একদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় আমি। || One day I was in Shilpacharya Zainul Abedin Museum.

in আমার বাংলা ব্লগ4 months ago
একদিন
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় আমি

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

গত কিছুদিন আগে আমি ময়মনসিংহে অবস্থিত জয়নুল আবেদিন সংগ্রহশালা পরিদর্শনে গিয়েছিলাম। জায়গাটা এককথায় অসাধারণ লেগেছে আমার কাছে। ইতিমধ্যে বেশ কয়েকটি পর্ব উপস্থাপন করেছি। আজ শিল্পীর বেশ কিছু চমৎকার চিত্রকর্ম এবং ছবি নিয়ে হাজির হলাম।‌

সত্যি বলতে উনার কাজগুলো আমার অসম্ভব ভালো লেগেছে। আশাকরি আমার ভালোলাগা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলুন শুরু করি।

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন লম্বা করিডোর যেখানে শিল্পীর পুরনো দিনের ছবি এবং কিছু শিল্পকর্ম রয়েছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

অনেক পুরনো ছবি, শিল্পী তার চিত্র অংকন নিয়ে ব্যস্ত।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

শিল্পীর পাশে বেগম জাহানারা আবেদীন। দুজনকেই একসাথে দারুন দেখাচ্ছে।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

বন্ধুদের সাথে শিল্পাচার্য জয়নুল আবেদিন।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

বিভিন্ন জায়গা এবং পরিবেশে শিল্পীর চমৎকার সব আলোকচিত্র।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

তার শিল্পকর্মের মাধ্যমে দুর্ভিক্ষের স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। আমি প্রতিটি ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম আর আমার কলিজা কেঁপে কেঁপে উঠছিল বারবার।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।

আমার মনে হয়না তার মতো কেউ এতো নিখুঁতভাবে তার ছবিতে দুর্ভিক্ষ ফুটিয়ে তুলতে পেরেছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন তার নিপুণ হাতে এই চমৎকার শিল্পকর্মগুলো উপহার দিয়ে গেছেন আমাদের। যা হয়তো যুগের পর যুগ মানুষকে সেই দুর্ভিক্ষের কথা স্মরন করিয়ে দেবে।

আজ এ পর্যন্তই, সামনের পর্বে খুব অসাধারণ কিছু দেখাবো। আশাকরি আপনাদের সেগুলো ভালো লাগবে।
সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।
শুভ রাত্রি।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

আপনার মাধ্যমে বেশ অনেক কিছু দেখার সুযোগ হলো ভাইয়া। জয়নুল আবেদীনের অনেক বিষয় সম্পর্কে পূর্বে অবগত ছিলাম কিন্তু সরজমিনে দেখার সুযোগ হয়নি আর আজকে আপনি নিজে সেখানে উপস্থিত হয়ে ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। দেখে খুবই ভালো লেগেছে।

 4 months ago 

কিছু দিন আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় আমি গিয়েছিলাম। আবারও আপনারা পোস্ট পড়ে কিছু অজানা বিষয় গুলো জানতে পারলাম। বিভিন্ন জায়গা এবং পরিবেশে শিল্পীর চমৎকার সব আলোকচিত্র। আপনি সব সময় আমাদের মাঝে সুন্দর পোস্ট উপহার দিয়ে থাকেন। এবং আপনার উপস্থাপনা সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ভালো থাকবেন।

 4 months ago 

শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার প্রথম পর্ব দেখে ছিলাম। আজকে দ্বিতীয় পর্ব দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। দুর্ভিক্ষের ছবি গুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার পোস্ট এর মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমাগ নিজেরও এই সংগ্রহশালা ও জাদুঘরের মতো স্থানগুলোতে যেতে অনেক ভালো লাগে, কেননা এখান থেকে অনেক কিছু শেখা যায়। জয়নুল আবেদিন সংগ্রহশালায় আমার কোনদিন যাওয়া হয় নি, এজন্য আরও বেশি উপভোগ করেছি আপনার আজকের পোস্টটি ভাই। আশা করি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভ্রমণ কাহিনি আমাদের সাথে ভাগাভাগি করে নিবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

জয়নুল আবেদিন সংগ্রহশালা পরিদর্শনে গিয়ে আপনি চমৎকার কিছু চিত্র কর্ম আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক কিছু দেখতে পেলাম আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে। । জায়গাটা এককথায় অসাধারণ বললেন।সত্যিই আমার কাছেও ভীষণ ভালো লেগেছে যতটুকু দেখেছি।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66015.85
ETH 3551.21
USDT 1.00
SBD 3.13