স্বরচিত কবিতা: একজন পুরুষের বলিদান। || Original Poetry by @emranhasan.
পৃথিবীতে সব নারী ভালো নয়, আবার সব পুরুষ ধোয়া তুলসী পাতা নয়। তবে একজন সত্যিকারের পুরুষ জানে পৃথিবীতে তার জন্ম একমাত্র পরিবারে দায়িত্ব পালনের জন্য। সেখানে থাকবেনা নিজের কোন ভোগ বিলাস কিংবা চাহিদা।
একজন নারী সন্তান ধারণ করে তার গর্ভে আর একজন দায়িত্ববান পুরুষ পুরো পরিবারের ভার তার কাঁধে বহন করে আর নিজের মগজের মধ্যে ঢুকিয়ে রাখে তার আরো একজন পরিবারের সদস্য বাড়তে চলেছে। সেই সদস্যকে খাবার দিতে হবে আর পৃথিবীতে কিছুটা জায়গা ছেড়ে দিতে হবে তার জন্য। তাইতো তিলতিল করে গড়ে তোলে গরিব বাবার ছোট্ট সম্রাজ্য যেখানে একাই লড়াই করে হাতুড়ির আঘাতে শক্ত হয়ে যাওয়া কঠিন দুটি হাত আর স্বার্থের মায়া ত্যাগ করা পাথর হৃদয়।
কিছু কিছু সংসারের রমনী তাদের সীমাহীন চাহিদা পূরণ না হবার দরুন সেই পাথর হৃদয়ের মানুষটার চোখের জল মাটিতে লুটাতে বাধ্য করে। শরীরের ব্যাথায় যে মানুষটা কাঁদে না, অপদার্থ আর অযোগ্য শব্দগুলো শুনে ভেঙ্গে চুরমার হয়ে যায় বারংবার। এক কথায় এটাকে বলে ভুল ট্রেনে উঠে ভুল গন্তব্যে যাওয়া। তবুও বলি পুরুষ আঁকড়ে ধরতে জানে আর গড়ে তুলতে জানে, নাহলে হয়তো রমনীদের চাহিদার সাগরে হয়তো নিজেদের শেষ পর্যন্ত সংসার ধর্ম বাদ দিয়ে ডুবে মরতে হতো।
পুরুষ শুধুমাত্র ভারবাহী গাধা নয়, মানুষ।
কভু উড়াওনি বেহিসেবি রঙিন ফানুস
মানুষ বলতো তুমি সহজ, সরল, সুবোধ
কোথা থেকে আসে তোমার এতো মনুষ্যত্ববোধ?
কট্টরপন্থী নারীবাদী বলে, তাদের চাপে তুমি সোজা।
চাহিদার পাহাড় ছুঁয়েছে যেন স্বর্গের চূড়া
অপদার্থ আর অযোগ্য বলেছে বউ অপ্সরা।
তুমি পুরুষ সংসারের ভার কাঁধে করছে ধারন
ঘাম আর রক্তে ভেজা বিশুদ্ধ উপার্জন
জীবন সংসারে একমাত্র সুখ দিয়েছে বিসর্জন।
কোমল মুখে বুলি শুধু দায়িত্বের আখ্যান।
পুরুষ কখনো শরীরের যাতনায় কাঁদে না
তিলে তিলে নিঃশেষ হয় প্রিয়জনের ছলনায়।
বিলিয়ে দাও নিজেকে সকাল সাঝে
পাবেনা খুঁজে কভু তোমার তোমাকে
কঠিন সময়ে কষ্টেরা মুখ লুকাবে লাজে।
নিজের মতো করে গুছিয়ে লিখার চেষ্টা করেছি, যদি কোন মতামত থাকে তবে অবশ্যই জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
একজন পুরুষের বলিদান এই কবিতাটির মাধ্যমে আপনি বাস্তবিক একটা টপিক তুলে ধরেছেন। পুরুষ তার দায়িত্ব অনেক সুন্দর ভাবে পালন করে যায় আর সে তার মনের কথাগুলো বলে না কাউকে। আপনি এ টপিকটা নিয়ে পোস্ট লেখার কারণে ভালো লেগেছে পড়তে। আশা করছি পরবর্তীতেও অনেক সুন্দর টপিক নিয়ে কবিতা লিখবেন আপনি। অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী কবিতাটা পড়ার জন্য।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1716573331598819424?t=viFvFPlSFQd9dsZXgT1wOQ&s=19
বাস্তবতা নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন কবিতার প্রতিটা লাইনে একজন পুরুষের বলিদানের গল্পটা ফুটিয়ে তুলেছেন। এমন সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি কিন্তু বাস্তবিক একটা টপিক তুলে ধরেছেন এই কবিতাটির মধ্যে। আপনার লেখা কবিতাটা আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে পুরুষ নিজের ফ্যামিলির ভার কাঁধে নেয় আর নিজের সর্বোচ্চ দিয়ে ফ্যামিলিকে তুলে ধরার চেষ্টা করি। আর তখন তার কোন ভোগ বিলাস এবং নিজের চাহিদা থাকে না। অনেক সুন্দর করে পুরোটা আপনি লিখেছেন দেখে ভালো লাগলো।
কথাটা অসাধারণ বলেছেন ভাই। ভালো লেগেছে আমার কাছে। পুরুষ এক রহস্যময় চরিত্র। পুরুষ কখনো ভালোবাসি কথাটা মুখে বলতে পারে না। কিন্তু নিরবে নিভৃতে পালন করে যায় তার দায়িত্ব টা। কিন্তু সেই পুরুষ কে বোঝে কতজন। অসাধারণ লাগল ভাই আপনার কবিতা টা। সুন্দর লিখেছেন।।
ভাই আপনার কবিতা শব্দ চয়ন টা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আপনার স্বরচিত কবিতা একজন পুরুষের বলিদান পড়ে অনেক ভালো লাগলো ভাই। পুরুষ এখনো আমাদের সমাজে এভাবেই বলিদান দিয়ে আসছে আর পুরুষ এভাবেই বলিদান দিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম ঠিক কথা বলছেন ভাইয়া আপনার কথা গুলোর সাথে আমি একমত। যেমন সব নারীরা ভালো নয় তেমনি সব পুরুষেরাও ভালো নয়। তবে কিছু কিছু নারীরা আছেন কিন্তু আয়ের তুলনায় অনেক বেশি চাহিদা তাদের। তবে এক সময় এত অতিরিক্ত চাহিদার কারণে সংসারে অশান্তি ঘটে। এর বিনিময়ে এক সময় সংসার ভেঙে যেতে পারে। অথবা একটি পুরুষের জীবন ও ধ্বংস হয়ে যেতে পারে। কবিতাটি অনেক ভালো লিখেছেন ধন্যবাদ।
ভাই আপনি কবিতা লেখার শুরুতে কিছু কথা লিখেছেন আপনার এই লেখা গুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যাইহোক আপনি আজকে একজন পুরুষের বলিদান নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে খুব ভালো লেগেছে। কবিতার প্রতিটা ধাপ সুন্দর করে লিখে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই।
শুরুর দিককার কথাগুলো হলো পুরো কবিতার সারমর্ম যা পড়ে খুব সহজেই কবিতাটি বোঝা যায়।
নিজের মতো করে গুছিয়ে লিখার চেষ্টা করেছি।