স্বরচিত কবিতা: বাজার গরম ভাইরে। || Original Poetry by @emranhasan.

in আমার বাংলা ব্লগ11 months ago
স্বরচিত কবিতা: বাজার গরম ভাইরে


সংগ্রহশালা

" পটভূমি এবং আলোকপাত "

ইদানিং বাজারে গেলে ভীষণ ভয় লাগে। সত্যি বলতে কিছুদিন আগেও দাম শুনলে মেজাজ খারাপ হতো, তবে এখন বড্ড বেশি ভয় লাগে। কারন হিসেবে বলা যায় হঠাৎ সকালে কোন জিনিসের দাম ২০ টাকা সেটা সন্ধ্যা হতে না হতেই ৮০ মানে দিনের মধ্যেই চার গুণ বেড়ে যায়, সত্যিই স্ট্রোক করার দশা হয়ে যায়। এই দেশে হরিলুট চুরির মতো অবস্থা, সিন্ডিকেট আর চোরের দেশ হলো এই সোনার বাংলা দেশ। বাংলাদেশের কৃষিতে নাকি সোনা ফলে এখন তো দেখছি রত্ন ফসল ফলানো হচ্ছে যা গরিবের পেট ভরানোর সামর্থ্য রাখে না।

পুরো দেশে নীরব দুর্ভিক্ষ চলছে, হয়তো অনেকেই সেটা ভেতর থেকে অনুভব করছেন। কিছু মানুষ তো ভীষণ কষ্টে দিনাতিপাত করছে। এভাবে আসলে কতদিন চলবে?



বাজার গরম ভাইরে

বাজার গরম ভাইরে বাজার গরম
শাক সবজি কিনতেও লাগে সরম
গরিব মানুষ আজ না খেয়ে মরে
সুবিধাবাদী লোক বলে উন্নয়ন চরমে।

বাজার গরম ভাইরে বাজার গরম
আলুর কেজি ষাট, পেঁয়াজের ঝাঁঝ চরম
দাম নেই কোন কিছুর হাতের নাগালে
সিন্ডিকেটের ব্যাবসায় লোভ ধরেছে চরম।

বাজার গরম ভাইরে বাজার গরম
ব্যাগ ভরেনা আজ হাজার টাকায়
মাছ আর মাংসের বাজারে ঢোকা দায়
ডিমের দাম শুনেও করি হায় হায়।

বাজার গরম ভাইরে বাজার গরম
চালের দাম করবে হয়তো সেঞ্চুরি
অসৎ জোচ্চোর করবে হরিলুট চুরি
গরিবের দীর্ঘশ্বাসে বাতাস আজ ভারি।

বাজার গরম ভাইরে বাজার গরম
সোনার দেশে যেন আজ রত্ন ফলে
দ্রব্যমূল্য নেই গরিবের হাতের নাগালে
নিরব দুর্ভিক্ষ চলে বাংলার ঘরে ঘরে।



❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

কবিতাটি ভেতরের ক্ষোভ থেকে লিখার চেষ্টা করেছি। আসলে কবে যে মানুষ পেটপুরে খেতে পারবে সেটাই দেখার বিষয় কারন দেশে নীরব দুর্ভিক্ষ চলমান।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 11 months ago 

বেশ সময়োপযোগি কবিতা লিখেছেন ভাই। এখন বাজারে যেতে ভয় কাজ করে।কোন কিছুর দাম জানতে চাইতেও ভয় লাগে। মনে হয় জিনিসের দাম শুনলেই হার্ট এ্যাটঙ্ক হয়ে যাবে। দেশের সব টাকা চলে যাচ্ছে গুটি কয়েক জনের হাতে। জনগন আজ তাদের হাতে জিম্মি। দেশে কেবল তারাই ভালো আছে। আর সকল শ্রেনি কেবল কোন ভাবে বেঁচে আছে। ধন্যবাদ সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 11 months ago 

সত্যিই এখন বাজারে গেলে খুব বাজে অবস্থা হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারের বেঁচে থাকা এখন অনেক কঠিন।

 11 months ago 

সময় উপযোগী একটি কবিতা আজ শেয়ার করলেন ভাইয়া। কবিতাটি ভীষণ ভালো লেগেছে। কবিতার লাইনগুলোতে বাস্তবতা ফুটে উঠেছে। সত্যি মানুষ আজ বড্ড অসহায়ভাবে দিনাতিপাত করছে। এর থেকে মুক্তি নেই। জনগন আজ জিম্মি।কবিতার ভাষায় মনের কথাগুলো ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

মানুষ এখন খুব খারাপ সময় পার করছে। উপর ওয়ালা কবে যে আমাদের ভালো রাখবেন একমাত্র তিনিই জানেন।

 11 months ago 

ভাইরে আর বলিয়েন না । দু দিন পর মনে হয় খাবার দাবার ছেড়ে দিতে হবে। আর আলুর দাম তো দুদিন পর সেঞ্চুরী করবে। আপনি কিন্তুু বাজার গরম নিয়ে বেশ দারুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতা পড়ে যেন মুগ্ধ হয়ে গেলাম।

 11 months ago 

ধন্যবাদ আপনাকে কবিতাটি পড়ার জন্য।

 11 months ago 

একদম ঠিক বলেছেন আমাদের এই দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। এর জন্য মনে হয় মারা যাবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা। যাই হোক আপনার একদম সময় উপযোগী কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 11 months ago 

ধন্যবাদ আপু কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।
মধ্যবিত্ত পরিবারের এখন বেঁচে থাকা অনেক কঠিন।
দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।

 11 months ago 

•সিন্ডিকেট আর চোরের দেশ হলো এই সোনার বাংলা দেশ।

এটা ঠিক বলেছেন ভাইয়া এদেশে চোর বাটপারে ভরে গেছে । এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গরিবের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে একবেলা ভাত খেতে । চালের দাম যে হারে বাড়ছে আর কদিন পর তো না খেয়ে থাকতে হবে যে অবস্থা । যাক আপনি খুব ভালো একটি কবিতা লিখেছেন । পড়ে ভালো লাগলো খুব । কয়েক লাইন ডিসকর্ডে পড়েছিলাম আপনার কবিতাটি

 11 months ago 

কবিতা বললেন নাকি বাস্তবতা, এটা তো বাস্তব ঘটনা ছন্দে চলে আসলো আপনার কবিতায়। কি যে হবে জানিনা পরিস্থিতি আরো খারাপ তবে কবিতাটা ভালো হয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60968.19
ETH 2367.91
USDT 1.00
SBD 2.56