ড পার্ক ভ্রমন:) পর্ব -১। || Our tour at Dream world park 🏞️
শুভ রাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি আজকে আবারো একটি ভ্রমণ পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ইদানিং সময় পেলেই পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে।
আমাদের ভালুকাতে মোটামুটি বেশ কয়েকটি পার্ক রয়েছে। ইতিমধ্যে আমি গ্রীন অরণ্য পার্ক ভ্রমণ করে আপনাদের জন্য কয়েকটি পর্ব আকারে উপস্থাপন করেছি। সত্যিই গ্রীন অরণ্য পার্কটি ভীষণ সুন্দর এবং আমরা বেশ চমৎকার সময় উপভোগ করেছিলাম।
যাই হোক গত শুক্রবার হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম ড্রিম ওয়ার্ল্ড পার্কে পরিবার নিয়ে বেড়াতে যাব। তাছাড়াও ইলমার দুই বান্ধবী এবং তাদের পরিবার এই পার্কটিতে আমাদের সাথে যেতে ইচ্ছুক ছিল। কারণ পরীক্ষা শেষ করে বাচ্চারা বেশ ক্লান্ত এবং পরিশ্রান্ত ছিল। আমরা অভিভাবকরা তাই পরিকল্পনা করেই এই পার্কটিতে ভ্রমণের সিদ্ধান্ত নিলাম। আমি যখনই বাইরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি ঠিক তখনই আমার অফিসের বিভিন্ন ধরনের কাজের ঝামেলা হঠাৎ করেই মাথার উপর এসে পরে। যাইহোক গত শুক্রবার আমি আমার কলিগদের বলে অফডে নিয়েছিলাম।
আমরা দুপুরের পরপরই আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হলাম। যেহেতু পার্কটি আমাদের খুব কাছেই মোটামুটি ত্রিশ মিনিটের মধ্যে পার্কের মেইন গেটে প্রবেশ করলাম।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
পার্কে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ১০০ টাকা এবং ৫ থেকে ১০ বছরের বাচ্চাদের জন্য ৫০ টাকা করে টিকিট মূল্য ধার্য করা হয়েছে। আমি যখন টিকিটগুলো হাতে পেলাম তখন সত্যিই ভীষণ আনন্দিত ছিলাম। আর বাচ্চারাও বেশ খুশিমনে ভিতর প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ভেতরে ঢুকেই ডানদিকে বেশ কিছু চমৎকার রাইড দেখতে পেলাম। মোটামুটি এধরনের রাইডগুলো সব জায়গায়ই থাকে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এরপর চোখ পরল আমাদের ইলমা এবং ইয়ানের সব থেকে পছন্দের রাইড স্লিপারের দিকে। আমি বেশ কিছুটা সময় তাদের এই স্লিপার টা উপভোগ করার সুযোগ দিলাম। ইলমা আর ইয়ান বেশ খুশি মনে অনেক লম্বা সময় ধরে স্লিপার টা উপভোগ করেছে।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
ওরা যখন স্লিপারটা উপভোগ করছিল তখন আমি চারপাশটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করলাম। একটু এগিয়ে যেতে বেশ বড় এবং চমৎকার দেখতে একটি জিরাফের ভাস্কর্য দেখতে পেলাম। তার ঠিক পাশেই একটি লোকের উপর হাতি দাঁড়িয়েছে এরকম একটি ভাস্কর্য দেখতে পেলাম। সত্যি বলতে হাতি এবং মানুষের এরকম দৃশ্য আমি কখনোই দেখিনি। তবে ভাস্কর্যটা কিন্তু অসাধারণ।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এরপর ঠিক পাশে থাকা একটি চমৎকার দোলনায় তিন বান্ধবী একসাথে বসে দোল খেতে থাকে এবং খুনসুটিতে মেতে ওঠে। আমি ওদের এই আনন্দের মুহূর্তটা ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম। সত্যি ওদের এই হাসি আমার কাছে অমূল্য এবং এই ভ্রমণের সার্থকতাই হলো তাদের মুখের অনাবিল মিষ্টি হাসি।
যাইহোক আজকে এই পর্যন্ত। সামনের পর্বটা আরো দারুন হবে, আশা করি সবাই সাথেই থাকবেন।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://x.com/emranhasan1989/status/1798066784333172930?t=5S__kvp7YAvG-xCbPd71-A&s=19
dream world park সত্যিই অসাধারণ একটি পার্ক। এ পার্কের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। তবে প্রাপ্তবয়স্কদের জন্য ১০০ টাকা আর ৫-১০ বছরের শিশুদের জন্য ৫০ টাকা টিকিট, তবে এটি ঠিক হয়নি। টিকিটের দাম সমান রাখলেই ভালো হতো।
ড্রিম ওয়ার্ল্ড পার্ক ভ্রমন বাহ্ সুন্দর একটি পার্ক। এর আগেও আপনি গ্রীন অরণ্য পার্ক নিয়ে পোস্ট করেছিলেন। আপনার মাধ্যমে দেখার সুযোগ হয়েছিলো। আসলে বাচ্চাদের হাঁসি মাখা মুখ দেখলে পিতা মাতার মনে শান্তি কাজ করে। ইলমা তার বান্ধবীদের সাথে চমৎকার মুহূর্ত উপভোগ করেছে। জিরাফ এবং হাতির ভাষ্কর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। এভাবে ছোটদের কে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাবেন। আশাকরি তাদের মন ভালো থাকবে। শুভ কামনা রইলো ভালো থাকবেন।
বাচ্চাদের আনন্দের মাঝে পিতা-মাতার আনন্দ। তাইতো সময় পেলেই ওদের নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াই। পার্কটি সত্যিই বেশ সুন্দর।
বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝেই উচিত এরকম জায়গা গুলোতে যাওয়া। তাহলে তারা ও কিছু ভালো সময় অতিবাহিত করতে পারবে বাহিরে। যেহেতু আপনার মেয়ের পরীক্ষা শেষ তাই বাহিরে এনে ঘুরাঘুরি করিয়ে ভালোই করেছেন। তারা তিন ফ্রেন্ড মিলে তো দেখছি অনেক ভালো সময় অতিবাহিত করেছিল। তিনজনকেই দেখতে একেবারে পরীর মত লাগছে। অনেক সুন্দর করে আপনি তাদের কাটানো মুহূর্তটি শেয়ার করেছেন। এই পার্কের ভেতরের সৌন্দর্য সত্যি খুব সুন্দর। প্রথম পর্ব টা অনেক ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় থাকলাম।
ইদানিং আমি সময় পেলেই বাচ্চাদের নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছুটে যাওয়ার চেষ্টা করি। আসলে ওদের মানসিক বিকাশের জন্য বিনোদনের প্রয়োজন রয়েছে। এই পার্কটি অনেক সুন্দর, সামনের পর্বটি আরো সুন্দর হবে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন। ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি "ড্রিম ওয়ার্ল্ড পার্ক" ভ্রমন করেছেন, এ বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগলো। মাঝে মধ্যে এই ধরনের জায়গায় ভ্রমণ করলে মন মানসিকতা খুবই ভালো থাকে। বিশেষ করে ইলমা এবং ইয়ানের সব থেকে পছন্দের স্লিপার রাইডার উপভোগ করল। তাছাড়াও জিরাফর ও হাতির ভাস্কর্য
খুবই সুন্দর ছিল। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন ভাই ।
ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের জন্য।
আমি চেষ্টা করেছি পার্কের সৌন্দর্য তুলে ধরতে। সামনের পর্বে আরো দারুন কিছু দেখতে পাবে।
সময় পেলে পরিবার এর সাথে ঘুরতে গেলে ভীষণ মজা তো হয় ই, পারিবারিক সম্পর্ক মজবুত হয়, বন্ডিং ও ভালো হয়। তার থেকেও বড় কথা খুব সুন্দর কিছু স্মৃতি তৈরি করার সুযোগ হয়। ইলমাও তার বান্ধবীর সাথে বেশ মজা করেছে। আর মানুষের উপর হাতির ভাস্কর্য দেখে আমার সার্কাস এর কথা মনে পরে গেলো ভাই!
ঠিক বলেছেন আপু। পরিবার নিয়ে ঘুরতে গেলে চমৎকার কিছু স্মৃতি তৈরি হয় এবং সম্পর্ক মজবুত হয়। হাতির ভাস্কর্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
ড্রিম ওয়ার্ল্ড পার্কে ভ্রমণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। ড্রিম ওয়াল্ড পার্কটি অনেক সুন্দর। এর আগেও আপনি পার্ক নিয়ে পোস্ট করেছেন। মাঝেমধ্যে এই ধরনের জায়গায় ভ্রমণ করলে মন-মানসিকতা খুবই ভালো থাকে। তবে পার্কে ঢোকার জন্য প্রাপ্তবয়স্কদের ১০০ টাকা আর ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্য ৫০ টাকা টিকিট ধার্য করেছে। তবে এটা আমার কাছে একদমই ঠিক লাগছে না একটু বেশি নিচ্ছে টিকিটের দাম। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি এখন সময় পেলেই পরিবার নিয়ে ঘুরতে বেরিয়ে পরি। এতে পরিবারের সবাই বেশ আনন্দ পায়, বিশেষ করে বাচ্চাদের আনন্দ দেখার মতো।